নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা সুস্থ সবল দেহের ও মনের অধিকারী এবং বিশেষ করে অবিবাহিত পুরুষ বা মেয়ে আছি তারা সকলেই কোনও না কোনও সময় যৌন বিষয়ক বিবিন্ন স্বপ্ন দেখে থাকি । আর এই যৌন স্বপ্নেরই জট ছাড়ালেন স্বপ্ন ও মন বিশেষজ্ঞরা । তাদের মতে স্বপ্ন হল অবচেতনের জানালা । তবে সেই জানালায় উঁকি দিলেই পয়লা দর্শনে অনেক সময়েই তার আসল অর্থ উদ্ধার করা যায় না বা হয়ে উঠে না । এমন হতেই পারে তীব্র যৌন উন্মাদনাময় স্বপ্নের ভিত কোনও কামোত্তেজক উপাদানের মধ্যে আদৌ রাখা নেই । ধরা যাক স্কুলের শিক্ষিকার সঙ্গে যৌনমিলনের স্বপ্ন দেখল কোনও ছাত্র । মনোবিদদের ব্যাখ্যা মতে সেইক্ষেত্রে ওই শিক্ষিকার প্রতি কোনও যৌন আকর্ষণ নয় বরং কর্তৃপক্ষের বিরুদ্ধে ছেলেটির প্রবল অসন্তোষই এমন স্বপ্নের জন্ম দিয়েছে । মনোবিদ হরিশ শেট্টি যৌন স্বপ্নের কয়েকটি বিশেষ দিক সম্পর্কে বিশ্লেষণ করেছেন ।
১। সবই হলো মনের খেয়াল স্বপ্নের মানে বোঝা দুরূহ কারণ একেক জনের ক্ষেত্রে তার অর্থ ভিন্ন হতে পারে । তবে সাধারণত কিছু মূল উপাদানের পরিবর্তন ঘটে না । যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি তখন সারা দিন আমাদের মন কী কী পরিস্থিতির সম্মুখীন হয়েছে অবচেতন তা তুলে ধরে । সামাজিক বাধ্যবাধকতায় আটকে থাকা যৌন আকাঙ্খা অনেক সময় স্বপ্নের মাধ্যমে ফুটে ওঠে । শেট্টির ব্যাখ্যা অনুযায়ী বয়ঃসন্ধির সময় যৌন ইচ্ছা প্রবল হয় এবং সুস্বাদু খাদ্য আনন্দঘন চিন্তা বা পছন্দসই খেলাধুলোর মতো যে কোনও ভালো লাগা থেকেই স্বপ্নে যৌন ইচ্ছা জাগতে পারে । মানুষ কয়েকটি সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মায় যেমন জন্মগ্রহণ, নিঃশ্বাস নেওয়া, খাদ্য গ্রহণ করা, বেদনা অনুভব করা, আনন্দ উপভোগ করা এবং যৌন কামনা । এর মধ্যে একমাত্র যৌন ইচ্ছাকেই সচেতন ভাবে রোখা যায় । শেট্টির মতামত অনুযায়ী মানুষ তার যৌন কামনাকে অন্য পথে চালিত করতে শিখেছে । উদাহরণ হিসাবে বলা যায় পুরোহিতরা ধর্মাচরণের মাধ্যমে যৌন ইচ্ছা দমন করেন ।
নিষিদ্ধ চিন্তার ব্যখ্যাঃ মনোবিদ শেট্টি জানিয়েছেন সচেতন মন যে সমস্ত ঘটনা বা সেই সম্পর্কে চিন্তা করা অনুচিত মনে করে অবচেতন সেই সমস্ত নিষিদ্ধ বিষয়বস্তু উন্মুক্ত করে । স্বপ্নে রক্তপাত, প্রকাশ্যে উলঙ্গ হওয়া, সমকামিতার দৃশ্য দেখলে মনোবিদের সাহায্যে তা খুঁটিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন । তিনি আরো বলেছেন এক সময় তার কাছে এক রোগী এসেছিলেন যিনি প্রায়ই কলার কাঁদির স্বপ্ন দেখে আতঙ্কে মাঝরাতে জেগে উঠতেন । পরিণত বয়সেও তিনি অন্ধকার ভয় পেতেন এবং বিয়ে করার ব্যাপারে অনাগ্রহী ছিলেন । ওর সঙ্গে কথা বলার পর জানা গেল শৈশবে এক কাকা তাকে নিয়মিত যৌন পীড়ন করতেন ।
মনবিধদের মতে স্মৃতি কথা বলেঃ যদি একই স্বপ্ন বার বার দেখে আতঙ্ক জাগে এবং তা দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করে তবে অবিলম্বে মনোবিদের পরামর্শ নেওয়া জরুরি । আসলে মনের মধ্যে লুকিয়ে থাকা কোনও পাপবোধ থেকেই এমন অবস্থা দাঁড়ায় অথবা দাঁড়াতে পারে । মনোবিদের কাজ রোগীর মন থেকে সেই পাপবোধ মুছে ফেলা এবং তার মনের ভিতর লুকিয়ে থাকা অনুতাপের ভূত তাড়ানো । অনেক সময় অসুখী শৈশব স্মৃতি মনের গভীরে জমা থাকে যার থেকে পরবর্তীকালে অহেতুক আতঙ্ক দুঃখ বা রাগ তৈরি হয় । এই সমস্ত অনুভূতি স্বপ্নের মাধ্যমে মুক্তি পায় । যৌন স্বপ্ন এই সমস্ত অবদমিত অনুভূতির বহিঃপ্রকাশ মাত্র ।
বার বার দেখা কয়েকটি স্বপ্নের মানে হলঃ
প্রিয় বন্ধু অথবা বান্ধবী এবং অফিসের বসের সঙ্গে যৌন সংসর্গ বন্ধু বা বসের চরিত্রের কোনও বৈশিষ্টের প্রতি তীব্র আকর্ষণ বোধ এবং নিজের মধ্যে সেই গুণ ফুটিয়ে তোলার ইচ্ছা থেকেই এই স্বপ্নের সূত্রপাত ঘটে বলে তাদের ধারণা ।
প্রকাশ্যে যৌন মিলন বিষয়ে যা ধারনা করা হয় তাতে এই স্বপ্নের দুইটি অর্থ হতে পারে যদি স্বপ্নে দেখা ভিড়ের নজর এবং মন্তব্য থেকে আত্মসচেতনতা তৈরি হয় তা হলে বুঝতে হবে আপনার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে লোকে কী ভাবছে সেই সম্পর্কে আপনি অত্যন্ত স্পর্শকাতর । কিন্তু যদি স্বপ্নের পরিস্থিতি আপনাকে তৃপ্ত করে তার অর্থ লাগামছাড়া যৌন জীবনের প্রতি আপনার তীব্র আসক্তি রয়েছে । পরকীয়ার স্বপ্নের বিষয়ে তাদের মত অনুযায়ী যদি বিয়ের ঠিক আগে এমন স্বপ্ন দেখেন তা হলে তা জীবনের আসন্ন পরিবর্তন সম্পর্কে প্রতিক্রিয়া ছাড়া আর কিছু না । এই নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই বা তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি । কিন্তু স্থায়ী সম্পর্কে জড়িত থাকাকালীন অবৈধ যৌনতার স্বপ্ন দেখা মানে হলো আপনার ভালোবাসার সম্পর্কে ফাটল দেখা দিয়েছে যা মনের ভিতর শূন্যতা তৈরি করেছে ।
সমপ্রেমের স্বপ্নের কথায় যা বলেছেন বিশেষজ্ঞরা তাতে বলা হয় এই স্বপ্নে যা দেখা যায় বাস্তবের সঙ্গে তার মিল নাই থাকতে পারে । তবে স্বপ্নের অন্তর্নিহিত অর্থ নিজের ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে থাকা নারীসুলভ বা পুরুষসুলভ বৈশিষ্টগুলি সম্পর্কে আপনি গর্বিত । গর্ভবতীরা অনেক সময় সমপ্রেমের স্বপ্ন দেখেন কারণ এই সময় শরীরে নারীসত্তার পূর্ণ বিকাশ ঘটে । গর্ভাবস্থায় সমপ্রেমের স্বপ্ন আসলে কোনও কামবিকৃতি অথবা যৌন মানসিকতা বদলের পরিচায়ক নয় বরং এক নারীর পূর্ণতাপ্রাপ্তির উদযাপন ।
তথ্যসূত্র অনলাইন বা ইন্টারনেট ।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সুন্দর তেমন কিছু নয় । আসলে যা আমাদের না জানলেই চলে না আর কি ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
নিমগ্ন বলেছেন: উফফ..... লজ লজ লজ্জা লাগে......
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১
আমি মিন্টু বলেছেন: ধুর ভাই এসব কি বলেন লজ্জুর আবার কি হলো ।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো বলছেন আপনি ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই আমি বলিনি বিশেষজ্ঞরা বলেছেন ।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল স্বপ্ন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যৌক্তিক বলেই মনে হলো।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ বিগ ব্রাদার ভালো এবং সুস্থ থাকুক আপনার মন
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১
মাকড়সাঁ বলেছেন: ইন্টারেস্টিং...ভাল লাগলো।