নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্যা শুভ্রা তৃষা

অনন্যা শুভ্রা তৃষা › বিস্তারিত পোস্টঃ

নিজ মনের জানালা খুলে বলছি

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:০১

আমি এটা লিখতে যাচ্ছি আমার সত্যি খুব অবাক লাগছে! আমি যখন নিজের মনের কথা বলতে যাই তখনই মনে হয় পরিবার, সমাজ, জাতি, বন্ধুবান্ধব আমার লেখা বুঝবেতো?? অন্য কোন অর্থ যেন কেউ না খোঁজে।
এটা একান্তই আমার মনের কথা এবং ব্যাক্তিগত উপলব্ধি। আমি দেখেছি ইদানীং আমি সিংগেল এটা শুনলেই প্রশ্ন উঠে " দোস্ত কেন কি হইসে? কি কারণ"? আমি তখন বলি "কোন কারণ নাই আমার ভালো লাগে এভাবেই"। "তুই ফেমিনিস্ট তাই এরকম"? আমি তখন কি বলব বুঝতে পারি না সম্পর্ক না হওয়ার সাথে ফেমিনিস্ট হওয়া কিভাবে এক বুঝতে পারি না। ফেমিনিস্ট মানে পুরুষ বিরোধী না। ফেমিনিস্ট মানে নারীবাদী।পুরুষতন্র বিরোধী নারী অগ্রযাত্রার ব্যাহত যেন না হয় সেজন্য। সম্পর্কে কখনই থাকিনি এরুপ কথা শুনলে আসে পাশের মানুষ "কেন কি জন্য কোন সমস্যা আছে নাকি " মোটেও সমস্যা নেই আমার, আমি নিজ প্রেমে এতটাই মগ্ন যে আমার মনে হয়নি কখন আমার মনের দরজা অন্য কোন পুরুষের জন্য খুলে দেই"। ভালো যে কখনো কাউকে লাগেনি তা নয় ভালো লেগেছে কিন্তু সেটা এতটাও প্রবল ভালো লাগা না যার জন্য নিজের সত্তা, আমিত্ব, ব্যাক্তিত্বকে বিলীন করে দিবো।

সম্পর্ক করার কি আমি আজও সঠিক ব্যাখা পাই নি? যাকে ভালো লাগবে এবং আমি নিশ্চিত থাকবো তাকে বিয়ে করবো এমন একজনের সাথে সম্পর্ক হবে। হ্যা অবশ্যই হবে। এটা যথাযথ গ্রহণযোগ্য সম্পর্ক। কিন্তু না বুঝে এক ক্লাসমেট কিংবা সিনিয়রকে ভালো লেগে গেল সম্পর্কেও জড়িয়ে গেলাম কিছুদিন পর মন ভাংগার বেদনা।মনতো মন কাচের গ্লাস কিংবা খেলনা না যে নতুন কিনে এনে বসিয়ে দেওয়া যাবে। কিশোর বয়সে এই সকল বেদনা অনেক প্রবল হয়। কখন বেদনা অন্যরকম হয় বাবা মার বিশ্বাস হারানোর বেদনা। যারা সবচেয়ে বেশি আমাকে নিরাপত্তা দিয়েছে, মৌলিক চাহিদা পূর্ণ করেছন তাদের কাছ থেকে নিজের পছন্দ কিংবা ভালোবাসা লুকিয়ে রাখা এটা কেমন সম্পর্ক?? এর গ্রহণযোগ্যতা কতটুকু? আমার ভালোবাসা কিংবা পছন্দ যদি পূর্ণ রুপে সত্য হয় তবেতা কখনই আমি পরিবার থেকে লুকিয়ে রাখবো না। সমাজের চেয়েও পরিবারের সম্মতি গুরুত্বপূর্ণ। কেন শুধু কিছু হরমোনের জিম্মি হয়ে নিজে মনের ভিতরের চাওয়া কে ভুলে যাব। 

আমার কাছে বোধ হয় সাধারণ সম্পর্কে জড়িয়ে যাওয়ার চেয়েও সুন্দর অনেক কিছু যা আমার মন কে ব্যাকুল আনন্দ দিবে। একটি তালিকাও করে রেখেছি 'আনন্দ তালিকা' খুব ইচ্ছা একদিন বৃষ্টির মধ্যে ফুটবল খেলবো।শীতের সকালে সাইকেলে ঢাকাশহর ঘুরে বেড়াবো। রাতের বেলা নিজে কার ড্রাইভ করে লং ড্রাইভে যাব। ছোটবেলার মতো বরফ পানি লুকোচুরি খেলবো। কাশঁফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলবো। অজানা রাস্তায় বান্ধবীদের সাথে ঘুরে বেড়াবো। এইগুলা সব ছোট ছোট ইচ্ছা বড় ইচ্ছা অনেক বড় বড়।

ইচ্ছের তালিকা অনেক মেয়েদেরই থাকে। তবে তারা সীমাবদ্ধ কারণ বাসা থেকে বের হতে পারে না। টিভি সিরিয়ালের সস্তা বিনোদন দেখতে দেখতে 'প্রেম' জীবন মনে করে। যার কারণে শুরু হয় প্রেমসম্পর্ক যা পরবর্তীতে হয় ব্যর্থ।কখন হয়তো পরিণামটা আরো ভয়াবহ হয় আত্মহত্যার মতো।
এখানে কাউকে দোষী করা যাবে না। অবসাদ বিস্বাদ ডিপ্রেশন সবারই হয়। এগুলা জীবনের অবিচ্ছেদ্য অংশ। কেউ জীবন নিয়ে সম্পূর্ণ সুখী হতে পারে না। তবে সুখ খুঁজে নিতে হয়। ইচ্ছাশক্তি প্রবল হতে হবে নিজেকে প্রমাণ করার। নিজের স্বপ্নকে বাচার নিজের ইচ্ছা কে গুরুত্ব দেওয়ার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:১১

ভ্রমরের ডানা বলেছেন:


ইচ্ছাশক্তি প্রবল হতে হবে নিজেকে প্রমাণ করার। নিজের স্বপ্নকে বাচার নিজের ইচ্ছা কে গুরুত্ব দেওয়ার। সঠিক কথাই বলেছেন। পোষ্টে প্লাস+++

উত্তর দেবার জন্য এই কমেন্টের সবুজ বাটন ক্লিক করলে যে বক্স আসবে ওতে ক্লিক করে উত্তর করুন। তবেই কমেন্ট দাতা উত্তর পাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.