নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দ মোহন

\"কবি\" কথা টার ভার অনেক ।আমি হয়ত সেই ভার বহনে নিতান্তই নিরীহ চেহারা ।তবে কিছু লেখার চেষ্টায় আছি ।কাজ করে চলছি সর্বদা ।

সকল পোস্টঃ

পঁচিশে বৈশাখ

১০ ই মে, ২০১৫ রাত ২:১১


কালচক্রে পঁচিশে বৈশাখ আসে বার বার,
কিন্তু রবীন্দ্রনাথ জন্মে শুধু একবার ।
আসুক পঁচিশে বৈশাখ হাজার বার ,
আমরাও প্রস্তুত শ্রদ্ধা জানাবার ।
তাঁর তরে অনেক কথা ছিল বলিবার
বাঙ্গালি, অবুঝ-বাঙ্গালি নেই কো আর ।
জেগেছে...

মন্তব্য০ টি রেটিং+০

সঙ্গীত ভগবান

০৫ ই মে, ২০১৫ রাত ১০:৩৮



আমি শ্রুতি আর স্মৃতির শোভা মনোহর
আমি মুক্ত বিহঙ্গের কলকাকলি ।
আমি জলদের গম্ভীর নিনাদ দুর্বার
পবনের ঘূর্ণির বিশৃঙ্খল তান।
তাপিত প্রাণের শান্তির প্রলেপে মহা অবস্থান ।
প্রেয়সী বধূর মিষ্টি মধুর প্রেমালাপ ।
আমি প্রাণ বঁধুয়ার...

মন্তব্য০ টি রেটিং+০

গেয়ে যাও জীবনের জয়গান

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪১

আসুক ঝঞ্জা কেঁপে উঠুক প্রাণ
যতই পাও লাঞ্ছনা করুক যত অপমান
ভালবেসে তারে দাও বুক ভরা গান ।
দুঃখ কষ্টে ব্যাথিত মনে পাও প্রশ্রয়
নিজেকে তুমি বীর বেশে নিজেকে কর জয় ।
আসুক যত বাঁধার...

মন্তব্য১ টি রেটিং+০

তোমার দুচোখে আমি

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪২



তুমি আজ নেই স্মৃতিতে
তোমার দুনয়ন আছে মনিকোঠায়।
বাঁকা তরবারীর নিচে,
হরিণীর চাঞ্চল্যে ভরা নীলোৎপল আখিঁ,
আজো হৃদয় আকাশে নক্ষত্রের দ্যূতি ছড়ায়।
কৈশোরের শেষ লগ্নে তোমার বক্র চাউনিতে
আমার দুচোখ জুড়েছিল।
তোমার অবয়ব ভুলেছি
কিন্তু ভুলিনি...

মন্তব্য১ টি রেটিং+১

হে বৈশাখ

১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

তুমি দুল দুল অশ্বে-আশোয়ারের
দুর্বার হুঙ্কারে আর একবার গর্জে ওঠ;
হাঁকিয়ে দাও হায়দরী হাঁক। যার...

মন্তব্য১ টি রেটিং+০

জেগে রই একাকি

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৬

চুপচাপ পরমেশ্বর !
ঘরের মধ্যে ঘর, ঠায় জেগে রই !
আমার মশারির চারপাশে জোনাকিরা দেই না আলো ,
শুধু এনফিলিস আর কিউলেক্সর গান শুনি।
ফ্যানের একটানা ঘরঘর আওয়াজের ,
নাগরিক জীবনে ভুলে যায়
চলে যায় গ্রাম্য...

মন্তব্য২ টি রেটিং+১

সঙ্কুচিত পৃথিবী

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১

কালের গর্ভে করে মৃত্যুর পায়তারা
পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে !
হানাহানি দুঃখ গ্লানিতে ভরা
সময়ে মানবাত্মা বিলুপ্ত হচ্ছে ।
অনিল আজ অনলে দগ্ধীভূত
পরিতাক্ত বাসভুমি জীবন যেখানে আহত ।
জীবন এই সময়ে অন্তহীন পরিহাস
দুরন্ত গমনের একক...

মন্তব্য০ টি রেটিং+০

আড্ডা

০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৮


আড্ডা কথাটা শুনতে কানে কেমন যেন লাগে। যেমন শয়তানের আড্ডা, বদমায়েশের আড্ডাখানা। কিন্তু শুধু আড্ডাকে কেউ খারাপ বলতে পারবেনা। ভাল মানুষের কর্মের অবসরে একত্রে মিলিত হয় কোন একটি নির্দিষ্ট স্থানে...

মন্তব্য০ টি রেটিং+০

নিরানন্দকে বিদায় বল

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩০

ডিম পাড়ার আগে ডিমেলু হতে হয়
খালি খালি করকরায়ে বেড়ালে চলে না।
কখনো কখনো আস্ফালন চলমান নয় ।
ঘি যে কি,মাখন যে কখন!
অনুধাবনে রাখতে হবে ।
খেলার আগে খেলা ঘর বাঁধতে
লেগে কর্মীর হাত পাকাতে...

মন্তব্য০ টি রেটিং+০

হে প্রিয় বঙ্গসন্তান

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

হে বন্ধু, সর্বোত্তম বীর সন্তান,
তুমি হাজার বছরের বদ্ধ দুয়ার খুলে
উন্মুক্ত করেছো সবুজ শ্যামলী মাতৃকা।
এনেছো বিশ্বের বুকে উড়ন্ত,
সবুজ জমিনে লক্ষ শহীদের শোনীতে রাঙানো
এক উন্নত প্রতীক-পতাকা।
তুমি অজর, অমর, অবিনাশী,
চির অক্ষয়, অম্লান তোমার...

মন্তব্য১ টি রেটিং+০

নিকষিত হেম

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩২

আমি, খাদে ভরা অপরিশোধিত হেম।
আমার অবস্থান মৃত্তিকা গর্ভে খনিতে।
মণিকারের হস্তে রাসায়নিক
অম্ল-অনলে নিকষিত, ঝলসানো ঝলমল।
আমি যখন জেওর, শোকেসের কঠিন
কাচের দেওয়ালে রক্ষিত রক্ষণ।
আমি নিকষিত হেম।
রূপকারের রুপায়িত রুপান্তর।
যদিও ধনি বিলাসিনীর বক্ষে অবস্থিত আবাসন।
আমি...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.