![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...
আগের পর্বের পর...
তার কলেজের কাছেই আমার এক আত্বীয় থাকতো। প্রথমে তার বাসায় গেলাম। সেই আত্বীয়র মেয়েটাও সেই স্কুল এন্ড কলেজে পড়তো। তাই তিনিও যেতে চাইলেন। কলেজের সামনে দাঁড়িয়ে তাকে ফোন দিলাম যে আমার বন্ধু তোমার কলেজের সামনে দাঁড়িয়ে আছে।
কিছুক্ষণ পরে স্কুল ড্রেস পড়া একটি মেয়ে সামনে দিয়ে হেঁটে গেলো কিন্তু তাকে সন্দেহ করলাম না। কিছুক্ষণ পর সেই মেয়েটি আবার সেই রাস্তা দিয়ে ব্যাক করলো। তারপর আমার মোবাইলে তার একটি কল আসলো। চারপাশ ভালো করে তাকিয়ে রিসিভ করলাম, সে বললো আপনার বন্ধু কোথায়।
আমি তাকে কোথায় দাঁড়িয়ে আছি বললাম। এবার আমার সামনে মেয়েটি এসে এদিক-ওদিক তাকাতেই তাকে চিন্তে পারলাম। তার কাছে যেতেই সে আমাকে বললো "আমার জিনিসটা দেন" আমি দু-একটি কথা বলতে চাইলাম কিন্তু সে তাড়াহুড়া করছিলো। যাই হোক খামটা তার হাতে দিলাম। খামটা নিয়ে সে দ্রুত চলে গেলো।
আমি হা করে তাকিয়ে থাকলাম। কি আর করা ফেরার বাস ধরলাম। আমি যখন সাভার তখন সে ফোন দিলো, বললো "তুমি কি চলে গেছো?" আমি বললাম হ্যাঁ । "তুমি আমার সাথে মিথ্যা বললে কেনো?" আমি বললাম এই সুযোগ কি আর মিস করা যায়!
তার পর সম্পর্কটা উত্থান-পতন এর মধ্য দিয়ে চলতে থাকে। তখন আমার বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছি। পাত্রী দেখে মাঝে মাঝে তার সাথে শেয়ার করতাম। তারপর তার এইচ,এস,সি ফাইনাল পরীক্ষা চলে আসে। আস্তে আস্তে সম্পর্কটা কমতে থাকে। তারপর বাবুর মা এর সাথে দেখা হয়। তারপর
সবকিছু শেষ হয় যেমন এটাও শেষ হলো......
তার কয়েক বছর পর তাকে খুঁজ করেছিলাম। কিন্তু আমিও আমার আগের নাম্বারটা চেঞ্জ করেছি সেও তার আগের নাম্বারে নাই। তাকে বলতে চেয়েছিলাম
"শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত তোমার বন্ধুটি এখন অনেক বেশি স্বাবলম্বি"
জীবন কথার বাকি লিখা গুলো এই বিভাগে
২| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪
আদম_ বলেছেন: কিভাবে আপনাকে চিনতে পারলো? দেখতে কেমন ছিলো? আপনি এস এস সি কত সালের? আমাদের কি দেখা হতে পারে? এক সাথে চা-সিকারেট খাইতাম।
২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
আহমেদ আলিফ বলেছেন:
"সে বললো আপনার বন্ধু কোথায়।
আমি তাকে কোথায় দাঁড়িয়ে আছি বললাম। এবার আমার সামনে মেয়েটি এসে এদিক-ওদিক তাকাতেই তাকে চিন্তে পারলাম"
আমি এস,এস,সি দিয়েছি ১৯৯৫ সালে ।
আপনি এখন কোথায় থাকেন? কাছে হলে অবশ্যই সম্ভব! তবে আমি চাকরি করি গার্মেন্টস সেক্টরে। সময় একটু কম পাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
আহমেদ আলিফ বলেছেন:
একটি গান মনে পড়লো..
সে ছিলো তখন উনিশ
আমি ছিলাম ছত্রিশ,
প্রেমে পড়তে লাগেনা বয়স
মনে থাকে না উনিশ বিশ!!