নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৎ মানুষদের পছন্দ করি ! নিজে সৎ থাকার চেষ্টা করি !!!

আসছে নতুন প্রজন্ম , আসবে নতুন দিন !

আহমেদ আলিফ

তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...

আহমেদ আলিফ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষনিয় গল্প: কুকুর ও গাধা

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭





এক ব্যবসায়ীর ছিলো একটি কুকুর ও একটি গাধা । গাধা দিয়ে তার ব্যবসার মালামাল এক বাজার থেকে অন্য বাজারে নিতো আর কুকুরটি রাতে বাড়ি পাহারা দিতো । লোকটার একবার ব্যবসায় মন্দা ভাব আসে। তার রোজগার কমে আসে। যেহেতু গাধাটি দিয়ে তার ব্যবসার মালামাল বহন করতে হয় তাই এই মন্দা সময়ে কুকুরটির একটু যত্ন পাতি কমালেও গাধাটিকে সে ঠিকই খাবার দিতো ।



এক রাতে সে লোকের বাড়িতে আসে চুর । কুকুরটির মনে যেহেতু ক্ষোভ তই সে চুর দেখেও চুপ করে শুয়ে থাকে । অপরদিকে গাধা যখন দেখলো চুর দেখেও কুকুর কোনো শব্দ করছে না তখন সে কুকুরে দায়িত্ব নিয়ে নিজেই উচ্চ সরে চিৎকার করতে থাকলো । গাধার শব্দ শোনে মালিকের ঘুম ভেঙ্গে যায় আর চুরও পালিয়ে যায় ।



মালিক ঘুম থেকে উঠে দেখে সবকিছুই ঠিক আছে কুকুরও জেগে আছে । তখন তার ঘুম ভাঙ্গানোর জন্য গাধার উপর রাগ হলো । একটি বেত নিয়ে এসে গাধার পিঠে তার রাগ কিছুটা কমালেন ।



(এক্ষেত্রে যদি কুকুর শব্দ করে ঘুম ভাঙ্গাতো , এবং লোকটি জেগে যদি চুর নাও দেখতে পেতো তবুও কুকুরের উপর রাগ করতো না , ভাবতো হয়তো চুর এসেছিলো )



এবার আপনারা বলেন এ গল্পের শিক্ষাটা কি ?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬

মুজাহিদুর রহমান বলেছেন: যার কাজ তারই সাজে।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২

আহমেদ আলিফ বলেছেন:
ধন্যবাদ ভাই ! আপনি পাস ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১

আমাবর্ষার চাঁদ বলেছেন: যাহার যে কাজ তাহাই তার জন্য মঙ্গল.............

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

আহমেদ আলিফ বলেছেন:
ধন্যবাদ ভাই ! আপনি ৬০% মার্ক পেয়েছেন ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১

আহমেদ আলিফ বলেছেন:
কর্ম ক্ষেত্রে যেচে অন্যের দায়িত্ব মাথায় নিতে হয় না !

৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪

মুজাহিদুর রহমান বলেছেন: শুধু পাস! ভালো কোনো গ্রেড পেলাম না! :(( :(( :(( :(( :(( :((
আমাকে দিয়ে জাতির কোন আশা নেই।

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৮

আহমেদ আলিফ বলেছেন:
আপনি ভাই আমার স্কুলে প্রথম পাস করা ছাত্র,
আপনার সম্মানই আলাদা !;)

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩

মুজাহিদুর রহমান বলেছেন: তাই? :#>
থ্যাঙ্কু :) থ্যাঙ্কু :) থ্যাঙ্কু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.