![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...
গত পর্বে আমরা ডেসিমেল ও বাইনারি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজ দেখবো হেক্সাডেসিমেল পদ্ধতি নিয়ে।
আগের পর্ব এখানে
আজকের পর্ব ভালো করে বুঝার জন্য অনুগ্রহ করে আগের পর্বটি দেখে আসুন।
বুঝার সুবিধার জন্য আগের পর্বের চার্ট টি আবার দিলাম
ডেসিমেল-বাইনারি-হেক্সাডেসিমেল
0--------00----------0
1--------01----------1
2--------10----------2
3--------11----------3
4--------100--------4
5--------101--------5
6--------110--------6
7--------111--------7
8--------1000------8
9--------1001------9
10--------1010-----A
11--------1011-----B
12--------1100-----C
13--------1101-----D
14--------1110-----E
15--------1111-----F
হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত এই দশটি অংক ডেসিমেল এর মতই শুধু এর সাথে A,B,C,D,E,F এই ছয়টি লেটার নিয়ে ১৬ ডিজিট পূর্ণ করেছে। যারা ম্যাক এড্রেস খেয়াল করেছেন তারা দেখেছেন উপরের এই ১৬ বিট ই বার বার ঘুরে ফিরে আসে সেখানে কখনো G,H,I,J........ এগুলো কখনো পাবেন না।
এবার আসি ডেসিমেল কে কিভাবে হেক্সাডেসিমেলে রুপান্তর করবো। ধরি ৭৯ কে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে।
প্রথমে ৭৯ কে বাইনারি তে কনভার্ট করুন । তাহলে আমরা পাবো 1001111 (আগের পর্বের হেল্প নিন)
এবার একে ডান দিক থেকে চারটি চারটি করে বিট সাজান। শেষের সারিতে চার এর কম বিট হলে শূন্য দিয়ে পূরণ করুন।
0100 1111
এবার উপরের চার্ট দেখে মান বসান। তাহলে পাবো 4F (হয়ে গেলো)
চলুন আর একটা দেখি, বাইনারি 1011001001 কে হেক্সাডেসিমেলে রুপান্তর-
ডান দিক থেকে চারটি চারটি করে বিট সাজান। শেষের সারিতে চার এর কম বিট হলে শূন্য দিয়ে পূরণ করুন
0010 1100 1001
এবার উপরের চার্ট দেখে মান বসান। তাহলে পাবো 2C9
এবার হেক্সাডেসিমেল AD79F কে বাইনারি বানাবো
উপরের চার্ট দেখে মান বসাই
A= 1010
D= 1101
7= 0111 (চার বিটের কম হলে শূন্য দিয়ে পূরণ করি)
9= 1001
F= 1111
এগুলো পাশাপাশি লিখলে পাবো 10101101011110011111
আশা করি বুঝতে পেরেছেন!
যাবার আগে একটা পরীক্ষা নেই
111 কে হেক্সাডেসিমেল বানান
6F কে প্রথমে বাইনারি পরে ডেসিমেল এ দেখান
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
আহমেদ আলিফ বলেছেন:
ভাই! আমি কি আর অতো পারি!
গ্রেকোডের নামই শুনি নাই
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
সালমা শারমিন বলেছেন: ভাই বললেন কি এইটা, ভাবলাম আমি একাই এই দলে। ভাই আপনি মনে হয় জোক করলেন। আমি কম্পিউটার সম্পর্কে কিছুই জানিনা। কিন্তূ আমার একটা ফন্ডামেন্টাল সাবজেক্ট হল কম্পিউটার। সেজন্যই প্রশ্নটা করলাম।
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
আহমেদ আলিফ বলেছেন:
জোক করবো কেন ভাই! আমাদের লেখাপড়ার সময় কম্পিউটার নামে কোনো সাবজেক্ট ছিলো না।
আমার নিচের পোস্টটা পড়ে দেখতে পারেন!
Click This Link
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭
মামুinসামু বলেছেন: জ্ঞানী পোষ্ট। যদিও অংক কম বুঝি। +
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫
আহমেদ আলিফ বলেছেন:
লজ্জা দিয়েন না ভাই!
আপনাকে ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
সালমা শারমিন বলেছেন: ভাই, যদি পারেন আমাকে বাইনারি থেকে গ্রেকোড কনভার্শন টা দেখিয়ে দেন