নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় আছে যেদিন সিংহ ও ভেড়া পাশাপাশি শুয়ে থাকবে সেদিন পৃথিবীতে শান্তি আসবেl তবে কি শান্তি এসে গেল? সম্প্রতি রাশিয়ার এক চিড়িয়াখানায় খাদ্য-খাদকের মধ্যে এমনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেল l সাইবেরিয়ার একটি চিড়িয়াখানায় একটি বাঘের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল ছাগলেরl আসলে ছাগলটাকে বাঘের কাছে দেওয়া হয়েছিল খাদ্য হিসাবেl কিন্তু খাঁচায় রক্তের বদলে দেখা গেল রোম্যান্সl সকলকে হতবাক করে দিয়ে বাঘ ছাগলে মিলে ঘুড়ে বেড়াতে লাগল ঘেরা জঙ্গলের ভিতরেl চিড়িয়াখানার কর্মীরা দারুণ অবাকl
বাঘটির নাম আমুর সুদূর পূর্বাঞ্চলের সাফারি পার্কের বাসিন্দা সেl এখন তাঁর নতুন সঙ্গী ছাগলটিl কর্মীরা ছাগলটির নাম দিয়েছে টিমুর, অর্থাৎ ইস্পাত সাহসীl আমুরকে যারা দেখাশোনা করেন তাঁরা জানান আমুর মোটেই শান্তিপ্রিয় বাঘ নয়l তবে ছাগলটির বাহাদুরিই তার প্রাণ বাঁচিয়েছেl তাঁরা আরও বলেন আমাদের আমুর সপ্তাহে দুইবার জ্যান্ত শিকার খাবার সুযোগ পায়l আমুর খুব ভালো শিকারী, সে জানে ছাগল ও খরগোশ শিকার করতেl কিন্তু এই প্রথমবার সে কোনও জীবন্ত ছাগলকে শিকার করতে অস্বীকার করলl | আমাদের মনে হয় এই ছাগলটি কখনও বাঘের মুখোমুখি হয়নি ফলে সে জানেনা বাঘের ভয় কাকে বলেl কেউ তাকে শেখায়নি বাঘ দেখলে ভয় পেতে হবেl আমুরও খুব সম্ভবত ব্যাপারটায় চমক পেয়েছেl টিমুরের স্বভাব ও প্রকৃত সম্পর্কে সে বেশ সজাগl ফলে টিমুরকে শিকার করার ঝামেলায় যেতে চায়নি আমুরl
তথ্যসূত্র অনলাইন নিউজ ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ বস অন্তত এই সত্যটুক স্বীকার করার জন্য ।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৯
মাকড়সাঁ বলেছেন: অসাধারণ
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭
প্রামানিক বলেছেন: কলিকাল কিনা।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভায়ু গুড সকাল ।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
জাতির গ্রান্ডপা বলেছেন: মনতু বাইয়া.।.।। মনতু বাইয়া.।.।.। তুমি বাদ নাতি তাগল?????????
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
আমি মিন্টু বলেছেন: আমি দুটোই আবার কোনটাই নয় ।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতি বদলাচ্ছে