![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
আমাদের দেশে ইডিয়টিক কর্মকান্ড কারা বেশি করে? সাধারন জনগন না উচ্চ পর্যায়ের পন্ডিতরা?
বলছিলাম দীর্ঘদিন থেকে বন্ধ করে রাখা ইউটিউবের কথা। আপত্তিকর ভিডিওর প্রতিবাদে বাংলাদেশ থেকে ইউটিউব দেখা বন্ধ রাখা হয়েছে। কিন্তু বন্ধ রয়েছে কী ঘুরপথে ইউটিউবে প্রবেশ? বন্ধ যখন করা হল তাহলে ভাল করে বন্ধ করা হলনা কেন? "নাম লাগানো" বন্ধ করে লাভ কী?
আমি ইউটিউব বন্ধ করার বিপক্ষে। আপত্তিকর কোন কিছুর প্রতিবাদ সাইট বন্ধ রেখে করা নিজের বোকামিরই পরিচয় দেয়। (তবে অশ্লীল সাইট সর্বসময় বন্ধ রাখা খুবই প্রয়োজন)। কোন ওয়েবসাইট এর সোজা রাস্তা বন্ধ থাকলে বাঁকা রাস্তায় যাওয়ার শত পদ্ধতি খুঁজে বের করে ফেলে মানুষ।
ইউটিউবের মত একটি অতি গুরুত্বপূর্ণ সাইট বন্ধ থাকা মানে অনেক শিক্ষার্থীকে আলো থেকে দূরে সরিয়ে রাখা। অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ও শিক্ষামূলক একটা সাইট কোন্ সেন্সে বন্ধ থাকে বা রাখা হয় জানিনা। হয়তো আমি একটু বেশি পরিমানে মূর্খ তাই এসব বুঝতে পারিনা।
চরম অশ্লীল ও আপত্তিকর সাইট ছড়িয়ে আছে, কই সেগুলো তো বন্ধ নয়? আর সেগুলোতে তো শিক্ষামূলকও কিচ্ছু নেই তবুও কেন ঐগুলোর দ্বার অবারিত? পন্ডিতেরা একটা চোখ নিয়ে হাঁটে কেন?
আজই খোলে দেয়া হোক ইউটিউব।
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
আন্ধার রাত বলেছেন: হুম
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
আকাশ মাহমুদ০০৭ বলেছেন: চলুন স্লোগান করি মানতে হবে মানতে হবে ইউটিউব খুলতে হবে ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
আন্ধার রাত বলেছেন: চলেন তবে ছাতা বগলে লইয়েন কইলাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
জেরিফ বলেছেন: আমরা তো খারাপ , সব সময় খারাপ টাই বেশি গ্রহন করি