নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দ মোহন

\"কবি\" কথা টার ভার অনেক ।আমি হয়ত সেই ভার বহনে নিতান্তই নিরীহ চেহারা ।তবে কিছু লেখার চেষ্টায় আছি ।কাজ করে চলছি সর্বদা ।

আনন্দ মোহন › বিস্তারিত পোস্টঃ

হে প্রিয় বঙ্গসন্তান

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

হে বন্ধু, সর্বোত্তম বীর সন্তান,
তুমি হাজার বছরের বদ্ধ দুয়ার খুলে
উন্মুক্ত করেছো সবুজ শ্যামলী মাতৃকা।
এনেছো বিশ্বের বুকে উড়ন্ত,
সবুজ জমিনে লক্ষ শহীদের শোনীতে রাঙানো
এক উন্নত প্রতীক-পতাকা।
তুমি অজর, অমর, অবিনাশী,
চির অক্ষয়, অম্লান তোমার বজ্রবাণী।
চির উন্নত তোমার অঙ্গুলী।
যে অঙ্গুলের নির্দেশ-এর অপেক্ষায়
সকল বঙ্গবাসী। আর একবার
যিশু খ্রিষ্টের মত কর অবতরণ।
প্রবল হুংকারে জাগিয়ে দাও।
সকল অশুভ শক্তির বিরুদ্ধে
জাগ্রত চেতনায় উদ্বুদ্ধ কর।
প্রত্যেক গৃহে গড়ে উঠুক দুর্জয় দুর্গ।
হাতে নিয়ে হাতিয়ার ঘাপটি মেরে থাকা
কুচক্রীদের বিনাশে হোক তৎপর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৩

কপিল দেব বিশ্বাস বলেছেন: ভাল লাগল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.