নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

জাদুর পাটি! (ভিডিওসহ)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫


আমারা রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকার সময় অনেকে অনেক কিছু চিন্তা করি। আরব্য রজনীর সেই জাদুর পাটি যদি থাকতো তবে সহজে জ্যাম কাটিয়ে গন্তব্যে উড়ে যাওয়া যেত। কল্পনায় ভেবে এতদিন যাদের অনেক মন খারাপ হয়েছে, তাদের জন্য খুশির খবর হলো কল্পনার এই জাদুর পাটি এবার আপনি কিনতে পারবেন।ভাবছেন কোনো গালগল্প করা হচ্ছে। না, একটু পরিষ্কার করেই বলা যাক।এতদিন আমরা ছোট হোভারবোর্ডের কথা শুনেছি সেটাই আসছে একটু বড় আকারে যা আপনাকে উড়তে সাহায্য করবে। এতে রয়েছে ৩৬টি ইলেকট্রিক ফ্যান যা একসাথে ২৭২ হর্সপাওয়ারের শক্তি উৎপাদন করতে পারে।
এই খবর বাজারে আসতে না আসতেই ইতোমধ্যে হোভারবোর্ডটির প্রি-অর্ডার নেয়া শুরু হয়ে গেছে। এর দাম ধরা হয়েছে ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার।আর্কা স্পেস করপোরেশন নামে একটি মার্কিন সংস্থা এ হোভারবোর্ডটি তৈরি করেছে। এর নাম দেয়া হয়েছে 'ArcaBoard'।যেখানে খুশি যেমন খুশি ভ্রমন করার কথা মাথায় রেখে পথ চলার সুবিধার জন্যে নতুন এই হোভারবোর্ড তৈরির কথা মাথায় আসে সংস্থাটির। ১১০ কেজি ওজন পর্যন্ত বহন করতে পারে এই বোর্ড। একবার পুরো ছয় ঘণ্টা চার্জ দিলে উড়তে পাড়বে টানা ছয় মিনিট পর্যন্ত। ৮০ কেজি ওজন নিয়ে এর সর্বোচ্চ গতি ২০ কিলোমিটার।ভিডিওতে দেখুন সেই জাদুর পাটি


আর্কাবোর্ডে আছে স্ট্যাবলাইজার। সর্বোচ্চ গতিতে চলার সময় স্ট্যাবলাইজার দেবে আপনাকে নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা। এই স্ট্যাবলাইজার ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। তবে এখন আর চিন্তা কী 'ArcaBoard' নিয়ে এলেই উড়ে যাওয়ার স্বপ্ন সত্যি হয়ে যাবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

আজমান আন্দালিব বলেছেন: জাদুর পাটিতে চড়িয়া মর্দ হাঁটিয়াছে চলিল। মাত্র ৬ মিনিট ওড়বে ৬ ঘন্টা চার্জে? জাদুর পাটি মাথায় নিয়া হাঁটা বাদে উপায় নাই...

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৮

আমি মিন্টু বলেছেন: হয়ত এটা লোকাল ভার্সন বানিয়ে টেষ্ট করছে পরে হয়ত আরো আবডেট ভার্সন তৈরি করবে । B-)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

কিরমানী লিটন বলেছেন: জাদুর পাটি! - অনেক ভালোলাগার পোস্ট, নিরন্তর শুভকামনা রইলো..।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ লিটন ভাই ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৮

গেম চেঞ্জার বলেছেন: মিন্টু ভাই!! :-/
এই জাদুর পাটি দিয়া ডিম পাড়া যাইবু? :P

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

আমি মিন্টু বলেছেন: যারা প্রেমে ব্যর্থ হবে তারা পারবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.