নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাসের পাতায় এই প্রথমবার পাকিস্তানের সঙ্গে যৌথ ভাবে মহড়ায় নামছেন রাশিয়া ।রাশিয়ান পদাতিক বাহিনীর সঙ্গে প্রথমবারের জন্য সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছেন পাকিস্তানী সেনারা। এক তথ্যে রুশ পদাতিক বাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালাইউকোভ এই খবর জানিয়েছেন। চলতি বছরেই এই মহড়া হতে চলছে।রুশ বাহিনী চলতি বছর সাতটি আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নেবেন। তারই অংশ হিসেবে পাক রুশ সেনাদলের মহড়া হবে। জেনারেল ওলেগ আরও জানিয়েছেন বিদেশি অংশ গ্রহণ কারীদের সঙ্গে লেনদেন বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হবে। তাছাড়াও সাংহাই সহযোগিতা সংস্থা অথবা এসসিওর যৌথ সন্ত্রাস বিরোধী মহড়াও অনুষ্ঠিত হবে ।অন্যদিকে রুশ সামরিক সরঞ্জাম বিক্রি নিয়ে আলোচনার জন্য মস্কোর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার পাকিস্তানে পৌঁছেছেন বলে পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। সেই প্রতিনিধিদলের সঙ্গে এরই মধ্যে পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের বৈঠক হয়েছে। রাশিয়ার কাছ থেকে এমআই-৩৫ হাইন্ড অ্যাটক হেলিকপ্টার কেনার জন্য গত বছরের আগস্টে মস্কোর সঙ্গে একটি চুক্তি সই করেছেন পাকিস্তান। সম্ভবত সেই বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছবিতথ্যঃ ইন্টারনেট থেকে সংগ্রহ
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২
আমি মিন্টু বলেছেন: হুম আমারও তাই মনে হচ্ছে ।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: গুরুত্বপূর্ণ খবর। এখন দেখার বিষয় হলো ভারত বা আমেরিকা বিষয়টি কি ভাবে নেয়।
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩
আমি মিন্টু বলেছেন: আমরাও তাই দেখতে চাই ।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫
বিপরীত বাক বলেছেন: রাশিয়া হঠাৎ করে সব গর্তে মাথা ঢুকিয়ে এদিক সেদিক উঁকি মারছে।
পুতিনের কি মাথা খারাপ হয়ে গেল নাকি?
নাকি এটা একটা ডামি প্লে।?
মানে এভাবে আমেরিকা কে পাকিস্তানের প্রতি ক্ষেপিয়ে তুলে ভারতকে নিরাপদ রাখা।
কেননা রাশিয়া চিরকালই ভারতবান্ধব।
নাকি নিজের অস্ত্রের অ্যাডভাটাইজ করতে চাচ্ছে?
কেননা পাকিস্তান অস্ত্রের বড় ক্রেতা।
বুঝলাম না ঘটনা টা।
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
আমি মিন্টু বলেছেন: মানে এভাবে আমেরিকা কে পাকিস্তানের প্রতি ক্ষেপিয়ে তুলে ভারতকে নিরাপদ রাখা।
কেননা রাশিয়া চিরকালই ভারতবান্ধব।এই রকমেরই কিছু একটা হবে ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বিশ্ব রাজনীতিতে যে ন্তুন মেরুকরন শুরু হয়েছে এটা তারই অংশ। ভারত আমেরিকান বলয়ের ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ইস্রায়েলী অস্ত্রের একজন বড় ক্রেতা ভারত। মধ্যপ্রাচ্য ঘিরে রাশিয়া তার অবস্থান শক্ত করছে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে।
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
আমি মিন্টু বলেছেন: হতেও পারে ।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
ভুমিসংকর বলেছেন: পাকিদের সাথে মহড়া ! রাশিয়ানদের কি ঘটিয়ে দরেচে ?
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩
আমি মিন্টু বলেছেন: বড় ভাবনার বিষয় ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৮
মহা সমন্বয় বলেছেন: মনে হচ্ছে এ বছর বিশ্ব রাজনীতি খুব উত্তাল থাকবে।