নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

বাজারে ছেঁচরা চুর ধরার মেশিং আসছে

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০


ব্রিটেনের বিপণী বিতানগুলোতে ছেঁচড়া চুরি রোধ করতে নতুন এক প্রযুক্তি ব্যবহারের ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে। আর সেটা হলো ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মানুষের মুখের অবয়ব চিনতে পারবে এই প্রযুক্তি।ফেসওয়াচ নামের এই প্রযুক্তি দিয়ে শপিং সেন্টারগুলোর নিরাপত্তা কর্মীরা এতদিন শুধুমাত্র ছেঁচড়া চোরদের ছবি নিজেদের মধ্যে শেয়ার করেছে। কিন্তু এখন এই প্রযুক্তিতে সম্ভাব্য অপরাধীর ডেটাবেজের সাথে কারো চেহারার মিল ধরা পড়লে দোকানগুলোতে অ্যালার্ট জারি করা হবে।ফেসওয়াচ পরীক্ষার সময় উপস্থিত বিবিসি সাংবাদিক ক্রিস ভ্যালেন্স জানাচ্ছেন এই প্রযুক্তিতে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরার সামনে দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছেন প্রত্যেকের মুখ ফুটে উঠছে ক্যামেরায়। প্রতিটি মুখের ওপর ঝুলছে একটি করে চতুষ্কোণ। ক্যামেরা চিনে রাখছে প্রতিটি লোককে।এই প্রযুক্তি ব্যবহার করে ব্রিটেনের পাবগুলোতে হাতব্যাগ চুরির ঘটনা ঠেকানো হয়েছে। অন্যদিকে অন্যান্য ছেঁচড়া চুরিও কমেছে।কিন্তু শপিং সেন্টারের মালিকরা এই প্রযুক্তির প্রসার কামনা করলেও এর একটি আইনগত জটিলতাও রয়েছে। আর সেটি হলো মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার।ব্রিটেনের সার্ভেইলেন্স ক্যামেরা কমিশনার টোনি পোর্টার বলেন এ নিয়ে বৃহত্তর পরিসরে আলোচনার প্রয়োজন রয়েছে।তার প্রশ্ন হল আপনি কী চান প্রতি দিন ৬০ লাখ সিসিটিভি ক্যামেরা আপনার দিকে তাক করা থাকুক এবং আপনার প্রতিটি পদক্ষেপের ছবি তুলে রাখুক? তাই উনি বলেছেন পদক্ষেপ নেওয়ার আগে আলোচনায় বসতে হবে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

আমিই মিসির আলী বলেছেন: আমগো দ্যাশে কবে আসবে???

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

আমি মিন্টু বলেছেন: আসবে ভাই আসবে চায়না কাজ ধরলেই আমাদের দেশেও আসবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.