![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...
প্রথমে একটি কৌতুক দিয়ে শুরু করি!
পিঠাপিঠি দুই ভাই খুবই বিচ্ছু , ছোটটা আরও দুই ডিগ্রি বেশি। তাদের লেখাপড়ায় মনোযোগ আনার জন্য বাবা-মা সবরকম টেকনিকই প্রয়োগ করেছেন কিন্তু সবই ফেইল। কতরকম শিক্ষকই এলো আর গেলো কিন্তু কেউই তাদের লাইনে আনতে পারলো না।
অবশেষে এলো এক জগৎ বিখ্যাত শিক্ষক। যিনি ব্রিটিশ পোলাপানদের সাইজ করার কায়দা জানতেন।
বাবা-মা প্রথমেই শিক্ষককে বললেন, দেখন স্যার আপনি যদি তিন মাসেও আমাদের ছেলেদের একটি বর্ণও শেখাতে না পারেন তবুও আমরা কিছু মনে করবো না কারন আমরা জানি এটা আপনার ব্যর্থতা নয় এটা আমাদের ছেলেদেরই সমস্যা। আপনি ধৈর্য্য সহকারে যতদিন লাগে আপনার সবরকম টেকনিই প্রয়োগ করে দেখেন যদি কোনোটা কাজে লাগে।
স্যার বললেন তিন মাস নয় তিন দিনেই আপনারা ফল দেখতে পাবেন ইনশাআল্লাহ।
প্রথম দিন: দুই ভাই দেখলো তাদের নতুন স্যার বয়সে বেশ ইয়াং। তারা চিন্তা করছে কিভাবে শুরু করবে। হঠাৎ বড় ভাই বললো স্যার, আজকে প্রথম দিন আজকে আর আমরা পড়বো না। স্যার বললো ঠিক আছ, তো তোমরা এখন কি করতে চাও? ছোট টা বললো, এখন আমরা পিয়ারা বাগানে যাবো পিয়ারা পাড়তে। স্যার বললো, খুবই ভালো কথা পিয়ারা খেতে আমারও খুব ভালো লাগে, আর গাছে চড়ে পিয়ারা খেতে সেকি মজা। চলো আমিও যাবো তোমাদের সাথে। দুই ভাই দুই ভাইয়ের মুখের দিকে তাকালো।
পিয়ারা বাগানে গিয়ে স্যার বললো তোমরা নিচে থাকো আমি গাছে চড়ছি । (দুই ভাই মনে মনে বললো তবে কি সত্যই এবার ওস্তাদ এর কাছে পড়লাম নাকি)
বড় ভাই বললো না স্যার আপনার দুইজন নিচে থাকেন আমি চড়বো। স্যার বললো ঠিক আছে যেমন তোমরা চাও।
বড়জন গাছে চড়ে দুইটি পাকা পেয়ারা নিচে ফেললো আর একটি নিজে নিয়ে গাছের ডালে বসে খেতে লাগলো। স্যার পিয়ারা মুখে দিয়ে বললো পিয়ারা গুলো তো খুবই মিষ্টি এরকম পিয়ারা আমি একসাথে পাঁচটি খেতে পারবো। ছোটজন বললো স্যার আমার প্রতিদিনই ১০/১২টি করে খাই। স্যার বড়জনকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা আজকে যদি আমরা প্রত্যেকেই পাঁচটি করে পিয়ারা খাই তাহলে তোমাকে মোট কতটি পিয়ারা পাড়তে হবে? বড়জন হেসে বললো স্যার আমরা লেখাপড়া কম করি কিন্তু আমাদের ব্রেন খারাপ না, পাঁচটি করে পিয়ারা খেলে আমাকে মোট ১৫টি পিয়ার ছিঁড়তে হবে। স্যার বললেন খুবই ভালো খুবই ভালো, কে বলেছে তোমাদের ব্রেন খারাপ। যে এই কথা বলে তারই মাথায় কিছু নেই। বড়জনের মুখে হাসি দেখা গেলো কিন্তু ছোটজনকে খুবই চিন্তিত মনে হচ্ছে।
স্যার বললেন আচ্ছা এবার বলতো ১৫টি পিয়ারার মধ্যে আমাদের দুই জনের জন্য তোমাকে মোট কতগুলো পিয়ারা নিচে ফেলতে হবে। এবারও বড়জন হাসি মুখে উত্তর দিতে যাবে তখনই ছোটজন নিচে থেকে চিৎকার করে বললো "বড় ভাই বলিসনে বলিসনে, স্যার তোকে কথার ছলে অংক শেখাচ্ছে"
এবার শুনুন আমার বিচ্ছুর কাহিনী। আলিফের বয়স প্রায় পাঁচ হলো। এখনও সে ক,খ ই ভালো করে শিখতে পারে নাই। শিখবে কি করে পড়াশোনার ধরাবাঁধা নিয়মে যে তার মোটেই কোনো আগ্রহ নাই, অন্য বিষয়ে তার আবার খুব আগ্রহ।
একদিন তার মা একটা বুদ্ধি করলো বললো আলিফ, আজকে তোকে আর পড়তে হবে না চল তোকে একটা গল্প শুনাই। গল্পের কথা শুনে আলিফ কাছে চেপে বসলো। আলিফের মা গল্প শুরু করলো...
এক দেশে ছিলো এক কাঁঠাল গাছা। কাঁঠাল গাছেতো কাঁঠাল পেঁকেছে। ঐ যে ক তে কাঁঠাল হয় না সেই কাঁঠাল।
সেই কাঁঠাল গাছটি ছিলো খোকনদের। খোকন তো কাঁঠাল খেতে চায়। ঐ যে খ তে খোকন হয় না সেই খোকন।
খোকন তাদের বাড়ির গরুটাকে নিয়ে এসেছে তার পিঠে কাঁঠাল নিয়ে যাবার জন্য। ঐ যে গ তে গরু হয় না সেই গরু।
গরু তো পিঠে বেশি ভার নিতে পারে না। বেশি ভার তো নিতে পারে ঘোড়া। তাই বাজার থেকে একটা ঘোড়া নিয়ে আসলো । ঐ যে ঘ তো ঘোড়া হয় না সেই ঘোড়া।
তো ঘোড়ার পিঠে কাঁঠাল নিয়ে খোকন বাড়ি যাচ্ছে, রাস্তায় দেখে একটি ব্যাঙ। ঐ যে ঙ তে ....................
আলিফ বলে দাঁড়াও মা দাঁড়াও । তুমি ক, খ দিয়ে গল্প বানিয়ে শুনাচ্ছো কেনো । ক, খ দিয়ে গল্প বললে আমি গল্প শুনবো না।
আপনারাই বলে এই বিচ্ছু বাচ্চাদের সাথে কেমনে পারবে?
২| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৩১
আছিফুর রহমান বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক খ্যাক
৩| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৩২
আছিফুর রহমান বলেছেন: আমার ছোট ভাস্তির বয়স ৩ বছর, পড়ার কথা বললে এখনি ওর পেট ব্যাথা শুরু হয়
৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৪৩
আহমেদ আলিফ বলেছেন:
ভাই আমাদেরও আধুনিক হতে হবে!
না হলে আমাদের ওরা বেচ্যো খাবে
৪| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৩৪
চেয়ারম্যান০০৭ বলেছেন:
৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৪৫
আহমেদ আলিফ বলেছেন:
চেয়ারম্যান সাব! ভালো আছুন নি ?
৫| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:০০
আহমেদ আলিফ বলেছেন:
অনেক দিন পর সামুতে লিখলাম, কিন্তু লেখা তো প্রথম পাতায় দেখি না। তবে কি মামু মাইন্ড খাইলো
৬| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:২১
আদম_ বলেছেন: বাপকা বেটা।
বিচ্ছুর পোলা বিচ্ছু হবেনা তো কি হবে.......
০৯ ই জুন, ২০১৪ বিকাল ৪:২২
আহমেদ আলিফ বলেছেন:
ভাই, আমি কিন্তু ছোট বেলায় খুখুব ভালা আছিলাম।
আমার মা ছোটবেলার গল্প উঠলে এখনও আমার প্রশংসা করে)
৭| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩২
সোহানী বলেছেন: হাহাহা........আরে ও তো দেখি আমার মেয়েরে ও ফেইল মেরে দিল..... ওইটা তো আমারেই উল্টা পড়া শিখায়..... যদিও বয়স এখন ৩ !!!!!!!
০৯ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৮
আহমেদ আলিফ বলেছেন:
আপু, এখনকার বাচ্চাদের বয়স ১০ দিয়ে গুন করে হিসাব করতে হবে। নাহলে কিন্তু হিসেব মিলবেনা।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ সকাল ১১:১৯
আহমেদ আলিফ বলেছেন:
আল্লাহ গো এই আধুনিক কালের বাচ্চাদের টেকেল দেয়ার মত সামর্থ দাও!