![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...
কনসামপশন (Consumption) এর অভিধানিক অর্থ হচ্ছে ফুরিয়ে ফেলা বা খরচ করা । আর গার্মেন্টস শিল্পে কোনো পোষাক এর কনসামপশন (Consumption) মানে হচ্ছে ঐ পোষাক তৈরী করতে কত কেজি কাপড় লাগবে । যদি কোনো টি-সার্ট বা পেন্ট এর কনসামপশন (Consumption) ২.৫কেজি/ডজন হয় এর মানে ঐ টি-সার্ট বা পেন্ট ১২টি তৈরী করতে ২.৫ কেজি কাপড় লাগবে।
কনসামপশন (Consumption) বের করার সূত্রটি একদম সহজ !
Consumption = Length X Width X GSM
মানে কোনো কাপড়ের দৈর্ঘ্য, প্রস্থ আর জিএসএম গুন করলেই কনসামপশন (Consumption) বের হয়ে যায় । ( জিএসএম সর্ম্পকে জানার জন্য আমার আগের পোস্ট দেখুন )
যদি একটি কাপড়ের দৈর্ঘ্য ৫.২০ মিটার এবং প্রস্থ ১.৬৫ মিটার ও জিএসএম .১৮০কেজি হয় তবে
এর ওজন = ৫.২ X ১.৬৫ X .১৮ = ১.৫৪ কেজি ।
(এখানে জিএসএম সাধারণত গ্রামে থাকে আমি এটাকে ১০০০ দিয়ে ভাগ করে কেজি করে নিয়েছি )
ধরি কোনো একটি অড়ার এ আপনি ৫ পিস এর মার্কার করেছেন এর দৈর্ঘ্য ৫.২০ মিটার এবং প্রস্থ ১.৬৫ মিটার এবং এর কাপড়ের জিএসএম ১৮০গ্রাম বা .১৮০কেজি তাহলে ডজনে এর
Comsumption = (৫.২ X ১.৬৫ X .১৮) /৫ X ১২
= ১.৫৪৪ /৫ X১২
= .৩০৮৮ X ১২ ( .৩০৮৮ প্রতি পিস এর omsumption )
= ৩.৭০৫ কেজি/ডজন
আর যদি মার্কারের লেন্থ ,উইথ ইঞ্চিতে হয় ? একই কথা ইঞ্চিকে প্রথমে মিটারে নিয়ে আসুন তারপর সূত্র ফালান । অথবা নিচের সূত্রটি ফলো করুন ।
Consumption = (Length X Width X GSM)/1550 ( এখানে লেন্থ-উইথ ইঞ্চিতে )
১৫৫০ কিভাবে আসলো বুঝেছেন কি ?
৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার
৩৯.৩৭X৩৯.৩৭ = ১৫৫০ বর্গ ইঞ্চি = ১ বর্গ মিটার
এবার আপনাদের একটা পরীক্ষা নেই !
১০ পিস বিশিষ্ট একটি মার্কারের উইথ ৬৫ ইঞ্চি , লেন্থ ৫ গজ ২২ ইঞ্চি এবং জিএসএম ১৫০ গ্রাম । ডজনে এর Consumption কত হবে ?
কি , কঠিন লাগছে ?
আচ্ছা এক কাজ করুন এখান থেকে XL ফাইটা ডাউনলোড করে নিন ।
এবার এর সাহায্য নিন । কত সহজ !
কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন ।
আল্লাহ হাফিয !
(প্রথমে প্রকাশিত হয়েছে এখানে )
©somewhere in net ltd.