নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

কয়েক দল তরুন তরুনীর শীতল করা ছন্দময় বরফ নৃত্য

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮


জাপানের সাতোকো মিয়াহারার একক পরিবেশনা।

জাপানের কানা মুরামোতো ও ক্রিস রীডের বরফ নাচ।

আইএসইউ গ্র্যান্ড প্রিক্স ফিগার স্কেটিং প্রতিযোগিতার বরফ নৃত্য পর্বে জাপানের প্রতিযোগী ইমি হিরাই ও মারিয়েন দে লা আসুনসিয়নের মনোমুগ্ধকর পরিবেশনা। ছবিটি রোববার (২৯ নভেম্বর, ২০১৫) জাপানের নাগানো অঞ্চল থেকে তোলা।

রাশিয়ার প্রতিযোগী একাতেরিনা ববরোভা ও দিমিত্রি সোলোভিয়েভের পরিবেশনা।

রাশিয়ার আরেক দ্বৈত প্রতিযোগী আলেকজান্দ্রা স্তেপানোভা ও ইভান বুকিনের মনোমুগ্ধকর পরিবেশনা।

যুক্তরাষ্ট্রের প্রতিযোগী কুর্টনি হিকসের একক পরিবেশনা।

রাশিয়ার প্রতিযোগী একাতেরিনা ববরোভা ও দিমিত্রি সোলোভিয়েভের আরেকটি পরিবেশনা।

ডিগবাজি নাকি বরফ নাচ! রাশিয়ার প্রতিযোগী এলেনা লিওনোভার একক পরিবেশনা।

রাশিয়ার আরেক দ্বৈত প্রতিযোগী ভেরা বাজারোভা ও আঁদ্রেই দেপুতাতের পরিবেশনা।

যুক্তরাষ্ট্রের প্রতিযোগী ক্রিস নিয়েরিম আর অ্যালেক্সা সিমেকা জুটির পরিবেশনা।

ছবিতথ্যঃ রয়টার্স এবং এএফপি

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: টিভিতে একসময় এই প্রতিযোগিতা দেখে অবাক হইতাম

কেমনে পারফর্ম করে !

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ভালো থাকুন ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: নেটে সার্চ দিয়া নাদিয়া ক্রোমানোচ্চি নামের একজন জিমন্যাস্টও আছে অনেক আগের। ওরেও নামান মিন্টু ভাই। বাল্যকাল থাইকা যোউবনকাল, আজন্মের দুই নাম্বার পারফেক্ট ক্র্যাশ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

আমি মিন্টু বলেছেন: দেখি সময় সুযোগ পেলে আপনার আশা কিছুটা পূরন করমুনিই । :)

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরফ নৃত্য কথাটা প্রথম শুনলাম । :D

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

আমি মিন্টু বলেছেন: আমিও লিটন ভাই এই সব শীতল নাঁচের কথা প্রথম শুনলাম । :)

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১২

আজাদ মোল্লা বলেছেন: বরফ নৃত্য দেখা হয়নি , তবে দেখবো ।
আপনার পোস্ট পড়ার পড়ে ইচ্ছা হয়েছে ।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

আমি মিন্টু বলেছেন: এক নজর দেখে নিয়েন ভাই । :)

৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: নাঁচের ছবি দেইখা নাঁচার একটা পার্টনারের কথা স্মরণ হইলো।
আহারে যদি একখানা পার্টনার থাকিতো - নাঁচতে গিয়ে কোমড়ের হাড্ডিগুড্ডি গুড়া বানায়া দিতাম স্লিপ কাঁটায়া!!!

ভাল্লাগছে পোষ্টটা!

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

আমি মিন্টু বলেছেন: আহারে মানুষের মন বলে কথা । কত কিছুই যে মন চায় । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.