নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রিটিশ নভোচারী টিম পিক দীর্ঘ ছয় মাস কাটাবেন মহাকাশে।তিনি হলেন প্রথম ব্রিটিশ নভোচারী যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছেন।আন্তর্জাতিক এই মহাকাশ স্টেশনে তিনি হয়তো অনেক কিছু অর্জন করছেন। কিন্তু পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে তিনি যে একেবারে পটু নন মিঃ পিক তা অবশ্য এরই মধ্যে প্রমাণ করে দিয়েছেন।
পৃথিবীকে কেন্দ্র করে মহাকাশে ঘোরার সময় টিম পিকের ইচ্ছে হয়েছিল নিজের বাড়িতে ফোন করার।
ফোনও করেছিলেন তিনি।এপাশে একজন নারী ফোন তোলার পর মিঃ পিক হালকা সূরে জানতে চাইলেন হ্যালো এটা কি পৃথিবী নামের গ্রহ ?কিন্তু তিনি খুব দ্রুতই বুঝতে পারলেন যিনি ফোনটি তুলেছেন তিনি তাঁর স্ত্রী রেবেকা না। পরে এক টুইট বার্তায় তিনি ভুল নম্বরে ডায়াল করার জন্যে ক্ষমা চান। সেখানে তিনি বলেন ইচ্ছে করে তিনি ভুল নম্বরে কল করেননি।টিম পিক অবশ্য বাবা মায়ের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলেন মহাকাশ থেকে। কিন্তু তাঁরা তখন বাড়িতেই ছিলেন না।
পশ্চিম সাসেক্সের বাসিন্দা টিম পিক দুই সন্তানের পিতা।দশ দিন আগে সেনাবাহিনীর সাবেক এই মেজর মহাকাশে যান সরকারের ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক নানা পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্যে। হেলেন শ্যারমান ছিলেন প্রথম ব্রিটিশ নাগরিক যিনি মহাকাশে গিয়েছিলেন। ১৯৯১ সালে তিনি গিয়েছিলেন সোভিয়েত মির মহাকাশ যানে।তারপর যেসব ব্রিটিশ মহাকাশে গিয়েছিলেন, তাঁরা গিয়েছিলেন হয় ব্যক্তিগতভাবে কিংবা মার্কিন নাগরিকত্ব গ্রহণ করে।
সূত্রঃ ইন্টানেট বিবিসি অনলাইন
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
আমি মিন্টু বলেছেন: হুম যা বলেছেন ঠিক আছে ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
কেউ নেই বলে নয় বলেছেন:
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
আমি মিন্টু বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
আজমান আন্দালিব বলেছেন: এরকম ভুল! পিকের স্ত্রীর মোবাইল নাই?