নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দ মোহন

\"কবি\" কথা টার ভার অনেক ।আমি হয়ত সেই ভার বহনে নিতান্তই নিরীহ চেহারা ।তবে কিছু লেখার চেষ্টায় আছি ।কাজ করে চলছি সর্বদা ।

আনন্দ মোহন › বিস্তারিত পোস্টঃ

পঁচিশে বৈশাখ

১০ ই মে, ২০১৫ রাত ২:১১


কালচক্রে পঁচিশে বৈশাখ আসে বার বার,
কিন্তু রবীন্দ্রনাথ জন্মে শুধু একবার ।
আসুক পঁচিশে বৈশাখ হাজার বার ,
আমরাও প্রস্তুত শ্রদ্ধা জানাবার ।
তাঁর তরে অনেক কথা ছিল বলিবার
বাঙ্গালি, অবুঝ-বাঙ্গালি নেই কো আর ।
জেগেছে বাঙ্গালি হয়েছে তারা বীর,
সবখানে তারা জয়ী, হয়েছে উন্নত শির ।
বলেছিলে, “মানুষ” না “শুধু বাঙ্গালি”
সবখানে তারা ভয়ে ভিতু কাঙ্গালি ।
তোমার কথা আমরা করেছি ভুল,
শিক্ষা-দীক্ষা জ্ঞানে-গর্ভে প্রতুল ।
চলব নিজের পথে দিলে কাঁটা,
তাদের কপালে পড়বে মুড়ো ঝাঁটা ।
পঁচিশ আসে তুমি আসো না, নেই ক্ষতি
তুমি কর আমাদের হৃদয়ে বসতি।
গীত-অঞ্জলিতে, শ্রদ্ধাঞ্জলি !!!
অমর রবে তোমার গীতাঞ্জলী ।
শেষে গীতাঞ্জলীর ভাষায় বলি---
“পুরনো আবাস ছেড়ে যখন চলি
ভেবে মরি, কি জানি কি হবে?
পুরাতনের মাঝে তুমি নতুন রবে” ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.