নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর হাজারো ভীড় ঠেলে
চলেছি দূর থেকে বহু দূর
তবুও পাইনি বাঁশুরীয়ার দেখা
শুনেছি শুধু সেই মিঠুলিয়া বাঁশির সুর ।
পারি দিয়েছি সাত সমুদ্র তের নদী
পার হয়েছি তেপান্তর
তাই না দেখার বেদনায় কাঁদছে
দেহের ভিতর লুকিয়ে থাকা অন্তর ।
সুরের তানে হইলাম ঘরের বাহির
যদি না পাই তার দেখা
বাঁচিয়া বা কি লাভ
বন্ধু তুমি ছাড়া এঁকা ।
বাঁশির সুরে তাহার এত যাদু
না জানি কন্ঠে তাহার কত মধু
তাহার জন্য হইলাম পাগল
বলছে অবুজ মন
যদি না পাই তাহার দেখা
এবার ছাড়বো এ ভুবন ।
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।ধন্যবাদ
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । শুভ বিকেল।
৩| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লাগলো। এক কবিতা দুই ধরনে স্বাদ, শেষের দুই স্তবক পল্লি গীতিকবিতার স্বাদ, দারুন!
১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:৪১
আমি মিন্টু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই ।
৪| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
হামিদ আহসান বলেছেন: ভাল লাগল ......
৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫২
মিজানুর রহমান মিরান বলেছেন: কবিতা জুড়ে ভালো লাগা....
৬| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩০
মানসী বলেছেন: বাঁশির সহজিয়া সুর মনকে আকুল করেছে।
১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মানসী আপু ।
৭| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২
বিজন রয় বলেছেন: দূরের কবিতা কাছে এলো। ভাললাগায় বিভোর করে দিল।
++++