নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

দ্রুত পেটের মেদ কমাতে ৩ টি দারুণ পানীয়

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬


গরমের কারণে আমরা অনেকেই নানা ধরণের পানীয় পান করে থাকি। হাতের কাছে পাওয়া বোতলজাত জুস ও সফটড্রিংকস পান করে তেষ্টা মেটাই। কিন্তু বোতলজাত জুসের অতিরিক্ত চিনি এবং সফটড্রিংকসের কেমিক্যাল মেদ বাড়ায় বেশ দ্রুতই। বিশেষ করে পেটের মেদ বেড়ে যায়। গরমে একটু আরাম পাওয়া জন্য এতো বড় যন্ত্রণা নেয়ার তো অর্থ নেই। আবার গরমে স্বস্তি পেতে পানীয় থেকেও দূরে থাকা সম্ভব নয়। তাহলে একটি কাজ করুন না, স্বাস্থ্যকর কিছু পানীয় পান করুন, যা আপনাকে গরমে দেবে স্বস্তি এবং সেই সাথে পেটের মেদ বাড়ানোর চাইতে দ্রুত কমাতে সহায়তা করবে। আজকে জেনে নিন এমনই দারুণ কিছু পানীয় সম্পর্কে।
১। তরমুজের স্মুদি

তরমুজের অ্যামিনো অ্যাসিড মেদ ঝরাতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। অন্যান্য পানীয়ের পরিবর্তে ঘরে তৈরি করে পান করতে থাকেন খুব সহজ এই তরমুজের স্মুদি। শুধুমাত্র তরমুজ কেটে ব্লেন্ডারে সামান্য পানির সাথে ব্লেন্ড করে নিন। তরমুজে প্রাকৃতিক চিনি থাকে বলে বাড়তি চিনির প্রয়োজন নেই। যদি আপনি একটি মিষ্টি পছন্দ করেন তাহলে মিশিয়ে নিতে পারেন মধু। এই পানীয় পেটের মেদ দূর করতে বিশেষভাবে কার্যকরী।
২। ডার্ক চকলেট শেক

অনেকেই জানেন না ডার্ক চকলেট ওজন বাড়ায় না বরং ওজন কমাতে সহায়তা করে থাকে। প্রতিদিন একটু ডার্ক চকলেট খাওয়া মেদ কমানোর পাশাপাশি আরও নানা শারীরিক সমস্যা দূরে রাখে। চলুন জেনে নেয়া যাক কীভাবে বানাবেন ডার্ক চকলেট শেকঃ

৪ টি বরফের টুকরো, আধা কাপ দুধ, অর্ধেকটা পাকা কলা, ২ টেবিল চামচ মিষ্টি ছাড়া কোকো পাউডার ও ২ চা চামচ মধু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্যস, তৈরি আপনার ডার্ক চকলেট শেক।

৩। আইসড মিন্ট টী

পুদিনা পেটের মেদ কমাতে অনেক ভালো একটি উপাদান, এছাড়াও পুদিনার অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা ধরণের শারীরিক সমস্যা দূরে করতে সহায়তা করে। গরমে আরাম পেতে ও সেই সাথে পেটের মেদটা একটু কমিয়ে নিতে পান করতে পারেন আইসড মিন্ট টী।

৩-৪ কাপ পানিতে কয়েক দানা চা পাতা দিয়ে ১ মুঠো পুদিনা পাতা ও ১ ইঞ্চি আদা ছেঁচে দিয়ে জ্বাল করতে থাকুন। ভালো করে জ্বাল হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। চাইলে কিছুটা পানীয় দিয়ে বরফ তৈরি করে নিতে পারেন। এরপর একটি গ্লাসে মিন্ট টী ঢেলে সাথে এরই তৈরি বরফ বা সাধারণ বরফ দিয়ে পান করুন। মিষ্টি চাইলে মিশিয়ে নিতে পারেন মধু। সাথে মিশিয়ে নিতে পারেন কয়েক ফোঁটা লেবুর রস।

তথ্যঃ ইন্টারনেট

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: পুদিনা পাতার ফ্লেভারে চা আমার পছন্দের।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

আমি মিন্টু বলেছেন: আমি আবার মুড়ি মাখার সাথে পুদিনা পাতা খেতে খুব পছন্দ করি । :)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

গোধুলী রঙ বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

আমার তো খালি পেট বাড়ে না, সারা শরীর বাড়ে। পেট যত মোটা হয় সমানতালে বুক হাত পা সব মোটা হয়।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

আমি মিন্টু বলেছেন: ভালো তো আপনি অতি তারাতারি খুব মোটা হয়ে যাবেন । :) আর তখন আপনারে সবাই মোটু বলে ডাকবে B-)

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: দৌড় ওপরে কোন ঔষধ নাই। B-) B-)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

আমি মিন্টু বলেছেন: দেন দৌড় !
ওই ধর ! ওই ধর ! ওই ধর !
শাহরিয়ার ভাই জুরচ্ছে দৌড় দেন । B-) ;)

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: ঢাকা থাকা আর দৌড় এর উপর থাকা সমান কথা। সব সময় আছি!!! ভাল থাকুন সব সময় B-) B-) ধন্যবাদ

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই । ঠিক বলেছেন ভাই আমরা ঢাকায় যারা আছি তারা যেন সারাক্ষন দৌড়ের উপরেই আছি ।
আপনার জন্যও শুভ কামনা রইলো । :)

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

কালের সময় বলেছেন: ভালো =p~

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

কাঠের চশমা বলেছেন: উপকারী পোস্ট

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই আপনিই বললেন উপকারী আর মডুরা মনে করেন অপকারী পোস্ট ।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০

তুষার আহাসান বলেছেন: পোস্ট প্রিয়তে ,ধন্যবাদ সহ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো পোস্ট ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২

আরণ্যক রাখাল বলেছেন: বাঙালি কেবলি মেটমোটা হতে শুরু করেছে, আর আপনি এটা কি দিলেন| তাদের এত সাধের ভুড়ি

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । B-)

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

রানার ব্লগ বলেছেন: ভাইরে পেট নিয়া বড় সমস্যায় আছি। সত্যি করে বলেন এটা কাজে লাগবে কি না। আমি আজি তিন টাই শুরু করবো।

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । কাজ হবে করতে পারেন ।
না হলে আমি দায়ী না । B-)

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

লাল দীঘি বলেছেন: একটা কাজের পোস্ট :(

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

মোশারফ মামুন বলেছেন: দাদা মেদ কমানোর অনেক শরবতই বানিয়ে খেয়েছি। কোনটাতে তেমন ফল পাইনি। বরং কিছুটা বেড়েছে। এটা কি কাজ করবে ?

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

আমি মিন্টু বলেছেন: একবার খেয়েই দেখুন না আশা করি উপকিত হবেন । :(
আর না হলে সকাল বিকেল শসা খাবেন । আর ব্যাম করবেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.