নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তে আমাদের পাশের বন্ধুত্ব পূর্ণ দেশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভাইয়েরা প্রতিদিনের মত আজ এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করলেন। ঘটনাটি ঘটে আজ ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।বিজিবি-২২ দিনাজপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল হোসেন জানান, ভারত থেকে ফেরার পথে বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি যুবক নিহত হলেন। মিত্যু কালে তার বয়স আনুমানিক ২৫ বছর ছিল।
হায়রে বাংলাদেশের প্রতি বন্ধুদের কি প্রেম যে প্রেমের উৎসব পালন করছেন আমাদের শরীর এর রক্ত দিয়ে ।
নেন ভাই নেন ভাই আরো যত লাগে রক্ত নেন । প্রয়োজনে রক্তের ব্যাংক খুলে দেব আপনাদের জন্য ।
২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
আমি মিন্টু বলেছেন: আমি বলে দিয়েছি আপু ভারতের যত রক্ত লাগবে আমরা বাংলাদেশের হগলে মিলে তাগো রক্তের তৃষনা মিটাইয়া দিমু ।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
কেউ নেই বলে নয় বলেছেন: সীমান্তে হত্যার প্রধান কারন কি? কেন এর প্রতিবাদ জানানো ছাড়া আর কিছুই করবার উপায় থাকে না? এর কারন হচ্ছে সীমান্ত যদি কেউ অবৈধভাবে পার হতে চায় তবে যেকোন দেশের সীমান্তরক্ষী বাহিনী গুলি করতে পারে সন্দেহের বশবর্তী হয়ে। তাদের সেই ম্যাজিষ্ট্রেসী পাওয়ার দেওয়া আছে। তাই যত হত্যাই হোক, প্রতিবাদ ছাড়া আর কিছুই করতে পারবেনা কেউ। এই ব্যাপারে আমরা কেবল কামনা করতে পারি বিএসএফ আরো মানবিক আচরন করবে, আর বিজিবি বিএসএফ আরো কড়া নজরদারী করবে অবৈধ যাতায়াতের ব্যাপারে। সীমান্তের সুরক্ষা এমন হওয়া উচিত যাতে করে কেউই অবোইধপথে যাতায়াতের সুযোগ না পায়।
২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
আমি মিন্টু বলেছেন: স্বাধীনতা যুদ্ধে বিনা সর্ত্বে এত উপকার করছে বাংলাদেশের মানুষকে বর্ডার খুলে দিয়েছিলো ।
আর এখন নাইলে দুই একজন চুরি করে এপার ওপার যায় তাতে কি ভারতের বেশি ক্ষতি হচ্ছে
যে কারনে বাংলাদেশীদের উপরে গুলিই করতে হবে । আপনার কথা মতই ধরলাম
বাংলাদেশ থেকে টাকা নিয়ে যেয়ে সেই টাকা দিয়ে বাংলাদেশী চোরা কারবারিরা হয়ত ভারতের কাছ থেকে
পন্য কিনে এনে তার পর হয় সীমনা পার হয় আর তখনয়ই তাদের গুলি করে মারা হচ্ছে । কিন্তু এবার আপনিই বলুন
যদি আমার দেশের টাকা দিয়ে আমি ভারত থেকে পন্য কিনে আনি তাতে লাভ কার লাভ ভারতের তাহলে কেন আমাকে
গুলি করে মারবে ।
তাহলে এ দেশেও মনে হয় খুজলে কয়েক লাখ ইন্দিয়ান পাওয়া যাবে এবং বহু ভারতীয় লোক প্রতিদিন সীমানা দিয়ে যাতায়েত
করছে অথচ কখন শুনতে পাইলাম না কোন বিদেশী বা স্বদেশী পত্রিকায় যে বাংলাদেশী বর্ডারগার্ড ভারতের কোন মানুষকে গুলি
করে মেরেছে । সেই হিসেবে ধন্যবাদ আমার সোনার বাংলার বডার গার্ডকে তাদের দৈর্যের জন্য ।
কি আর কমু দেশটায় ভারতের দালালে ভরেগেছে । ধন্যবাদ ভালো থাকুন ।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
গেম চেঞ্জার বলেছেন: গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু পরাশক্তির সামনে মাথা উঁচু রাখবার স্ট্রাট্যাজি কি আমাদের সরকারের মানুষগুলোর আছে?
২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
আমি মিন্টু বলেছেন: যে একটি অবস্থানে আমরা চলে যাচ্ছি তাতে একটি সময় ভারত যদি বলে তাদের পায়ে ধরে আমাদের বসে থাকতে
আমার মনে হয় আমরা তাই করবো । অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ গেম চেঞ্জার ভাই ।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভারত থেকে বিভিন্ন রকম নেশাদ্রব্য নিয়ে এসে বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করছে ।এটা বডার এলাকায় যারা থাকে তারাই ভাল বলতে পারবে । আমার বাস্তব অভিগতা থেকে বলতে পারি যারা বিএসেফদের সাথে লাইন না করে লুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারাই গুলির স্বিকার হয় । আর তাছাড়া ভারতে জঙ্গিবাদ ঠেকাতে উপর থেকে এমন অডার দেওয়ার অনুমতি আছে যদি তা রাতে হয়
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
আমি মিন্টু বলেছেন: ঠিক বলছেন ভাই সহমত যখন ভাগে কম পাচ্ছে তখনি ধরে মারছে শালারা বাংলাদেশের মানুষগো।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানবী বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা! আমিও !
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
আমি মিন্টু বলেছেন: আমিও বলে দিয়েছি ভাই ভারতের যত রক্ত লাগবে আমরা বাংলাদেশের হগলে মিলে তাগো রক্তের তৃষনা মিটাইয়া দিমু ।
যদি শালার কোন ভারতের দালালেরে আমার সামনে পাই তারে যে কি করমু নিজেও কইতে পারছি না ।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
কেউ নেই বলে নয় বলেছেন: বিজিবির ধৈর্য্য যে অসীম তা অবশ্যই বলতে পারেন। আর্থিক ব্যাপার স্যাপারও আছে। আর সবল প্রতিবেশীর বিরুদ্ধে দুর্বল পতিবেশীরা সবসময়ই সাফার করে, এইটাই কঠিন বাস্তব। বাংলাদেশের কাছে একসময় নাসাকা মাইর খাইতো, কারন তখন অরাও ছিলো দুর্বল। চায়নার গুলি করলে ভারতও চুপ থাকে, কারন ভারত চায়নার থাইকা দুর্বল। তুরস্কের সেনারা ইরাকের ভিতরে গিয়া অভিযান চালাইলেও প্রতিবাদ জানানো ছাড়া ইরাক সরকার ব্যবস্থ্যা নেয়না, কারন ইরাক সরকার এখন দুর্বল। ইসরায়েল ফিলিস্তিনের ভিতরে ঢুইকা তামা তামা বানাইয়া দেয়, ফিলিস্তিন বেশি কথা বলতে গেলে কিংবা পাল্টা একটা গুলি করলে হাজার হাজার বোম পরে, কারন অরাও ইসরায়েলের থেকে দুর্বল। এইটা বাস্তবতা। ব্লগে হাজার লিইখ্যা ভরাইয়া ফেললেও কিছু হবে না। তখনই কিছু হবে যখন দেশ হবে শক্তিশালী, জাতি হিসেবে আমরা হব একতাবদ্ধ। আর এর আগ পর্যন্ত ভাদা আর পাদা মারার কাল্পনিক আনন্দে আপনেরা অলীক পুলক লাভ করতে থাকবেন। কামের কাম কিছুই হইবে না।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
আমি মিন্টু বলেছেন: ঠিক ঠিক কইছেন খারাপ কিছুতো কন নাই । তা আসুন না আমরা কাদে কাদ আর হাতে হাত এবং
মনে মন মিলিয়ে এক সাথ হয়ে একটি সুন্দর দেশ গড়ি ।
ধন্যবাদ আপনার জন্য থাকলো ।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪০
লালূ বলেছেন: গুলি যদি করতেই হয় পায়ে গুলি করুন ! সরাসরি গুলি করে spot killing । এ কোন বর্বরতা ! বিএসএফের হত্যায় হাসীনাও চুপ ইমরানও চুপ !
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
মানবী বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা!