নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ

বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়.....

অ্যাঙ্গেল বয়

আমি মানুষের সাথে মিশতে ও কথা বলতে পছন্দ করি।

অ্যাঙ্গেল বয় › বিস্তারিত পোস্টঃ

মজার কিছু JOKES - (১০০% ২০ + পোস্ট ) , আপুদের প্রবেশ নিষেধ !!! - ৩

০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৫



এক লোক একটা লেডিস কাপড়ের দোকান দিলো। একদিন এক সুন্দরী আসলো। দেখে লোকটার খুশী যেনো আর ধরেনা। চিন্তা করলো যে ভাবে হোক মেয়েকে পটাতে হবে। সুন্দরী দুইটা কাপড় নিলো।

লোকটাকে বললো: আচ্ছা এই কামিজের দাম কতো।

লোকটা বিগলিত হাসি দিয়ে বলে: আপনার জন্য মাত্র ১০টা কিস। মানে আমাকে দশটা কিস দিলেই হবে।

সুন্দরী: তাহলে এই জিনসের দাম কতো?

লোকটা: এইটা? আমাকে জড়ায়ে ধরে একটু আদর কইরা দিলেই হবে।

সুন্দরী বলে: ঠিক আছে। এই দুইটা আমি নিলাম। গাড়িতে আমার কাজের বুয়া আছে, সে এসে দাম দিয়ে যাবে।





এরশাদের সেক্স পাওয়ার

বিল ক্লিন্টন, কফি আনান এবং এরশাদের সেক্স পাওয়ার এর একটা পরীক্ষা নেয়া হচ্ছে। তিনজনকে বলা হল আপনারাতো অনেকের সাথে সেক্স করেছেন, এবার বাদরের সাথে সেক্স করতে হবে। যিনি অল্প সময়ে বাদরকে প্রেগনেন্ট করতে পারবেন তিনি বিজয়ী হবেন। যথারীতি তারা বাদরের সাথে সেক্স করতে শুরু করল। ক্লিন্টন একদিনেই বাদরকে প্রেগনেন্ট করে দিল। কফি আনান প্রেগনেন্ট করতে দুই দিন লাগল। কিন্তু এরশাদ পারছেনা। অবশেষে এক সপ্তাহ চেষ্টার পর এরশাদের বাদরটি প্রেগনেন্ট হয়। সবাই এরশাদকে বললেন, আমরা জানতাম আপনার সেক্স পাওয়ার সবচেয়ে বেশী কিন্তু আপনার সময় বেশী লাগল কেন? এরশাদ জবাব দিলেন, ক্লিন্টন এবং কফি আনান কে মেয়ে বাদর দেয়া হলেও আমাকে ভূল করে ছেলে বাদর দেয়া হয়েছে, তাই সময় বেশী লেগেছে।

ফলাফল: এরশাদ চেম্পিয়ান ।





মানসিক রোগীর রোরশাখ ইঙ্কব্লট টেস্ট নিচ্ছেন মনোচিকিৎসক। হিজিবিজি কিছু কালির ছোপ রোগীকে দেখানো হয় এ টেস্টে।

প্রথম কার্ডটা এগিয়ে দিলেন তিনি। ‘বলুন তো এটা কিসের ছবি?’

‘একটা ছেলে একটা মেয়েকে জাপটে ধরে চুমু খাচ্ছে।’



দ্বিতীয় ছবিটা এগিয়ে দিলেন ডাক্তার। ‘এটা কিসের ছবি বলুন তো?’



‘ঐ ছেলেটা এবার মেয়েটার জামাকাপড় খুলে ফেলছে, আর মেয়েটা চেঁচাচ্ছে হাঁ করে।’



আরেকটা ছবি এগিয়ে দিলেন ডাক্তার। ‘এটা কিসের ছবি বলুন তো?’



‘ছেলেটা মেয়েটার চুল টেনে ধরে ঘাড়ে কামড় দিচ্ছে, আর মেয়েটা খিখি করে হাসছে।’



ডাক্তার আর পারলেন না। ‘দেখুন, রিয়াদ সাহেব, আপনার রোগ খুব জটিল পর্যায়ে পৌঁছে গেছে। আপনার মনটা খুবই নোঙরা, আমি বলতে বাধ্য হচ্ছি।’



রিয়াদ সাহেব চটে আগুন। ‘নিজে যত রাজ্যের নোঙরা ছবি এগিয়ে দিচ্ছেন আমাকে, আর বলছেন আমার মন নোঙরা?’





জন রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। এক পিচ্চি তাকে প্রশ্ন করল," কয়টা বাজে?"

পৌনে তিনটা

তিনটা বাজলে আমার পাছায় একটা চুমো দিও।

এই কথা বলেই পিচ্চি দিয়েছে দৌড়। জন রেগে গিয়ে তার পিছে পিছে দৌড়াচ্ছে।

পথে ববের সাথে ধাক্কা খেল।

বব- কিরে দোস্ত, দৌড়াস কেন?

আরে হালার পিচ্চি কয় তিনটা বাজলে ওর পাছায় চুমু খেতে...

এই জন্য দৌড়াচ্ছিস!! এত তাড়াহুড়া কিসের শুনি ???? তিনটা বাজতে এখনো দশ মিনিট বাকি





খাচ্চর কোথাকার?

বলুন তো আমি কে?

আমি এমন একজন, যাকে দুই লিঙ্গের মানুষই উপভোগ করে থাকে।



আমি ধরুন গিয়ে, ছয় থেকে আট ইঞ্চির মতো লম্বা, আমার একদিকে কিছু রোঁয়া আছে, অন্যদিকে আছে একটা ফুটো।



সাধারণত আমি শুয়েই থাকি সারাদিন, কিন্তু যে কোন সময় আমি কাজের জন্যে দাঁড়িয়ে যেতে রাজি।



আর কী কাজ রে ভাই! একটা ভেজা ভেজা জায়গায় আমাকে বারবার যেতে আর আসতে হয়। কাজ শেষ হলে সাদা, আঠালো কিছু পদার্থ পেছনে ফেলে রেখে আমি আবার আগের জায়গায় ফিরে যাই। অবশ্য যাওয়ার আগে আমাকে পরিষ্কার করা হয়।

বলতে পারলেন না তো? আরে, আমি তো আপনার ...



...

টুথব্রাশ! কী ভাবছিলেন আপনি আমাকে?





বিয়ের রাতে বাসর ঘরে স্বামী স্ত্রীকে বলল, বিয়ের আগে আমি ১০ টা মেয়ের সাথে শুয়েছি!

বউ বলল, আমি জানি!

কেমনে?

স্বামী-স্ত্রীর চরিত্রতো একই রকম হয়, তাই নয় কি, আমিও .....





টিনা বেড়াতে গেছে এক নির্জন কেল্লায়। একটা ঘরে ঢুকে সে দেখলো, একটা পুরনো চেরাগের পাশে এক পাগড়ি পরা যুবক দাঁড়িয়ে।



'স্বাগতম, আমার আকা।' বললো যুবক। 'আমি এই চেরাগের জ্বিন। আপনার তিনটি ইচ্ছা আমি পূরণ করতে চাই।'



টিনা এক নিঃশ্বাসে বললো, 'কোটি কোটি টাকা, দশটা বাড়ি, বিশটা গাড়ি।' জ্বিন বললো, 'জো হুকুম। আপনি বাড়ি ফিরেই আপনার টাকা, বাড়ির দলিল আর গাড়ির লাইসেন্স তৈরি পাবেন।



কিন্তু আমার আকা, আমি দীর্ঘদিন এই চেরাগে একা বন্দি ছিলাম। আপনি যদি কিছু মনে না করেন, আমি ইচ্ছা পূরণের আগে আপনার সাথে কয়েকবার আনন্দ ফূর্তি করতে চাই মানে আপনাকে আদর সোহাগ করতে চাই । 'টিনা সানন্দে রাজি হলো।

সারারাত আনন্দ ফূর্তি করার পর পরদিন ভোরে জ্বিন বললো, 'আমার আকা, আপনার বয়স কত?'' সাতাশ।' জবাব দিলো টিনা।'

এই বয়সেও আপনি জ্বিন ভূত বিশ্বাস করেন?'





এক লোক খুব লাজুক। সারাদিন ব ই পড়ে। বিয়ের ২ মাস পর ও সে তার বৌ এর সাথে কিছুই না করায় বৌ হতাশ।

এক রাতে লোকটি পড়ছে। বৌ তাকে আকর্ষন করতে সব কাপড় খুলে খাটে শুয়ে পড়ল। লোকটি লজজা পেয়ে বৌ এর ঐ জায়গা বই দিয়ে ঢেকে বাইরে চলে গেল।

ছোট ভাই ঘরে ঢুকে এটি দেখে চিত্‍কার করে বলল,"মা! ভাইজান পুরা ঢুইকা গেছে খালি ব ই টা বাকী"





স্যার ছাত্রকে প্রশ্ন করছে।



স্যারঃ মিঠু, বলতো গরু আমাদের কি দেয়?



মিঠু :গরু? গরু আমাদের গুতো দেয়।।।



১০

শিক্ষকঃ বলতো জহির, শিক্ষকদের স্থান কোথায়?



জহিরঃ কেন স্যার, আমার পেছনে।



শিক্ষকঃ শিক্ষকদের শ্রদ্ধা করতে শেখোনি। তোমার কিছু হবেনা!



জহিরঃ কেন স্যার, আমার বাবা তো প্রায়ই বলেন, তোর পেছনে অত মাষ্টার লাগালাম, তবু তুই পাশকরতে পারলিনা।



১১

রকির সাথে ছাদে তার প্রেমিকা আলাপ করছিল। কথার এক ফাঁকে সে রকিকে বলল তুমি মেয়েদের মধ্যে কি দেখ?



রকিঃ এটা ডিপেন্ড করে মেয়েটা আসচ্ছে না যাচ্ছে তার উপর।



১২

খদ্দেরঃ সেক্স করার সময় উভয়ই মজা পাই, তাহলে তুমি আমার কাছ থেকে পয়সা নেবে কেন?

পসারিনীঃ আউটগোয়িং এই চার্জ লাগে, ইনকামিং ফ্রি



মেয়েরা বান্দর পছন্দ করে, কেননা তারা সবসময় কলা খোজে,

ছেলের ইন্দুর পছন্দ করে কেননা, তারা সবসময় গর্ত খোজে



১৩

শিক্ষক: সানি, বলো তো, জলের রসায়নিক ফর্মুলা কি?



সানি: H I J K L M N O



শিক্ষক: তুমি এ কি বলছো?



সানি: স্যার, আপনিই তো গতকাল বললেন, এটা হচ্ছে H 2(to) O!



১৪

ছেলেঃ আন্টি আপনার মেয়ে এত সিলিম কেন।

আন্টিঃ ও সালাদ পছন্দ করে তো তাই,

ছেলেঃ হে আন্টি আমিও বুঝতে পেরেছি।এ জন্যই তার বালিশের নিচে শসা, মূলা, গাজর পাওয়া যায়।



১৫

পার্কে একটা বিরাট কুকুর নিয়ে বসে আছে বাবু। এক তরুণী যাচ্ছিলো পাশ দিয়ে, দাঁড়িয়ে বললো, ‘বাহ, বেশ তো কুকুরটা!’



বাবু হাসলো। ‘হ্যাঁ। খুব রোমান্টিক ও। আর মেয়েরা তো ওকে খুব পছন্দ করে, দারুণ সেক্স করতে পারে কি না।’



তরুণীর চোখে আগ্রহ ফুটলো। ‘তাই?’ ফিসফিস করে জানতে চাইলো সে।



বাবু বললো, ‘হ্যাঁ, দেখতে চান? চলুন আমার বাসায়।’



বাড়ি ফিরে মেয়েটাকে সাথে নিয়ে নিজের ঘরে এলো সে। মেয়েটাকে জামাকাপড় খুলতে বলে সে কুকুরটার দিকে ফিরলো, ‘কালু, এই আপুটাকে আদর করো তো!’



কালুর কোন ভাবান্তর হলো না।



বাবু আবার হুকুম দিলো, তবুও সে গ্যাঁট হয়ে বসে রইলো।



এবার বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে প্যান্ট খুলতে খুলতে বললো, ‘ঠিক আছে, কালু, তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কী করতে হবে, কিন্তু এ-ই শেষবার, বলে দিচ্ছি!’





আরও দেখুনঃ



১ম



২য়





(সংকলিত)



অবাঞ্চিত কেউ প্রবেশে লেখক দায়ী নয়।



মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৯

মঈনউদ্দিন বলেছেন: :P =p~ =p~ =p~ =p~ :#) B-) B-) B-) B-))

২| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:০১

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: :) :)

৩| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:০২

ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: পুরাই লুল !! :P :P

৪| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৩

imranh487 বলেছেন: যত্তসব ফালতু জোকস

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৭

ইয়াংেমন বলেছেন: কিছু কিছু জোকস আগে পড়া ছিল। মন্দের ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.