নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৎ মানুষদের পছন্দ করি ! নিজে সৎ থাকার চেষ্টা করি !!!

আসছে নতুন প্রজন্ম , আসবে নতুন দিন !

আহমেদ আলিফ

তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...

আহমেদ আলিফ › বিস্তারিত পোস্টঃ

ছোট বেলায় আমার বানানো বুলেট/মিসাইল!

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩০

ছোট বেলায় আমার একটি টুল বক্স ছিলো, যার মধ্যে থাকতো বিভিন্ন ধরনের নাট, বল্টু, স্ক্রু ইত্যাদি। এটা নিয়ে একটি পোস্ট দিয়ে ছিলাম। অবসর সময়ে এই টুল বক্স নিয়ে বিভন্ন রকম গবেষনা করতাম। যেমন লোহার উপর তার পেঁচিয়ে কারেন্ট দিয়ে চুম্বক বানানো, বিভিন্ন পদার্থ আগুনে পুড়ানো বা গরম কারা ইত্যাদি।



ঐ টুল বক্স এর ভিতরে আমার একটি পিতলের ফাঁপা ছোট সিলিন্ডার ছিলো যার দুই মাথাতেই প্যাঁচ কাটা। একবার করলাম কি সেই সিলিন্ডারের এক মাথা স্ক্রু দিয়ে শক্ত করে আটকিয়ে দিলাম। তার পর ব্লেড দিয়ে ম্যাচের কাঠি থেকে চেঁচে চেঁচে বেশ কিছু বারুদ সংগ্রহ করলাম। এবার বারুদ টুকু সিলিন্ডারের ভিতরে দিয়ে অপর প্রান্ত স্ক্রু দিয়ে আটকিয়ে দিলাম। তবে এই প্রান্তের স্ক্রু টা মাপ মত পেলাম না, একটু লোজ ছিলো তাই কাগজ এর গেডিস দিয়ে শক্ত করে দিলাম।

এবার এর পরীক্ষার পালা। বিষয়টা যে বিপদজনক হতে পারে ধারনা করেছিলাম তাই পরীক্ষাটা ঘরের ভিতরে না করে বাহিরের আম গাছ তলায় গেলাম। গুনা দিয়ে বাঁশের খুঁটির সাথে সিলিন্ডার টিকে উর্ধ্ব মুখি করে ফিট করলাম ঠিক মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মত। যে মাথা স্ক্রু দিয়ে শক্ত করে আটকিয়ে ছিলাম তা নিচের দিকে রাখলাম কারন আমি ধারনা করেছিলাম সত্যই যদি বিষয়টা সফল হয় তাহলে যে মাথা কাগজ দিয়ে আটকিয়েছি সেই মাথায় বুলেটের মতা ছুটবে।



এবার একটি কেরোসিনের কুপি সিলিন্ডারে নিচে জায়গা মত ফিট করে সিলিন্ডারকে গরম করতে দিয়ে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। ১০/১২ মিনিট হয়ে যায় কিছুই হলো না। এর ভিতরে দুই বার কাছে গিয়ে দেখে আসলাম ঠিক মত তাপ লাগছে কিনা। ১৫ মিনিটের কিছু পরে হঠাৎ একটি প্রচন্ড বিস্ফোরণের শব্দ পেলাম এবং বুজতে পেলাম আমার গবেষণার স্থান থেকে একটা কিছু প্রচন্ড গতিতে উপরের আম গাছের ডালে আঘাত করলো। কাছে গিয়ে দেখি আমার ধারনার চেয়েও বেশি, কুপি বাতিটা একে বারে দুমড়ে মুষড়ে গেছে। মনে মনে আল্লাহর নাম নিলাম কারন বিস্ফোরনের একটু আগেও আমি মিসাইলের সামনে থেকে ঘুরে এসেছি।



এখন মনে মনে ভাবি “ছোটবেলার সেই গবেষণাকে কাজে লাগিয়ে যদি এখন এমন একটি মিসাইল বানাতে পারতাম যা ইজ্রাইলের আয়রন ড্রোমকে ফাঁকি দিয়ে তাদের সেনা শিবিরে আঘাত করতে পারতো”

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৬

আহমেদ আলিফ বলেছেন:
আমার ছোটবেলার গবেষণা ধর্মী আরো কিছু পোস্ট পড়তে পারে

প্রথম ইলেক্ট্রিক এক্সপেরিয়েন্স

আমার বিজ্ঞান মনস্ক ছোটবেলা

২| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩

দাম বলেছেন: বল পয়েন্ট পেন এর কালি শেষ হয়ে জাওযার পর ওটার নিব খুলে নিতে হবে। তারপর এটার ভেতর ম্যচের কাঠি থেকে বারুদ নিয়ে ভরতে হবে। এবার একটা কাটা কম্পসের একমাথায় নিবিটি লাগিয়ে টেবিলের উপর স্হাপন করে একটি মোমবাতি দিয়ে তাপ দিন।
দেখুন কি হয়।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৪

আহমেদ আলিফ বলেছেন:
ধন্যবাদ ভাই! নতুন আইডিয়া পেলাম। কিন্তু গাজার নিরীহ লোকদের বাঁচাবার জন্য আধুনিক কিছু আবিস্কার করা যায় না!

৩| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩

দাম বলেছেন: বল পয়েন্ট পেন এর কালি শেষ হয়ে জাওযার পর ওটার নিব খুলে নিতে হবে। তারপর এটার ভেতর ম্যচের কাঠি থেকে বারুদ নিয়ে ভরতে হবে। এবার একটা কাটা কম্পসের একমাথায় নিবিটি লাগিয়ে টেবিলের উপর স্হাপন করে একটি মোমবাতি দিয়ে তাপ দিন।
দেখুন কি হয়।

৪| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩

আদম_ বলেছেন: কমেন্ট করার জন্য আসলাম কিন্তু কি কমেন্ট করমু বুঝতাছিনা।

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২১

আহমেদ আলিফ বলেছেন:
কমেন্টস করতে হপে না
আমি বুইঝা লাইছি:D

৫| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৩

এইচ তালুকদার বলেছেন: ভয়ানক এক অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিলেন।এরকম একটা এক্সপেিমেন্ট আমিও করেছিলাম তবে বিষয়বস্তু ছিলো মোম।চোখে চশমা থাকায় চোখ দুটো বেচে গেছে নইলে কি হতো ভাবলেও আতঙ্কিত হই।

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৩

আহমেদ আলিফ বলেছেন:
আল্লাহ রক্ষা করেছিলেন!
না হলে হয়তো আজ আর এই পোস্ট লিখতে পারতাম না।

৬| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:১১

আদম_ বলেছেন: আপনে কি মারা গেছেন? পোস্ট দেননা কেন?

৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

খেলাঘর বলেছেন:
"এখন মনে মনে ভাবি “ছোটবেলার সেই গবেষণাকে কাজে লাগিয়ে যদি এখন এমন একটি মিসাইল বানাতে পারতাম যা ইজ্রাইলের আয়রন ড্রোমকে ফাঁকি দিয়ে তাদের সেনা শিবিরে আঘাত করতে পারতো” "

-এখনো ছোটই আছেন>

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৫

আহমেদ আলিফ বলেছেন:
কি বলেন ভাই?
দুই ছেলের বাপ আমি!

৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৩

খেলাঘর বলেছেন:


নিজের পোস্ট পড়বেন মাঝেমাঝে

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২২

আহমেদ আলিফ বলেছেন:
ভাই মাঝে মাঝে পড়ি।
আমি কিন্তু আমার লেখার ভক্ত!
আর আমার ভবিষ্যত প্রজন্মের জন্য লিখি যাতে তার তাদের পূর্বপুরুষ সম্পর্কে একটা ধারনা পায়।

মন্তব্যের জন্য ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.