নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারী দম্পতির প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে তিনি এই দাবি জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন জরিপে দেখা যাচ্ছে আমেরিকানদের প্রতি মুসলমানদের ঘৃণা পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। তিনি বলেন যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা নির্ণয় করতে না পারবে যে আসলে কি ঘটছে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ করে রাখা উচিত। তার এই বক্তব্যের সমালোচনা করে এটিকে অ মার্কিনসূলভ বক্তব্য বলে অভিহিত করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে তার এই বক্তব্য মার্কিন মূল্যবোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থের পরিপন্থী।এই দিকে ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতি প্রকাশের পরপরই রিপাবলিকান পার্টিতে তার প্রতিদ্বন্দ্বী বেন কারসেন আহ্বান জানান যুক্তরাষ্ট্রে সফররত সকল বিদেশীদের নিবন্ধন এবং নজরদারি’র আওতায় আনার। অন্যদিকে অপর এক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রত্যাশী সিনেটর লিন্ডসে গ্র্যাহাম সকল প্রেসিডেন্ট পদপ্রত্যাশীর প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতির কড়া সমালোচনা করেন। আর সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশের বক্তব্য ডোনাল্ড ট্রাম্প একজন বিকৃত মস্তিষ্কের মানুষ।গত সপ্তাহেই ক্যালিফোর্নিয়ায় এক মুসলিম দম্পতির গুলিতে ১৪ জন প্রাণ হারায়। ধারণা করা হচ্ছে ওই দম্পতি ইসলামী কট্টরপন্থায় উদ্বুদ্ধ ছিলেন।
তথ্যসূত্র বিবিসি
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
আমি মিন্টু বলেছেন:
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২
কেউ নেই বলে নয় বলেছেন:
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২
আমি মিন্টু বলেছেন:
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
চাঁদগাজী বলেছেন:
বুঝতে পারছেন, ডিম কম পাড়তে হবে, এখন থেকে।