![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...
আসসালামু আলাইকুম !
(আমি একজন গার্মেন্টস শিল্পের লোক । সামুর মত এত বড় ব্লগে নিশ্চয় আমার সহকর্মী অনেকেই আছেন । আমার এই পোস্ট দেখে থাকলে দয়া করে আওয়াজ দিয়েন বা আপনার পরিচিত কেও থাকলে লিংক দিয়েন , আনন্দিত হবো ! কারন আমাদের জাত ভাইদের কারো সাথে পরিচিত হলে মনে শান্তি পাই )
আমার যারা গার্মেন্টস এ চাকরি করি জিএসএম শব্দটি তাদের খুবই পরিচিত । বিশেষ করে যারা ফেব্রিক,কাটিং বা বুকিং এর সাথে সর্ম্পকিত ।
জিএসএম মানে হলো গ্রাম /স্কয়ার মিটার । সহজ করে বললে – এক স্কয়ার মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই তার জিএসএম । আর স্কয়ার মিটার হলো এক মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রস্থ বিশিষ্ট কোন বর্গ ।
গার্মেন্টস এ একটি কাপড় নিটিং থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত অনেক বার জিএসএম টেষ্ট করতে হয় । কিন্তু প্রতি বার টেষ্ট এ যদি এক বর্গমিটার করে কাপড় নষ্ট হয় তাহলে কম্পানির লাল বাতি । তাই একে অনুপাতিক হারে কমিয়ে আনা হয় । আর কাটার সুবিধার জন্য একে বৃত্ত আকারে কাটা হয়
একটি জিএসএম কাটার এক বার্গ মিটার কে ১০০গুন ছোট করে কাটে মানে এর ক্ষেত্রফল হয় ১০x১০ বার্গ সিএম । তাই ওয়েট স্কেলে যদি শো করে ১.৬ গ্রাম এর মানে এর জিএসএম হবে ১.৬ X ১০০ = ১৬০ গ্রাম ।
আপনাদের একটি প্রশ্ন করি ১০x১০ বার্গ সিএম ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাস কত হবে ?
একটু হেল্প করি
বৃত্তের ক্ষেত্রফল = π r2 ( পাই ইনটু আর স্কয়ার )
এখানে r=ব্যাসার্ধ
π = ২২/৭
এখন বলেন…..
ও পেরে ফেলেছেন …
হ্যাঁ ৫.৬৪x২ = ১১.২৮ সিএম
বিশ্বাস না হলে আপনার অপিসেরটা মেপে দেখেন
আল্লাহ হাফিয !
আগে প্রকাশিত হয়েছে এখানে
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
আহমেদ আলিফ বলেছেন:
দুঃখিত হবার কোন কারন নাই !
সবারইতো কপাল পুড়া হয় না !!
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
অবাক েরাবট বলেছেন: Nice
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
আহমেদ আলিফ বলেছেন: ধন্যবাদ ভাই !
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
মুগ্ধ মাহি বলেছেন: একটি জিএসএম কাটার এক বার্গ মিটার কে ১০০গুন ছোট করে কাটে মানে এর ক্ষেত্রফল হয় ১০x১০ বার্গ সিএম
আসল কাহিনী হল,
100 cm2 fabric weight = 1.6 gm
1 cm2 ” = ( 1.6/ 100 ) gm
( 1 cm )2 ” = ( 1.6/ 100 ) gm
(1/100 m )2 ” = ( 1.6/ 100 ) gm (যেহেতু 1 cm =1/100 m )
(1/100*100) m2 ” = ( 1.6/ 100 ) gm
1 m2 ” = (1.6 * 100*100/ 100 ) gm
So , GSM = 160 gm
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
আহমেদ আলিফ বলেছেন: কাহিনী তো একটাই ! বরং এটা সহজ যে...
একটি বলের ওজন যদি ১.৬ গ্রাম হয় তবে
যে ব্যাগে ১০০টি বল আছে তার ওজন হবে
১.৬ গুন ১০০ = ১৬০ গ্রাম
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
আরিফ আহমেদ বলেছেন: টক লট ব্যবসায়ীদের জন্য সাইট লট হাট ভিজিট করার আমন্ত্রন রইল
১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
আহমেদ আলিফ বলেছেন:
ধন্যবাদ!
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
অপর্ণা মম্ময় বলেছেন: শিখলাম। কাজে দিবে। লাল বাত্তি জ্বল্বে না এক বর্গমিটার করে কাপড় কাটা হলে। কারণ যারা নিট বিজনেস করে তারা জানে কী করে লস কমাতে হয়। জিএসেম চুরি করা ব্যাপার না। বায়ারের রিকয়ারমেন্ট অনুযায়ী কী গার্মেন্টস মালিক রা সব সময় জিএসেম দেয় ? বা জি এস এম ঠিক দিলেও কাটিং করতে গিয়ে সেন্টিমিটার কমিয়ে মিল মিশ করেই নেয়।
ভালো থাকবেন
১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
আহমেদ আলিফ বলেছেন:
এখনকার বায়াররা একটু কঠিন হয়েগেছে। তাদের ফাঁকি দেওয়া একটু কঠিন । তবে মিলমিশ একটা হয়-ই ।
ভালো থাকবেন!
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
ভিটামিন সি বলেছেন: আমিও না। কর্মজীবনের শুরুতে ওপেক্স এন্ড সিনহা গ্রুপে জয়েন করেছিলাম। সিনহা ডায়িং এন্ড ফিনিশিং, পিকানল-১, পিকানল-২, নিটিং সেকশান, কলার সেকশান, টয়োটা-১, টয়োটা-২ এসব বিভাগে হান্দাইয়া মেশিন গুতাইতে হইতো। হালার পড়লাম কম্পুটার নিয়া আর গুতাই ইয়া বড় বড় মেশিন। রাগ কইরা ছাইড়া দিয়া আইছি। তারপর উড়াল দিয়া আইয়া পড়ছি।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭
আহমেদ আলিফ বলেছেন:
ভাই, আপনি তো উড়াল দিয়া চইলা গেলেন।
আমরা এখনও আঁকড়ে ধরে পড়ে আছি!
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
কোবিদ বলেছেন:
আমি পোষাক কর্মী নই দুঃখিত