নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্যা শুভ্রা তৃষা

অনন্যা শুভ্রা তৃষা › বিস্তারিত পোস্টঃ

পাছে লোকে কিছু বলে !!

০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

মাঝে মাঝে খুব অকারণেই মনের কথা লিখতে ইচ্ছা হয়। কিছু বিষয় আমার মনকে খুব গভীর ভাবে নাড়া দেয় আমি সেটা বুঝতে পারি কিন্তু তাৎক্ষণিক ভাবে কিছু বলতে পারি না।খুব ইচ্ছা হয় নাহ আমি প্রতিবাদ করবো, আমি চুপ করে থাকবো না। কিন্তু আমি নিজেই একটা রোগে আক্রান্ত । রোগের নাম " পাছে লোকে কিছু বলে " একারণেই আমার যা ইচ্ছা করতে পারি না। এমন কি নিজের ঘরের জানালাটা খুলে রাখলে মনে হয় এই বুঝি কেউ আমার ঘরের দিকে তাকিয়ে আছে! ঘরের বাইরের নানা রকম জনগণের নানা উক্তি শুনে বিব্রত আমিই হয়েছি। তাদের কখন মুখ ফুটে কিছু বলতে পারিনি । একটা ভয় কাজ করে ভয়ের নাম "পাছে লোকে যদি কিছু করে "। আমি প্রবল ভাবে দুটা জিনিস ভয় পাই একটা হলো মানুষ আর অপরটা হলো দুঃস্বপ্ন। প্রবল ভাবে ভালোবাসি মনুষ্যত্বকে এবং সুন্দর স্বপ্নকে। দুঃস্বপ্নের ভয়ে আমি এখন আমার পাসে অনেক গুলা বালিশ, কোলবালিশ নিয়ে ঘুমাই। ছোটবেলা একবার লিফটে আটকা পড়ার দুঃস্বপ্ন দেখেছিলাম এবং তার কিছু দিন পরে লিফটে আটকে পড়েছিলাম । অবুঝ মন ভাবতো স্বপ্ন দেখার কারণেই আটকা পড়েছি।লিফট ফোবিয়া ছোট বেলায় ছিল।আরো বেড়ে গিয়েছিল সেই স্বপ্ন দেখার পর থেকে। লিফটে উঠলেই ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে হতো। যখন থেকে ফ্ল্যাটে উঠেছি প্রতিনিয়ত এই ফোবিয়ার সম্মুখীন হচ্ছি তখন থেকেই আমার ফোবিয়া কমে গিয়েছে। এখনো একা লিফটে উঠলে ভয় লাগে তবে আটকা পড়লে তাৎক্ষণিক ভাবে কি করবো চিন্তা করে রাখি। তাই হয়তো ভয়টা কম লাগে। "পাছে লোকে কিছু বলবে কিংবা করবে/দেখবে " রোগটাও একটা ফোবিয়া স্বরুপ। আমি জানি না আর কতদিন এর সম্মুখে থাকতে হবে। তবে আমি খুব বেশি চাই যত দ্রুত সম্ভব এই রোগ থেকে বেড়িয়ে আসতে। আমি মেয়ে বলে শারীরিকভাবে হয়তো অন্য পুরুষের থেকে আলাদা তবে মানসিক ভাবে আমি কখনই কোন পুরুষের চেয়ে আলাদা নই, আমি ও তাদের মতো মানুষ। যেদিন আমার এই রোগ সেরে যাবে আমিও সেদিন দেখে নিবো পাছে লোকে কিছু কিভাবে বলে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


ব্লগে স্বাগতম। আপনি চমৎকার একটি লেখা লেখেছেন। নিজের বিষয়ে এভাবে উপস্থাপনা একটি শিল্প বলা যায়। আমি নিজেও এত সুন্দর করে লেখতে পারব কিনা জানি না।

যাই হোক মন খুলেই লেখুন। আর আত্নবিশ্বাস নিয়েই পথ চলুন। পাছে লোকে কিছু বলে এটা কেয়ার না করে নিজের কাজ করে যান। সফলতা আসবেই।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


ব্লগে স্বাগতম। আপনি চমৎকার একটি লেখা লেখেছেন। নিজের বিষয়ে এভাবে উপস্থাপনা একটি শিল্প বলা যায়। আমি নিজেও এত সুন্দর করে লেখতে পারব কিনা জানি না।

যাই হোক মন খুলেই লেখুন। আর আত্নবিশ্বাস নিয়েই পথ চলুন। পাছে লোকে কিছু বলে এটা কেয়ার না করে নিজের কাজ করে যান। সফলতা আসবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.