|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনিকেত বৈরাগী তূর্য্য
অনিকেত বৈরাগী তূর্য্য 
	মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
হুজুরকে কইলুম - একদা মুসলমানের কিবলা ছিলো জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে । কিন্তুু হঠাৎ করে কিবলা পরিবর্তন হয়ে মক্কার কাবায় চলিয়া আসিলো! মুকাদ্দাসের দিকে যখন মুখ করিয়া প্রার্থণা হইতো, তখনও স্রষ্টা মানিয়া লইতেন । এবার যখন মক্কার দিকে কিবলা হইলো, তখনও স্রষ্টা মানিয়া লইলেন ।।
এতে কি প্রমাণ হয়না - নিজেদের কম্যুনিটির ওপর আধিপত্য বজায় রাখতে ইহা একটি রাজনৈতিক খেল? নাকি এক্ষেত্রে সিদ্ধান্ত পাল্টাইয়া স্রষ্টা প্রমাণ করিলেন - তিনিও মাঝেসাঝে নিজের সিদ্ধান্তে অটল থাকেন না?
জবাবে হুজুর কইলেন - হারামজাদা, তুই একটা নাস্টেক !
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:১২
০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:১২
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: 
২|  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:০৫
০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:০৫
মোহাম্মদ বাসার বলেছেন: হইয়াছে বেশ/ যতই কচলাও ইয়া নিয়া/ তাহাতে কি হুজুরের ছিড়া যাইবে কেশ?
  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:১৪
০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:১৪
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: 
৩|  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:৩৩
০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:৩৩
আলগা কপাল বলেছেন: মুসলমানরা বাইতুল মুকাদ্দাসকে যখন ক্বিবলা হিসেবে ব্যবহার করতো তখন ইহুদিরা বলতো, তোমাদের আমাদের ক্বিবলা যেহেতু এক তাই তোমাদের উচিত আমাদের অনুসরণ করা। তাই রাসুলুল্লাহ (সাঃ) আল্লাহর কাছে বারবার দোয়া করতেন যেন বাইতুল্লাহকে ক্বিবলা হিসেবে নির্ধারণ করা হয়। রাসুলুল্লাহ (সাঃ) আল্লাহর বন্ধু। তার একটি অনুরোধ আল্লাহ রাখবে না এমনটা হয় না। তাই ক্বিবলা পরিবর্তিত হয়েছে। রাসুল (সাঃ) এর পরে ক্বিবলা পরিবর্তন হলে আপনি পোস্টের কথাগুলো বলতে পারতেন।
আপনি ইচ্ছা করলেই এর কারণ অনুসন্ধান করতে পারতেন। আপনার ইসলাম নিয়ে এত চুলকানি কেন? বিনা উস্কানিতে কারো ধর্ম নিয়ে কাউকে আঘাত করার কোনো অধিকার আপনার নেই। কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করুন।
  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:৪৭
০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইহুদীদের প্রভু আর মুসলমানদের প্রভু আলাদা নাকি?
৪|  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:৩৮
০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্পর্শকাতর বিষয় নিয়ে পোস্ট দেওয়ার আগে ভাল ভাবে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:৪৮
০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:৪৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গভীরভাবে নেওয়ায় কিছু নেই ।
৫|  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:৫৪
০৭ ই জুলাই, ২০১৭  রাত ৯:৫৪
আলগা কপাল বলেছেন: প্রভু আলাদা না। কিন্তু প্রার্থনার পদ্ধতি, জীবন যাপন, রীতিনীতি আলাদা। আর ইহুদিরা মুসলমানদের তাদেরকে অনুসরণ করতে বলেছিলো। তাই রাসুলুল্লাহ (সাঃ) ক্বিবলা পরিবর্তনের জন্য দোয়া করেন।
  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:৫৬
০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:৫৬
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: 
৬|  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:১১
০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:১১
কাউয়ার জাত বলেছেন: জবাবে হুজুর কইলেন - হারামজাদা, তুই একটা নাস্টেক !
এখানেই লেখা শেষ। অর্থাৎ বুঝা যায় হুজুরের কথায় আপনার নিজেরও সম্মতি ছিল।
তার মানে:-হারামজাদা, তুই আসলেই একটা নাস্টেক !
  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:৫৭
০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:৫৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লেখাটা বিদ্রুপার্থে ছিলো!
৭|  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:১৩
০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:১৩
প্রাইমারি স্কুল বলেছেন: আমি এই রমজানে পুরা কুরআন অর্থসহ একজন আলেমের নিকট পড়েছি এর আগেও পড়েছি তবে পুরা না । আবার কোন শিক্ষক ছিলো না । কুরআন ধারাবাহিক পড়লে অনেক উত্ত্র আপনি পেয়ে যাবেন। কা'বা প্রতিষ্ঠা করেছেন আদম আঃ এরপর নুহ, ইব্রাহীম আঃ এই কারনে রাসুল স আল্লাহর নিকট দোয়া করেছিলেন প্রথম কেবলা হিসাবে । আর বায়তুল মোক্কাদ্দাস সাময়িক কেবলা ছিলো ইয়াকুব আঃ এর বংশ মধ্যে থেকে । নাস্তিক আস্তিক সব সময় ছিলো আছে থাকবে । কিন্তু জেনে প্রশ্ন করলে ভাল।
  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:৫৯
০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: 
৮|  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:১৩
০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন: 
ধর্ম মানুষের জন্য; মানুষের প্রয়োজনের সাথে  ধর্মকে তাল মিলাতে হয়েছে সময়ের সাথে।
  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ১১:০৮
০৭ ই জুলাই, ২০১৭  রাত ১১:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এটা আর কিছুর পরিবর্তন হয় নি!
৯|  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:১৯
০৭ ই জুলাই, ২০১৭  রাত ১০:১৯
আমি চির-দুরন্ত বলেছেন: লেখক বলেছেন: ইহুদীদের প্রভু আর মুসলমানদের প্রভু আলাদা নাকি?   আলাদা নয়। তাদের উপর নির্দেশ ছিল শেষ নবীর ধর্মকে মেনে নেওয়া। তারা সেটা করেনি। সুতরাং তারাও পথভ্রষ্ট।   আর পথভ্রষ্টর সাথে মিল রেখে জেরুজালেম কে কিবলা মানার যৌক্তিকতা কি? 
যাই হোক না কেনো , আপনি একটু সামান্য গবেষণা করলেই আপনি এটার সন্তোসজনক কারন খুজে পেতেন। কিন্তু তা করেন নি। 
আলগা  কপাল ভাই কে ধন্যবাদ।যৌক্তিক কারন দর্শানোর জন্য।  যে মানলে মানবে না মানলে না মানবে তার ব্যাপার।
  ০৭ ই জুলাই, ২০১৭  রাত ১১:০২
০৭ ই জুলাই, ২০১৭  রাত ১১:০২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিশ্বাস-অবিশ্বাস!
১০|  ০৯ ই জুলাই, ২০১৭  রাত ৯:১২
০৯ ই জুলাই, ২০১৭  রাত ৯:১২
মহাকালের মঞ্চ (জীসান আহমেদ অরিন) বলেছেন: নাস্তিক সালা
  ১২ ই জুলাই, ২০১৭  সকাল ৮:৩৮
১২ ই জুলাই, ২০১৭  সকাল ৮:৩৮
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: 
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৭  রাত ৮:৫৯
০৭ ই জুলাই, ২০১৭  রাত ৮:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হারামজাদা, তুই একটা নাস্টেক
 
   
   
   
   
   
   
 

খ্রাপ কয় নাইক্যা