নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্যা শুভ্রা তৃষা

অনন্যা শুভ্রা তৃষা › বিস্তারিত পোস্টঃ

সবাই যখন বিচারক!!

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৩

প্রাচীন কাল থেকেই মানুষ বিচারক হিসাবে বেশ অসাধারণ। এই বিচার করার ক্ষমতা তাদের কে দিয়েছে তা নিয়ে আমি বেশ দ্বিধা দ্বন্দ্বে ভুগি। কিছুদিন আগে ইউটিউবে একজন বিচারক জনতা এক ভিডিও উপলোড করেছেন দেখলাম "মোহাম্মদ জাফর ইকবাল" স্যারের দোষ ধরে। উনার প্রথম উক্তি "যেহেতু আপনি নাস্তিক ব্লগারদের পক্ষ নিয়ে লেখেছেন তারা মরে যাওয়ার খবরে আপনার রাতে ঘুম হয় না।কিন্তু যখন আমরা ভুক্তভুগি হই,সমাজ আমাদের সম্মান করে না তখন আপনার কলম চলে না" ইত্যাদি ইত্যাদি।আমি সেই ব্যক্তিকে নিজের মনে মনে প্রশ্ন করি, আপনি তো ধর্মে বিশ্বাসী আপনার ধর্ম কি আপনাকে অন্য কোন ব্যক্তির জীবন নিয়ে বিচার করার অধিকার দিয়েছে? সঠিক রাস্তা দেখানোর অধিকার হয়তো দিয়েছে কিন্তু তাকে বিচার করার? আর যাকে আপনি বিচার করছেন তিনি আমার আপনার মতো স্বাভাবিক মানুষ না। তিনি আমাদের দেশের "সোনারছেলে" একজন সত্যিকার অর্থে দেশপ্রেমিক। বিদেশে জীবন যাপন করে কোটি কোটি টাকা অর্জন করতে পারতেন, কিন্তু তিনি সেই বিলাসবহুল জীবন ছেড়ে আজ আমাদের মাঝে তার আদর্শ ছড়াতে এসেছেন। বিজ্ঞানের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করেতে এসেছেন। কিছু মানুষের এত এত ভালো দিক/গুনাবলি থাকে যে তাদের ভালো দিক গুলাই দেখতে ইচ্ছা হয়।মানুষদ্বারা ভুল অবশ্যই হতে পারে কারণ আমরা মানুষ। ছোটবেলা থেকে শিখে এসেছি মানুষের ভালো দিকটাই সবসময় গ্রহন করা উচিত। যে ব্যক্তি এত অসাধারণ উনার সামন্য দোষ যদি আপনার নজরে থেকেও থাকে সেটা কি উনার আর ভালো গুনের কাছে নগন্য নয়? আপনি যদি বিজ্ঞান পড়ে থাকতেন তাহলে " নিউরনের অনুরণন" বইটা কিংবা "সাইন্স ফিকশন সমগ্র" পড়লে আর উনি কি নিয়ে লেখেননি তা মনে রাখতে পারতেন না।


শুধু কি লেখালেখিকে আমরা বিচার করি? আমরা মানুষের চালচলন কেও বিচার করি এজন্যই তো আমরা এত পিছিয়ে। নিজের জীবন নিয়ে চিন্তা না করে মানুষ কি করছে সে নিয়ে ব্যস্ত। তার চালচলন বিচার করে নিজেকে তার চেয়ে বেশি ভালো প্রমাণ করতে ব্যস্ত। কোন মেয়ে যদি রাস্তা দিয়ে টপস পরে হাটে, তাহলে জনগন সেটা কখনো৪ই স্বাভাবিক ভাবে গ্রহণ করে নিতে পারে না। তাদের ধারনা টপস পরেছে রাস্তার লোকের শরীরের জ্বালা বাড়ানোর জন্য। কত কটু উক্তিই না শুনতে হয় তাকে। একজন বালিকা দেখেছি ফেইসবুকে শুধু শর্টটিশার্ট পরে ছবি দিয়ছে। কমেন্ট বক্স ভর্তি বিচারক জনতার কমেন্টে। তাদের উক্তি "সেহেতু তুমি তোমার পা দেখিয়ে ছবি দাও সেহেতু তুমি খারাপ মেয়ে, তোমার পরিবারই বাহ কেমন তোমাকে শাসন করে না ইত্যাদি ইত্যাদি। যারা বিচার করছে তারা জানেই না এই বালিকার হৃদয় কতটা পবিত্র। রাস্তার অসহায় মানুষকে দেখে আপনি যখন মুখ ফিরিয়ে চলে আসেন তখন সেই বালকাটি তাদেরকে ভাত খাওয়ার টাকা দেয়। তার মানবতা আপনার চেয়ে অনেক বেশি। সে শুধু আপনাদের মতো ২ নম্বরি মুখোশ পরা প্রতারক মানুষের কথা পাত্তা দেয় না কখনো এটাই তার অপরাধ। আমার পরিচিত এক ছেলের কথা বলছি, ছেলেটা অত্যন্ত বিনয়ী। পরিবার অনেক সচ্ছল। জনগনের বিচারে যেহেতু তার পরিবারের অনেক টাকা সেহেতু তার আর নিজের কিছু করার দরকার নাই। আবার অনেকে এমন ও আছেন তার পরিবারের অনেক টাকা তাই সে উগ্র জীবন যাপন করে।

মানুষের চালচলন অর্থবিত্ত নিয়ে মানুষকে বিচার করেও যদি আমরা থেমে যেতাম । না আমরা তাও থামিনি। বাহ্যিক রুপ নিয়েও আমাদের বিচার চলতেই থাকে। মেয়েটি দেখতে কালো সুতরাং তাকে বিয়ে দিতে পরিবারের অনেক কষ্ট হবে।ছেলেটা অতিরিক্ত মোটা অনেক বেশি খায়, সুতরাং তার বেচে থাকার অধিকার নেই। চল সবাই মিলে তাকে অপমান করি। ছেলের এত স্বাস্থ্য কোন মেয়েই বাহ তাকে পছন্দ করবে ইত্যাদি ইত্যাদি। আপনি হয়তো জানেন না কালো মেয়েটা কতটা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। আর মোটা ছেলেটা বিবেচনাবোধ আপনার চেয়ে অনেক বেশি বলেই আপনাকে পাত্তা দেয় না। অনেক বিশ্বসুন্দরীদের উক্তি আমার সন্তান সুন্দর হবে না আমার সুন্দর স্বামী না হলে সুতরাং সুন্দর রাজপুত্রের মতো চেহারাই লাগবে বিয়ে করার জন্য। আমি বাকরুদ্ধ মানুষ স্বাভাবিক সন্তানের জন্য হাহাকার করে আর আপনি আপনার সন্তানের সৌন্দর্য নিয়ে চিন্তিত্ব? মানুষের মিল হয় মনে অন্তরে বুঝাপড়ার মধ্যে রুপে নয়। রুপ খুবই আপেক্ষিক বিষয় আজ আছে কালকে থাকবে না।

সামান্য কিছু উদাহরণ দিলাম মাত্র। নিন্দা করা উচিত যৌক্তিক বিষয়ে আমরা অযৌক্তিক জিনিস নিয়ে বিচার করে যাচ্ছি। নিন্দা করা বিচার করা কিংবা পর্যবেক্ষণ করা এক নয়। সমাজে রেপ কেসের সংখ্যা বেড়ে যাওয়া,বাল্যবিবাহ, ইত্যাদি সামাজিক সমস্যা নিয়ে নিন্দা আমরা অবশ্যই করবো। কারো চালচলন কথা বার্তা দিয়ে তার কি ভালো লাগে, মন্দ লাগে বলা এটাকে পর্যবেক্ষণ করা বলে। আমরা নিজেকে পর্যবেক্ষকের নামে অন্যকে বিচার করে যাচ্ছি। তার লেখা লেখি, তার চালচলন, তার সচ্ছলতা, তার রুপ কিংবা তার ধর্ম। সেই কথা আজ না হয় বাদই দিলাম। কাউকে বিচার করার আগে নিজেকে বিচার করুন। কে দিয়েছে আপনাকে বিচার করার ক্ষমতা। নিজেকে প্রশ্ন করুন আপনি কি করছেন? আপনি কি ঠিক করছেন না ভুল করছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.