নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দ মোহন

\"কবি\" কথা টার ভার অনেক ।আমি হয়ত সেই ভার বহনে নিতান্তই নিরীহ চেহারা ।তবে কিছু লেখার চেষ্টায় আছি ।কাজ করে চলছি সর্বদা ।

আনন্দ মোহন › বিস্তারিত পোস্টঃ

নিকষিত হেম

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩২

আমি, খাদে ভরা অপরিশোধিত হেম।
আমার অবস্থান মৃত্তিকা গর্ভে খনিতে।
মণিকারের হস্তে রাসায়নিক
অম্ল-অনলে নিকষিত, ঝলসানো ঝলমল।
আমি যখন জেওর, শোকেসের কঠিন
কাচের দেওয়ালে রক্ষিত রক্ষণ।
আমি নিকষিত হেম।
রূপকারের রুপায়িত রুপান্তর।
যদিও ধনি বিলাসিনীর বক্ষে অবস্থিত আবাসন।
আমি অনাথিনী অবলার বক্ষে শেল,
কন্টকবিদ্ধ যন্ত্রনা, অধরা! ধরা ছোঁয়ার বাইরে।
আমি, উচ্চবৃত্ত রমনীর শোভা বর্ধনকারী,
আমি পুস্পিত কাননের
উজ্জ্বল আভায় দ্বীপ্যমান দীপমালা।
আমি লাস্যময়ীর বিলাস, ব্যাসন,
হাজার মনোমুগ্ধের মনোহারিণী।
চাচর-চিকুর, কুঞ্চিত কুন্তলের মাঝে
দোলায়িত দোদ্দুল্যমান।
আমি, রুনুঝুনু নুপুরের সুর মুর্ছনা।
প্রেয়সীর খোঁপায় দোলানো তারার ফুল।
আমি পেলব হস্তের কঙ্কন বলয় এর
রিনিঝিনি মধুর স্পন্দন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.