নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দ মোহন

\"কবি\" কথা টার ভার অনেক ।আমি হয়ত সেই ভার বহনে নিতান্তই নিরীহ চেহারা ।তবে কিছু লেখার চেষ্টায় আছি ।কাজ করে চলছি সর্বদা ।

আনন্দ মোহন › বিস্তারিত পোস্টঃ

হে বৈশাখ

১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

তুমি দুল দুল অশ্বে-আশোয়ারের

দুর্বার হুঙ্কারে আর একবার গর্জে ওঠ;

হাঁকিয়ে দাও হায়দরী হাঁক। যার

প্রতিশব্দে ছিন্ন-বিচ্ছিন্ন হবে কুচক্রীর

ষড়যন্ত্রের ফিসফিসানি কণ্ঠস্বর।

যার গম্ভীর নিনাদে জেগে

উঠুক ঘুমন্ত নগরী,জাগরিত প্রকৃতি ।

উচ্চস্বরে ডাক দাও !যে ডাকে সাড়া

দেবে তরুন কচি-কাঁচার প্রাণ ।

উদ্বেলিত হিয়ে নিয়ে হবে তৎপর

সৃজনশীল সৃষ্টিশীলতায় ।

ধরার বুকে অবতীর্ণ হয়ে রবীন্দ্রপরি

মহান প্রেমিক,এক মহিমান্বিত,মহীয়ান

যাঁর ক্ষুরধার লেখনীতে প্রাপ্তির

উচ্চকিত জগতের জাগতিক বিশ্ব রবে চির অম্লান ।

পুরানো পঁচা অতীতের জঞ্জালকে অপসারণে

চির নতুনের গাহিয়ে গান প্রদীপ্ত কর

কাঁচা সবুজ প্রাণ ।

হে বৈশাখ, বৈপরিত্তের বেসুরো শাঁখ-

ভেঙ্গে ফেল, বাজাও আনকোরা মঙ্গল শাঁখ-

প্রজ্বলন কর মঙ্গল দ্বীপ,যার উজ্জ্বল আলোকে

দূর হয়ে জাক মসীলিপ্ত তীব্র আঁধার ।

হে বৈশাখ, বাজাও, বাজিয়ে দাও মঙ্গলঢাক !

রণ ভেরীর রণ হুঙ্কারে পলায়িত অশনি সংকেত

হে অনিবার,দুর্নিবার ঘূর্ণায়মান বিশ্বে উড্ডায়ন কর

প্রশান্তির অমোঘ পতাকা

হে বৈশাখ

বাজাও,বাজাও তোমার ডমরু

যার সুমধুর আওয়াজে নটরাজ

উদ্দীপিত উদ্দালক নৃত্যে সকল

অশুভ শক্তিকে ছাগমুণ্ড দানুক ।

আনুক তত্ত্ব-তালাস সকল সংকটের

মুশকিল আসান ।

হে বৈশাখ

তুমি অনভিপ্রেত,অনিকেতের সংযোগে

গড়ে দাও শান্তির নীড় ।

চির অশান্তির মাঝে বহাও শান্তির ফল্গুধারা ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: বৈশাখ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.