![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শ্রুতি আর স্মৃতির শোভা মনোহর
আমি মুক্ত বিহঙ্গের কলকাকলি ।
আমি জলদের গম্ভীর নিনাদ দুর্বার
পবনের ঘূর্ণির বিশৃঙ্খল তান।
তাপিত প্রাণের শান্তির প্রলেপে মহা অবস্থান ।
প্রেয়সী বধূর মিষ্টি মধুর প্রেমালাপ ।
আমি প্রাণ বঁধুয়ার নূপুর-
নিক্কন মধুরীমা ।
আমি রুপাই মিয়ার বাঁশের বাঁশরির
আহ্বান।
আমি শান্তিনিকেতনে অবস্থানে
কাদম্বিনীর প্রেমের প্রতিদান ।
আমি নজরুলের বিষের বাঁশি,
অগ্নিবীণার প্রলয়ঙ্কারি ধ্বংস টান
বিদ্রোহীর সমুদ্র সাইক্লোনের ঝঞ্ঝার
প্রলংকারী সুর বিতান ।
আমি অনলে অনিলে বিপীন-বিজনে
শান্তির প্রস্রবণ।
আমি মল্লার রাগিণী নদীমাতৃক
ভাটিয়ালী গান। গভীর রজনীর সুর বেহাগ ।
আমি গায়কের গায়কী,জগৎ মাতানো
একদান ।আমি ব্রজ কিশোরীর
মনোহারিণী শ্যামের জগৎ ভুলানো
মোহনবাঁশরির সুর লহরী ।
আমি সঙ্গীত সর্বদা স্বয়ংগীত
এক প্রতিষ্ঠান ।
আবালবৃদ্ধবণিতার আশ্রয়স্থল,
রুদ্ধ করি মহাকাল ।
আমি রচয়িত রচনার আবহে প্রয়ান
আমি সঙ্গীত ভগবান ।
আমি তাল বেতাল মাদকহীন মাতাল
বাণী ছন্দবদ্ধ,বন্ধন
আমি সঙ্গীত ভগবান ।
©somewhere in net ltd.