নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসিতে আমার কান্না ঝরে...

andharrat@জিমেইলডটকম

আন্ধার রাত

একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।

আন্ধার রাত › বিস্তারিত পোস্টঃ

এইচ এস বি সি ব্যাংক-- ১০ লাখ না থাকলে রাস্তা মাপেন

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৩







এইচ এস বি সি ব্যাংক এর চিঠি পেয়ে একটা হেঁচকি খাইলাম।

সার সংক্ষেপ হচ্ছে জুলাই থেকে আমার সাথে আর প্রেম করবেন না মানে আমার সাথে আর সম্পর্ক চালিয়ে যাবেনা। :((



দৌঁড়ে গেলাম ব্যাংকে--জানতে আমি কী দোষ করলাম?



কাস্টমার কেয়ার যা জানালো তার সারমর্ম হচ্ছে, ব্যাংক আরো শক্তিশালী করার জন্য এখন থেকে ঐসব গ্রাহকদেরই রাখবে, একাউন্টে যাদের ১০ লাখ বা ততোধিক টাকা থাকবে। :-/



এটা কী ধরনের ব্যাংকিং নিয়ম আমার বোধগম্য না হওয়ায় একাউন্ট ডেড করার সিদ্ধান্ত নিলাম।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৫

অর্ফিয়াস বলেছেন: জুমাদ (জুতা মারা দরকার :) )

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৮

আন্ধার রাত বলেছেন: ভাই জুতারও এখন বহুত দাম। এত দামী জিনিস দিয়ে আমি মারতে রাজী নই ;)

২| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৯

িটউব লাইট বলেছেন: তারেকও তাহলে হিসাব খুলতে পারবে না B-)) :(( :(( :((

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫১

আন্ধার রাত বলেছেন: খিকজ্

৩| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:২০

চিরতার রস বলেছেন: কস্কি মমিন ! :-* :-* :-*
পুরাই বড়লোকী কারবার। কয়দিন পর ওরা আইন করবো। যাদের একাউন্টে ৫লাখ টাকা নাই, তারা ওগোর ব্যাংকের সামনে দিয়া যাইতে পারবো না। B-))

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৭

আন্ধার রাত বলেছেন: +

৪| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৪

জহির উদদীন বলেছেন: বিদেশী ব্যাংক থেকে দেশী ব্যাংক অনেক ভালো.....

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০

আন্ধার রাত বলেছেন: হুম। ঠিক।

৫| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬

ঘাসফুল বলেছেন: খাইচে!...

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫২

আন্ধার রাত বলেছেন: না চিবাইয়া গিলিয়া খাইচে...

৬| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৩

কাঙ্গাল মুরশিদ বলেছেন:
সম্ভব হলে বিদেশী ব্যাংক বর্জন করাই ভাল।

আসল বিষয় হচ্ছে দেশে কর্মরত প্রায় সকল বিদেশী প্রতিষ্ঠান তাদের ব্যাবসায়ী কার্যক্রম সাবধারনতার সাথে গুটিয়ে আনার চেস্টা করছে। নতুন কোন বিনিয়োগতো করছেই না পুরোনো বিনিয়োগ/কাস্টমারও যথাসম্ভব কমিয়ে আনছে। প্রতিটি সেক্টরে চলছে কস্ট কাটিং বা খরচ কমানোর চেস্টা। কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা তেমন একটা বাড়ছে না - এমনকি কোথাও কোথাও সুকৌশলে জনবল ছাটাইও চলছে।

এর কারণ এই প্রতিষ্ঠানগুলি আর বেশীদিন এই দেশে ব্যাবসা করতে পারবে না বলে আশংকা করছে। এর পিছনে আমাদের জন্য ইতিবাচক কারণ হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানের অগ্রগতি যার ফলে প্রত্যেক সেক্টরের বিদেশী প্রতিষ্ঠানকেই অত্যধিক প্রতিযোগীতার সম্মুখিন হতে হচ্ছে। আর নেতিবাচক দিক হচ্ছে রাজনৈতিক ও প্রশাষনিক দুর্বিত্তায়ন। বিদেশী কোম্পানীগুলি বরং আরো নিম্ম আয়ের দেশে চলে যাবার চেস্টা করছে যেখানে বিনা প্রতিদ্বন্দিতায় ইচ্ছেমত মুনাফা করা যায়।

এটা আমার ব্যাক্তিগত পর্যবেক্ষণ - দয়াকরে কেউ আবার রেফারেন্স চেয়ে বসবেন না।

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

আন্ধার রাত বলেছেন:
একদম সঠিক বলেছেন। ধন্যবাদ।

৭| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৫

এেলক্সান বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

৮| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

আমিনুর রহমান বলেছেন:


এদের থাপড়ানো উচিত X(( X(( X((

৯| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪২

হেডস্যার বলেছেন:
অর্ফিয়াস বলেছেন: জুমাদ (জুতা মারা দরকার :) )

=p~ =p~



ব্যাংক শক্তিশালী হইবার নয়া তরিকা B-))

১০| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৬

জাহিদ ২০১০ বলেছেন: আমার এক ফ্রেন্ড এই ব্যাংকে চাকরি করে। ওদের ওখানে নাকি শাখা ব্যবস্থাপকের জন্য কোন আলাদা কেবিন নাই অফিসার ষ্টাফ সবাই এক সাথে অফিস করে। আর বেচারা ম্যানেজার মাসে ৪ লাখ টাকা বেতন পাইয়া ও কোন কেবিন ছাড়া অফিস করে।

১১| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩১

ঢাকাবাসী বলেছেন: হয়ত এক মালে বলেছে ১০ লাখের নীচে টাকাটা আবার টাকা নাকি? খামোখা অত কষ্ট করে ওদের সার্ভিস দেয়ার দরকার কি?

১২| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৫

পথহারা সৈকত বলেছেন: জুমাদ (জুতা মারা দরকার ) :D :D

১৩| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: H - হেই
S - শয়তান
B - বাংলা
C - ছাড়

(২৩ জুন পলাশী দিবসে আরেক বেনিয়ার জন্য ) X( X(

১৪| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

একজন ঘূণপোকা বলেছেন: B:-) B:-) B:-)


আমার ডাচ বাংলা আকাঊন্টে মাত্র ৫০০ টাকা

১৫| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কিছুদিন আগে শুনেছিলাম ওরা ব্যবসা গুটিয়ে নেবার ঘোষনা দিয়েছে বাংলাদেশ থেকে। খুব সম্ভবত এটা সেই প্রক্রিয়ারই একটা অংশ। এক পর্যায়ে গিয়ে ১০ লাখ টাকার এ্যাকাউন্ট হোল্ডারদের এ্যাকাউন্টও অন্য কোন ব্যাংকে ট্রান্সফার করে দিয়ে চলে যাবে মনে হয়।

১৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:০১

দুরন্ত-পথিক বলেছেন: বাদ দেন ,দেশি ব্যাংকে একাউন্ট করুন কোন ঝামেলা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.