নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী লেখক ব্লগারদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়ার আহ্বান

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭


উগ্রবাদীদের হুমকির মুখে থাকা বাংলাদেশী লেখকদের জরুরী আশ্রয় দেয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলোর একটি জোট।এই আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে সোমবার একটি চিঠি পাঠিয়েছে পেন আমেরিকান সেন্টারের নেতৃত্বে আটটি সংগঠনের একটি জোট। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্টাস উইদাউট বর্ডারস এবং ফ্রিডম হাউজ।এসোসিয়েট প্রেস জানিয়েছে চিঠিতে বলা হয় বাংলাদেশে লেখক ব্লগার আর প্রকাশকরা মৃত্যুর হুমকিতে রয়েছে। এ বছরই পাঁচজন নিহত হয়েছে আর অনেককে হত্যার হুমকি দেয়া হয়েছে। কিন্তু তাদের নিরাপত্তায় বাংলাদেশ সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি। উল্টো তাদের দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। কয়েকজন লেখক ব্লগারকে গ্রেপ্তারও করা হয়েছে।

ওই চিঠিতে বাংলাদেশের পরিস্থিতিকে সত্যিকারেই ভয়াবহ বলে বর্ণনা করে লেখক এবং ব্লগারদের জীবন বাঁচাতে হিউম্যানিটারিয়ান প্যারোল দেওয়ার আহ্বান জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী কোন জরুরী পরিস্থিতিতে অন্য কোন দেশ থেকে কাউকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে এসে আশ্রয় দেওয়াকে হিউম্যানিটারিয়ান প্যারোল বলে বর্ণনা করা হয়।সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা ম্যানেজমেন্ট সিস্টেমস ইন্টারন্যাশনালের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বরাবর ধর্মীয় সহিষ্ণুতা থাকলেও সম্প্রতি সেখানে উগ্রবাদী প্রবণতা বেড়েই চলছে। সেখানে একটি উচ্চশিক্ষিত প্রযুক্তিতে দক্ষ এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর তরুণরা এই ধরণের জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।তবে এসব কর্মকাণ্ড তারা নিজে থেকেই করছে নাকি আইএস বা আল কায়েদার সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে তা এখনো পরিষ্কার নয় বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

প্রামানিক বলেছেন: ব্লগারদের নিরাপত্তার দরকার।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

আমি মিন্টু বলেছেন: হু ভাই ঠিকয়ই কইছেন ব্লগারদের নিরাপত্তার দরকার।
ভাই চাপাতিই আসুক আর বন্দুকই আসুক আমি কিন্তু আমার দেশ ছেড়ে কোথাউ যাচ্ছি না ।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

বিষক্ষয় বলেছেন: প্রামানিক ভাই বোধহয় বুঝতে পারেন নাই ....................এই আশ্রয় আপনার মত ভদ্র ব্লগারদের জন্য না,
এই আশ্রয় শুধু সেই সব ব্লগারদের জন্য যাদের ব্লগ ভরা থাকে Hate speech (speech that attacks, threatens, or insults a person or group on the basis of national origin, ethnicity, color, religion, gender, gender identity, sexual orientation, or disability. লিংক: Click This Link )

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

আমি মিন্টু বলেছেন: ইয়েস ঠিক বলেছেন ভাই ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

দেবজ্যোতিকাজল বলেছেন: এটা কথা হল । সব ভাল মানুষগুলো চলে যাবে । তবে সরকার কাকে নিয়ে দেশ শাসন করবেন ?

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

আমি মিন্টু বলেছেন: কেন ইনুমিয়ারা কি করে তাদের নিয়ে দেশ চালাবে । আর আন্তর জার্তিক মানের মিডিয়া বা ব্লগার ও লেগক এরা
চলে গেলে মনে হয় সরকারের তেমন কোন ক্ষতি হবে না । ধন্যবাদ আপু ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

গেম চেঞ্জার বলেছেন: খবরটি বাংলাদেশের ভাবমূর্তি কি উজ্জল করছে? নাকি নিস্প্রভ করছে?

এই পর্যবেক্ষণ আদৌ কি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ? নাকি তা নয়? এগুলো নিয়ে প্রশাসনের টনক নড়া উচিত।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

আমি মিন্টু বলেছেন: কি আর কমু ভাই যে লেখছেন না সব শালারা জোচ্চোর
ঠিক এমনি এক অবস্থানে আমরা আছি ।
সব শালারা আমাগো দেশ এবং দেশের মানুষগো লগে মজা লইতেছে আর কি ।
তয় ভাই চাপাতিই আসুক আর বন্দুকই আসুক আমি কিন্তু আমার দেশ ছেড়ে কোথাউ যাচ্ছি না ।
প্লীজ ভাই আপনেরাও কেউ যাইয়েন না । দেশের এমন দূর অবস্থায় সরকার ও বিরুধী এই দুই দলের ভালো
মন্দগুলো আমাদেরই ধরিয়ে দিতে হবে । না হলে আমাদের দেশেরয়ই ক্ষতি ।
তা আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশি ব্লগাররা খুব ভালো পর্যায় এসেছে বলেই হয়ত
আমাদের ব্লগারদের বিরুদ্ধে আন্তরজার্তিক কোন ষড়যন্ত্র হবে । :(

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২

shiponblog বলেছেন: লক্ষ যখন বিদেশ যাওয়া।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

আমি মিন্টু বলেছেন: তখন আর কি করবেন চলে যান । :|

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

অগ্নি সারথি বলেছেন: যুক্তরাষ্ট্রের নিকট আশ্রয় প্রার্থনা বিষয়টা খুব বাজে হিসেবে ঠেকল আমার কাছে। এর থেকে রাষ্ট্রের কাছে নিরাপত্তার দাবী চিৎকার চেচামেচী করাটা বেশ সম্মানের ছিল বোধ করি।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

আমি মিন্টু বলেছেন: সাবাস সাবাস অগ্নি সারথি ভাই । এই না হলে আসল যুদ্ধা ।
ধন্যবাদ ভাই । শুভকামনা থাকলো । তবে সত্যের পক্ষে এই লড়াই চলুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.