![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আজ নেই স্মৃতিতে
তোমার দুনয়ন আছে মনিকোঠায়।
বাঁকা তরবারীর নিচে,
হরিণীর চাঞ্চল্যে ভরা নীলোৎপল আখিঁ,
আজো হৃদয় আকাশে নক্ষত্রের দ্যূতি ছড়ায়।
কৈশোরের শেষ লগ্নে তোমার বক্র চাউনিতে
আমার দুচোখ জুড়েছিল।
তোমার অবয়ব ভুলেছি
কিন্তু ভুলিনি তোমার আঁখি পদ্ম।
তোমার নয়ন আমার দর্পণ।
আমি আমার কৈশোরকে দেখতে পাই সেথা।
উচ্চ মাধ্যমিকের মধ্যে শিক্ষাপীঠের করিডোরে
তোমার অবতরণ।
আমাকে এক জায়গায় ঠাঁই করে রেখেছে।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৭
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে