![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যান্সারের চিকিৎসায় হলুদ থেকে এক যুগন্তাকারী আবিষ্কার করার দাবি করছে ভারতের মধ্যপ্রদেশের রাজীব গান্ধী প্রজ্যোগিকী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।তাদের দাবি সম্প্রতি তারা হলুদ থেকে এমন একটি আণবিক উপাদানের খোঁজ পেয়েছেন যা ক্যান্সার নিরাময়ে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই দুই অণুর নাম দেয়া হয়েছে সিটিআর ১৭ এবং সিটিআর-২০।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পীযূষ ত্রিবেদী জানান আবিষ্কারের প্যাটেন্টের জন্য ইতোমধ্যেই আমেরিকার কাছে নাম পাঠানো হয়েছে।তিনি জানান, হলুদ প্রতি ঘরেই থাকে। হলুদের ভেষজ গুণ সম্পর্কে সবারই জানা। জীবাণুনাশক উপাদান থাকায় বহু রোগের উপশমে হলুদ ব্যবহৃত হয়ে থাকে। সাথে যোগ করেন দীর্ঘ ১০ বছর ধরে গবেষণা চালানোর পর এই দুই অণুর খোঁজ পাওয়া গেছে যেগুলো ক্যান্সার নিরাময়ে চমৎকার কাজ দিয়েছে। এখন সময় হয়েছে একে বাস্তব-জীবনে এর পরীক্ষা করার। কীভাবে ক্যান্সারের মোকাবিলা করে সিটিআর ১৭ এবং সিটিআর ২০? ত্রিবেদীর সহ গবেষক সি কার্তিকেয়ণ জানান মানব দেহের কোষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে টিবিউলিন নামের একটি বিশেষ প্রোটিন। টিবিউলিনের জন্য কোষ-বিভাজনের সময় ক্রোমোজোম পৃথকীকরণ হয়। পাশাপাশি কোষের মধ্যে যোগাযোগ কোষের উন্নয়ন ও তার আকৃতির রক্ষণাবেক্ষণ কোষের পর্দায় অণুর বণ্টন সহ একাধিক দায়িত্ব পালন করে এই টিবিউলিন।তার মতে, এই টিবিউলিনের ক্ষরণকে আটকে মানব শরীরে ক্যান্সার-আক্রান্ত কোষগুলোর বিভাজন ও বিস্তার রোধ করে এই আবিষ্কৃত অণু।তিনি আরো জানান কানাডার অ্যাডভান্সড মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউটের চিকিৎসক-বিজ্ঞানী হিউন লি-র টিমের সাথে যৌথ উদ্যোগে এই গবেষণা সম্পন্ন হয়েছে।
তথ্যসূত্রঃ ইন্টারনেট
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
কালের সময় বলেছেন: ভালো কথা ।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
ভালো