নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ! অনীক মাহমুদ

অনীক মাহমুদ

আমি খুব সাধারন। আমার সঙ্গী বলতে ঐ এক নীরবতা। নিরসঙ্গ থাকতে ভাল লাগে। ভালো লাগে একা নীরব রাস্তায় হাটতে, যেখানে প্রতি কদম কদম নীরব গল্পের সৃষ্টি। ভালো লাগে কিছু অতীত গল্প কল্পনায় এনে তার মেরামত করতে। আমিই এমনই একা, নীরব, নিরসঙ্গ !

অনীক মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ঠিক যেন এক অজানা উদ্দেশ্য (পাবলাখালি) !

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪


প্রাকৃতিক আর মনুষ্যনির্মিত অসংখ্য দর্শনীয় স্থান ছড়িয়ে-ছিটিয়ে আছে বাংলাদেশে। যার সকল ঠিকানা আমাদের সকলের হয়তো জানাও নেই। যখনই জীবন হাপিয়ে ঊঠে ঐ সকল স্থান তখন যেন হয়ে ঊঠে কান্তি কাটাবার সুরাহা।

যান্ত্রিক জীবনের কোলহলকে পাশ কাটিয়ে ক্লান্তি কাটাবার এমনই এক চমৎকার ঠিকানার নাম হচ্ছে পাবলাখালি বন্যপ্রাণী অভয়ারণ্য। জীববৈচিত্র্যময় এই অভয়ারণ্যটি পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলা রাঙামাটির প্রায় শেষপ্রান্তে অবস্থিত। এই শেষপ্রান্তে অবস্থানের কারনেই স্থানটি তুলনামূলক কম পর্যটকের পদচারণায় মুখরিত হয়।
একশ কিলোমিটারেরও বেশি দূরত্ব রাঙামাটি শহর থেকে পাবলাখালির। কিন্তু পথের এই সামান্য কষ্টটুকু মেনে নিয়ে পাবলাখালির অভয়ারণ্যে পৌছানোর পর খালি হাতে ফেরার কথা মনেই হয় না। সুউচ্চ পাহাড়ের মাঝে সবুজের সমারোহ আর ফাঁকে ফাঁকে বয়ে চলা হ্রদের সবুজ পানির যুগলবন্দীতে জীবন এক অনন্য অভিজ্ঞতার ডায়রি খুলে দেয়।
পাবলাখালির উদ্দেশ্যে রাঙামাটি থেকে মারিস্যাগামী লঞ্চে চড়ে নামতে হবে মাইনীমুখ। মাইনীমুখ থেকে ইঞ্জিন নৌকায় করে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সহজেই পৌঁছে যাওয়া যায় পাবলাখালির বন্যপ্রাণী অভয়ারণ্যে। মূলত পাবলাখালি পাহাড়ি বন এবং প্রায় হাজার খানেক ফুট উচ্চতার পাহাড় রয়েছে এই বনের ভেতর।
এ বনে বহু বন্যপ্রাণীর বসবাস প্রাচীন কাল থেকে থাকলেও এ সম্পর্কে ১৯৫৪ সালের এক জরিপের লিপিবদ্ধ আকারে প্রথম তথ্য পাওয়া যায়। তখনকার হিসেব অনুযায়ী প্রায় ২,৫৪০ বর্গকিলোমিটার আয়তনের কাসালং সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ৪৫০ বর্গকিলোমিটার নিয়ে ছিল পাবলাখালির বিস্তৃতি। কিন্তু কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে হ্রদের উপচানো জলে বনের বহু এলাকা নিমজ্জিত হলে এ বনের আয়তন পরবর্তী সময়ে কিছুটা সংকুচিত হয়ে পড়ে। বন্যপ্রাণী আর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য ১৯৬২ সালের জুন মাসে এটিকে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়।

অভয়ারণ্যটি বর্তমানে রাঙামাটি জেলার কাসালং রেঞ্জের দক্ষিণ-পূর্বে খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমানা পর্যন্ত বিস্তৃত। নানা সময়ে প্রকৃতি ও পরিবেশের বিপর্যয়ের কারণে পাবলাখালি অভয়ারণ্যের প্রাণীবৈচিত্র্য হুমকির সম্মুখীন হলেও এখনও এখানে দেখা মেলে বুনো হাতি, বিভিন্ন প্রজাতির বানর, উল্লুক, বুনো কুকুর, বন্য শুকর, সাম্বার হরিণ, বনরুই প্রভৃতির। এ ছাড়া এই অভয়ারণ্যে রয়েছে আদি গর্জন, জারুল, চম্বল, সেগুন, কাঞ্চন, চাপালিশের মতো নানা প্রজাতির গাছ এবং বহু প্রজাতির পাখি।

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

ফেরদাউস আল আমিন বলেছেন: রাঙ্গামাটি থেকে মাইনিমুখ লঞ্চে যেতে কত টুকু সময় লাগে?
পাবলাখালিতে থাকার জাএগা কোথায়?

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৬

অনীক মাহমুদ বলেছেন: লঞ্চে ঘন্টা তিন এক এর মত সময় লাগে, তবে থাকার জায়গা বলতে সেনা বাহিনীর রিসোর্ট আছে কিছু তবে তা এখন আছে কিনা তা জানা নেই। এখন হয়তো পাহাড়ে কিছু রিসোর্ট হয়েছে ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুন, কিন্তু ছবি আরেকটু বেশী হলে ভাল হত... :)

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার স্থান

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!!! আরো ছবি থাকলে ভালো হতো।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: আরো কিছু ছবি দিলে ঘরে বসেই আপাতত দেখে নিতে পারতাম

সুন্দর পোস্ট

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

সুমন কর বলেছেন: জানা ছিল না। আরো ছবি দিলে ভালো হতো।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: বাহ জায়গাটা তো দারুন। ছবি আরো কয়েকটা দিলে ভাল হত। কম্পিউটার স্ক্রিনে চড়েই পাবলাখালী ঘুরে আসতে পারতাম। হাহা! +

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

আরইউ বলেছেন: ছোট, সুন্দর! কিছুটা অতৃপ্তি থেকে গেলো আরো কিছু ছবির অভাবে!

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

আহমেদ জী এস বলেছেন: অনীক মাহমুদ ,




এতো সবুজ ... অথচ সবুজের ছবি মাত্র দুটো !!!!!!!!! মন ভরলোনা ।
জানিনে কোন অজানা উদ্দেশ্যে এমনটা করলেন !

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

প্রামানিক বলেছেন: চমৎকার জায়গা। পোষ্টের জন্য ধন্যবাদ

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

ভিটামিন সি বলেছেন: ভিটামিন সি রিটার্ণস: আরো কিছু ছবি দিলাইন না কেরে? দিলে ভালো হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.