![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলা থেকেই ভাবতাম আমার জীবনের স্বার্থকতা কিসে? জ্ঞানীগুণী জনের মতে জীবন স্বার্থক করা সম্ভব পড়াশুনা এবং জ্ঞান দ্বারা। আমিও তাই মেনে নিলাম প্রকৃত শিক্ষিত হওয়ার প্রয়াস করতে থাকলাম। খুব তাড়াতাড়ি উপলব্ধি করলাম যে জীবনে শিক্ষিত হলেই হয় না বাস্তবতা কে চিনতে শিখতে হয়। বাস্তবতাকে যারা যত দ্রুত চিনতে পারে তারাই তত দ্রুত জীবনে এগিয়ে যায়। আমার জীবনে অনেক কাল আমি বাস্তবতা কি জানতামই না। নিজের তৈরি করা স্বপ্ন বই পত্র কিংবা সিনেমার জীবনকেই আমি আমার বাস্তবতা ভেবে নিয়েছিলাম। সবে মাত্র কিছুদিন হয় আমি বাস্তবতাকে জানতে শুরু করেছি। বাস্তব ক্ষেত্রে অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি যা চাই তা হবে না।আমার স্বপ্ন কিংবা গল্পের বইয়ের কোনো গল্পের শেষটা আমার ভালো না লাগলে আমি পালটে দিতাম যেমন "আমার বন্ধু রাশেদ" বইয়ের রাশেদকে আমি জীবিত রেখেছিলাম। যে পাতায় রাশেদকে গুলি করা হয়, সেই পাতায় আমি আমার লেখা পাতা যুক্ত করেছিলাম। যেখানে রাশেদ রাজাকারকে গুলি করে হত্যা করেছিল। "জোছনা জননীর গল্পে" ১৬ই ডিসেম্বরে মরিয়মের স্বামী যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এসেছিল, "মা" উপন্যাসে পাকবাহিনী আজাদকে ৩০সে আগস্ট ১৯৭১ সালে ধরে নিতে পারে নি । আমার জন্য এটাই সত্য ছিল কারণ আমি বাস্তবতা কে মেনে নিতে পারতাম না। বাস্তবতা এমন কিছু যা অনেক ক্ষেত্রে আদায় করে নিতে হবে। কিছু বিষয় আমার কপাল কিংবা ফেইটের উপর ছেড়ে দিতে হয়। কপাল ভালো হলে আমি এটা পাবো না হলে আমি পাবো না ব্যাপারটা কিছুটা এমন। বাস্তব জীবনে অনেক কিছুই সম্ভব হয় না। কল্পনা দিয়ে কিংবা জ্ঞান দিয়ে সম্ভব হয়। কিন্তু সবার পক্ষে কল্পনার গভীরে গিয়ে অনুভব করা সবসময় সম্ভব হয় না। বাস্তব যেকোনো অভিজ্ঞায় ৫টা ইন্দ্রিয় কাজ করে । তাই বাস্তব অভিজ্ঞতা অনেক প্রয়োজনীয় ।
অনেক ইচ্ছে আকাঙ্ক্ষা থাকে যা কল্পনা করে পাওয়া সম্ভন না। আমি সেই সকল ইচ্ছে আকাঙ্ক্ষা পূর্ণ করতে চাই। আমার ইচ্ছে তালিকা কিছুটা এমন কাদা মাখামাখি করে বৃষ্টির দিনে ফুটবল খেলবো, রঙিন ঘুড়ি আকাশে উড়াবো, কৃষ্ণচূড়া গাছের রাস্তা দিয়ে হাটবো, নিজে নৌকা চিলিয়ে নৌকা ভ্রমণে যাব, স্বচ্ছ নদীর জ্বলে সাতার কাটবো,ঝর্ণার পানিতে স্থান করবো,সমুদ্রের পানি আবারো কখনো আমার পা স্পর্শ করবে যেটা অনুভব করবো,কখনো ট্রেনের /বাসের ছাদে উঠে ভ্রমণ করবো,সারারাত বান্ধবীদের সাথে আড্ডা দিবো,একা একা কোন অপরিচিত যায়গা উৎঘাটন করবো, ভোরবেলা সাইকেলিং করব,বাংলাদেশ প্রতিটা সুন্দর জায়গা ঘুরবো। এর চেয়েও অনেক বড় বড় ইচ্ছে আমার আছে যেমন মাউন্টএভারেস্ট বিজয়ী হবো,অনেক অসাধারণ সব এডভেঞ্চারে যাবো, স্কাই ডাইভিং সি ডাইভিং ইত্যাদি তো আছেই।
পড়াশুনা কোচিং ইত্যাদির একঘেয়ে জীবন আমি কখনোই চাই নি।জীবনের প্রতিটা মুহূর্ত বাচতে চেয়েছি । যেন মৃত্যুর আগে কখন আফসোস না থাকে জীবন নিয়ে।বুড়ো বয়সে জীবনের হিসাব নিকাশের খাতা নিয়ে বসলে যেন হাসি কান্নার অনুপাতের মধ্যে হাসির পাল্লা যেন বেশি ভেরী হয়। নিজের ভিতরের ভয়কে যেন জয় করতে পারি। আরো অনেক আত্মবিশ্বাস যেন অর্জন করতে পারি। তাহলে প্রকৃত অর্থেই আমার জীবন স্বার্থক হবে। আমি কেন ছোট বড় অনেক আনন্দের মাধ্যমে বাস্তবতাকে চিনতে পারলে যে কেউ জীবনের আসল মাহাত্ম্য বুঝতে সক্ষন হবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৮
ঋতো আহমেদ বলেছেন: ভাল লিখেছেন । তবে কিছু টাইপো আছে, ঠিক করতে হবে ।