| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
তোমায় ভালোবেসে ভুল যদি হয়
তাহলে সে ভুলই হল আমার জীবনে সব চেয়ে বড় পরাজয়
নাইতো কোন দুঃখ কান্না 
নাইবা হল সুখের কোন হাঁসি
তবুও সারাটি জীবন জানবো আমি তোমায় ভালবাসি । 
দিয়েছি লাল গোলাপ চেয়েছি সাদা মন 
তোমায় নিয়েই ভাবি আমি শুধু সারাখন ।
তোমার হাতের সেই  লেখা রুমাল 
এখন আছে আমার হাতে
যাতে লেখা আছে বন্ধু তোমার নাম 
তুমি হয়ত জানো না আমার কাছে 
লক্ষ কোটি হিরা মানিকের চেও সেই রুমাল এর অমূল্যহীন  দাম ।
 
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ২:২৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । ![]()
২| 
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১১:৫০
গেম চেঞ্জার বলেছেন: ওয়াও মিন্তু ভাই অসাম..... +১
 
০৯ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৩০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই  ![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬  রাত ৯:১৯
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগলো