নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মীয় স্বাধীনতা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সপ্তাহে মসজিদ পরিদর্শনে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটি হবে তাঁর প্রথম মসজিদ পরিদর্শন।হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিক মুসলিম-বিদ্বেষী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় প্রেসিডেন্ট ওবামা মসজিদ পরিদর্শন করবেন।স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, বুধবার ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর মসজিদে যাবেন ওবামা। সেখানে তিনি একটি বৈঠকে মিলিত হবেন ও ভাষণ দেবেন।ওই ভাষণে ওবামা মার্কিনিদের ধর্মান্ধতার বিরুদ্ধে ও সত্যের সঙ্গে সব সময় থাকার আহ্বান জানাবেন বলে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান।মার্কিন প্রেসিডেন্ট ওবামা বিভিন্ন দেশে সফরের সময় মসজিদ পরিদর্শন করেছেন।গত বছর ডিসেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে এক মুসলিম দম্পতির গুলিতে ১৪ জন নিহত হন।এ ঘটনার পর এক প্রতিক্রিয়ায় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ‘মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। তবে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট ওবামা রাজনীতিকদের এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০১
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই আমরাও তাই মনে করছি
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
রাশেদ রাহাত বলেছেন: শুনে ভালো লাগলো। রাজনৈতিক ভা্বে লক্ষন ভালো হতে পারে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০২
আমি মিন্টু বলেছেন: দেখা যাক সামনের দিনগুলি কেমন যায়
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: ইতিবাচক খবর। তবে এ খবরের সূত্র কী?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই খেয়াল নাই তবে মনে হয় দিগন্ত হবে ।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজনৈতিক হলেও ভাল উদ্যোগ।