নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

শুক্রবার দেশ জুড়ে ছিল মহা বই উৎসব ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮


এবার বছরের প্রথম দিন সকালটাই শুরু হল বই উৎসবের মধ্যে দিয়ে। বিদ্যালয়ে শিশুদের খালি হাতে আগমন শুরু হয় । আর আগমনের কিছুক্ষণের মধ্যে শিশুদের হাতে হাতে নতুন বই পৌঁছে দেয়া হয়। বছরের প্রথম সকালটাই মনে হয়েছিল অন্যরকম উৎসব মূখর পরিবেশ। প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুক্রবার শুরু হল সরকারী বেসরকারী প্রাথমিক স্কুলগুলোতে বই বিতরনী উৎসব। নতুন বইয়ের গন্ধে যেমন শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত ছিলেন তেমনি নতুন বই হাতে পেয়ে খুশিতে
উজ্জল ছিল ছোট ছোট কচি কচি মুখগুলো। আর এ উৎসব এক সাথে সারা দেশে প্রায় ৩৬ কোটি বই বিতরণ করা হয়। "" নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব"" এই শ্লোগান ছিল বই উৎসবের মূল শ্লোগান । আর এ উৎসব উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর ধানমন্ডিস্থ গভর্মেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে সকাল ১০টায় শিক্ষামন্ত্রীর উদ্বোধনের পরই আনন্দে ফেটে পড়ে পুরো দেশের স্কুল প্রাঙ্গণ গুলো।

নতুন বইয়ের উচ্ছ্বাস আনন্দ শুধু এবছরই নয় বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই দায়িত্ব নেয়ার পর থেকেই বই ছাপানো এবং বিতরণে অভাবনীয় সাফল্য এসেছে আমাদের দেশে । মন্ত্রীর একান্ত আন্তরিকতা আর পরিশ্রমের কারণে বছরের প্রথম দিনে বই বিতরণ শুরু করাহয়েছিল ২০১০ সাল থেকেই। সে বছর প্রায় ১৯ কোটি বই ছাপা হয়েছিল। আর এই চলতি বছরে ছাপা হয়েছে প্রায় ৩৬ কোটি। বিশাল এই কর্মযজ্ঞ সম্পাদন করে সঠিক সময়ে বই বিতরণ করতে পারায় প্রতিবছর নিয়মিতভাবেই পালিত হচ্ছে মহা ধুমে বই উৎসব।
আগে বইয়ের অভাবে অনেক হতদরিদ্র গরিব শিক্ষার্থীরা স্কুলে যেতে পারতো না । প্রাথমিক পর্যায়েই অনেককে ঝরে পড়তে হয়েছে। বই কেনাটা বাবা মায়ের জন্য বোঝা হয়ে দাঁড়াতো। আর এই জন্য তাদের ইচ্ছা থাকা সত্বেও সন্তানদের স্কুলে পাঠাতে পারতেন না। ওইসব হতদরিদ্র গরিব শিশুদের কথা চিন্তা করেই সকল শিক্ষার্থীদের বছরের শুরুতেই বই দেয়া হচ্ছে। যাতে কেউ আর ঝরে না পড়ে। ছোট ছোট শিশুরা বই পেয়ে আনন্দিত হচ্ছে। তাতে তাদের মধ্যে নতুন ভাবে বড় হওয়ার একটি স্বপ্ন জাগছে। তাদের মধ্যে পড়ালেখার প্রতি আগ্রহও অনেক বাড়ছে। আর এটাই হল বই উৎসব এর মূল লক্ষ। আর এই জন্য ১ জানুয়ারিকে বই উৎসব ঘোষণা করা হয়েছে। আর এটা প্রতি বছরই অব্যাহত থাকবে বলে আশা করি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

গেম চেঞ্জার বলেছেন: সাংবাদিকতা ভালই চলছে মিন্টু ভাইজান...... :P

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার ভাই ।
ভাই গেম কিন্তু ভালই চলছে । :) বুঝি বুঝি সবই বুঝি তবে কিছু বলি না । :P
চালিয়ে যান । আপনার নতুন গেম খেলাকে আমি সাধু বাদ জানাই ।
তবে একটু মেপে যেপে নিবেন যে গেম ভাইয়ু ;)
আপনার ইমেল ঠিকানা দিবেন আপনার সাথে ভালোভাবে পরিচিত হবো ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯

আজাদ মোল্লা বলেছেন: নতুন বই পেয়ে সব ছেলে মেয়েরা খুশি ।
কিন্তু গরিব দুঃখী ছেলে মেয়ে দের কথা ভাবলে মনটা খারাপ হয়ে আসে ।
ধন্যবাদ মিন্টু ভাই আপনাকে ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আজাদ মোল্লা ভাই । এবছর গরিব ছেলে মেয়েরা মনে হয় ঠিক মত
প্রাথমিক স্কুলগুলোতে বই পেয়েছে ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৩

আজাদ মোল্লা বলেছেন: বই গুলো পেলে ভালো , দেশ একটু দায়মুক্ত হতে পারবে , গরিব দুঃখি মানুষের কাছে ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭

আমি মিন্টু বলেছেন: তবে তা যদি সঠিক ভাবে বিতরন করা হয় তাহলে । আমরাতো ভাই আবার দূরনিতিতে মহা রাজা ।
আসলে আমাদের একটু মাথায় রাখা উচিত অনেক ক্ষেত্রেই দূরনিতি ঠিক না । তাতে দেশ ও জাতির মহা ক্ষতি হয় ।
ধন্যবাদ আজাদ মোল্লা ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.