![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
আমি সাভারের সি আর পি তে যেতে চাই। ট্রেনে করে সিলেট থেকে কমলাপুর নামবো না ঢাকা বিমান বন্দর রেল ষ্টেশনে নামবো? যদি ঢাকা বিমান বন্দর রেল ষ্টেশনে নামি তাহলে সাভার কি দিয়ে গেলে ভাল হবে (অটোরিক্সা না বাস)? অথবা কমলাপুর রেল ষ্টেশন থেকে সাভার (চাপাইন) সি আর পিতে যেতে হলে সহজ পদ্ধতি কি?
সাভারে সি আর পি এর আশে পাশে কোন মধ্যম মানের আবাসিক হোটেল আছে কি?
দয়া করে তথ্যগুলো দিয়ে আমাকে স্বস্হিতে ফেলুন।
২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
আন্ধার রাত বলেছেন: জ্বী, বুঝতে পারছি বিমান বন্দর রেল ষ্টেশনেই নামতে হবে। অনেক ধন্যবাদ।
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সিআরপি সাভার বাসস্ট্যান্ড এর কাছেই। বিমানবন্দর থেকে গেলে ভালো হবে, বাইপেল, নবীনগর দিয়ে যেতে পারেন। হোটেল পাবেন, সমস্যা হবে না। যাত্রা বাসে করবেন। সেন্টার ফর রিহেবিলাইটেশন ফর প্যারালাইসড।
২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
আন্ধার রাত বলেছেন: শরীফ মাহমুদ ভাই, থ্যাংকইউ। হোটেল আছে জেনে স্বস্হি পেলাম।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৫
নীল আকাশ ২০১৪ বলেছেন: বিমানবন্দর নেমে সেখান থেকে বসুমতি পরিবহণের নীল বাস অথবা বিআরটিসির লাল বাসে চলে যাবেন গাবতলী। আর গাবতলী চলে গেলে সাভার যাওয়া কোন ব্যাপারই না।
কমলাপুর নামলে ৬ নম্বর বাসে যাবেন গুলিস্তান। সেখান থেকে সরাসরি সাভারের বাস পাবেন গোলাপশাহ মাজারের পাশ থেকে।
২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
আন্ধার রাত বলেছেন: অনেক ধন্যবাদ নীল আকাশ তথ্যটি জানানোর জন্য। আমার নিশ্চিত কাজে লাগবে।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০১
ফারুক৭ বলেছেন: পুরা লোকেশনটা চিনিনা, তবে সাভার যেতে হলে বিমান বন্দর থেকে বাসে গেলেই সহজ হবে।