নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠির মূল স্নায়ু কেন্দ্রে আঘাত হানার লক্ষে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানকারীদের কয়েক সপ্তার মধ্যেই ইরাকে মোতায়েন করা হতে পারে বলে এই পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা জানিয়েছেন । নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন এই বিশেষ দ্রুত বাহিনীতে প্রায় ২০০ জন সদস্য থাকবেন । এদের লক্ষ্য হবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গোপন সংবাদের সুযোগ গ্রহণ করে অভিযান চালানো যাতে ইরাক এবং সিরিয়ায় আইসিলের প্রধান নের্তৃত্ব এবং কমান্ড ও কন্ট্রোলের দায়িত্বে নিযুক্ত লোকজনকে কাবু করা যায় । মঙ্গলবার এর আগে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সামনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার সাক্ষ্য দেওয়ার সময় নতুন বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়ে ইসলামিক স্টেটের সকলের জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টির সঙ্কল্প প্রকাশ করেন । তিনি বিধায়কদের বলেন যে আইসিল নেতাদের মধ্যে আমরা এই বোধ সৃষ্টি করতে চাই যে তারা জানেনা কে রাতের বেলায় জানালা দিয়ে প্রবেশ করবে । এই বিশেষ অভিযানকারীরা হানা দিতে পণবন্দী মুক্ত করাতে গোপন তথ্য সংগ্রহ করতে এবং আইসিল নেতাদের আটক করতে সক্ষম হবে । এর ফলে গোপন তথ্যের যে চক্রটা তৈরি হবে তাতে আরও লক্ষ্য স্থির করা যাবে আরও বেশি অভিযান চালানো যাবে এবং পুরো ব্যাপারটা আরও গতি পাবে । কার্টার বলেন এই বিশেষ অভিযান বাহিনী ইরাকে ইরাকি সৈন্য এবং কুর্দি পেশমার্গা সৈন্যদের সঙ্গে কাজ করবে এবং সিরিয়ায় একক ভাবে তৎপরতা চালাতে পারবে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
আমি মিন্টু বলেছেন: হুম ধন্যবাদ ।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
গেম চেঞ্জার বলেছেন: খবরের সোর্স কি?
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২০
আমি মিন্টু বলেছেন: http://www.voabangla.com/
ভয়েস অফ অ্যামেরিকা
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
অতঃপর হৃদয় বলেছেন: ভাল তো।