|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনিকেত বৈরাগী তূর্য্য
অনিকেত বৈরাগী তূর্য্য 
	মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
 
 
জনমদাসী নামে একটা নিক ছিল ব্লগে। উনি কবিতা লিখতেন। কবিতায় উনার মন্তব্যের প্রতি উত্তরগুলো ছিল অসাধারণ! খুব আবেগপ্রবণ মহিলা ছিলেন; মন্তব্যে উনার আবেগ উছলে পড়ত! উনার অনেক শুভানুধ্যায়ী হয়ে গিয়েছিল; অল্প কয়েকদিনেই জনপ্রিয় হয়ে উঠছিলেন তিনি। যে কারণেই হোক, অনেকের চক্ষুশূল হয়ে গিয়েছিলেন তিনি। তাকে তাড়াতে অনেকেই উঠে পড়ে লেগেছিলো! সামুও তাকে ব্যান করে!
অনেকে উনাকে মাল্টি অথবা ফেক আইডি মনে করে গালিগালাজ করে। উনি আসলে ফেক ছিলেন না! উনার সাথে ফোনে কথা হয়েছিল আমার। কথা বলতে বলতে এক প্রকার ঘনিষ্ঠতা তৈরি হয়ে গিয়েছিল। উনি আমার মায়ের বয়সী ছিলেন। উনার সাথে আমার দেখা করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে দুর্ঘটনায় তার সাথে দেখা হয় নি; বায়ো-মেট্রিক জনিত সমস্যার কারণে উনার নাম্বারটাও আর চালু পাই নি! উনার অনেক কথা বলার ছিল। উনি বলেছিলেন সব বলবেন। হয়ত সুযোগ পান নি! উনি কি বেঁচে আছেন? জানি না! ভদ্র মহিলা পারিবারিকভাবে অসুখী ছিলেন। উনার আর্মি অফিসার স্বামী উনাকে ছেড়ে চলে গিয়েছিলেন। বড় কষ্ট করে একমাত্র কন্যা সন্তানকে মানুষ করেছেন তিনি। বেচারী স্বামীকে খুব ভালোবাসতেন। এই ব্লগেই নাকি উনার স্বামী লেখেন, তাই এখানে এসে তাকে খুঁজতেন তিনি । অসুস্থ মানুষটার সময়ও কেটে যেত আনন্দে; সেটাও বন্ধ হয়ে যায় কারও কারও কুদৃষ্টির কারণে! যাহোক, ভদ্র মহিলা যেখানেই থাকুন, ভালো থাকুন; এই শুভ কামনা রইল।
 ১৭ টি
    	১৭ টি    	 +৩/-০
    	+৩/-০  ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৯
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা, বিদ্রোহী ভৃগু ভাই!
২|  ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫২
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন: 
জনম দাসীর জন্য অনেক অনেক শুভেচ্ছা রলো; উনি লিখে শান্তি পেতে চেয়েছিলেন; ব্লগের কিছু ডোডো তাঁকে অকারণ চাপে ফেলে সামুর কোপানলে ফেলেন; সামুর লোকজন সেটাকে সঠিকভাবে হ্যান্ডলিং করেননি; সামু ডোডোদের বাসনা পুর্ণ করেছে।
জনম দাসীর জন্য অনেক অনেক শুভেচ্ছা রলো।
যারা তাদের মেয়েগুলোকে মিলিটারী অফিসারের কাছে বিয়ে দিয়েছেন, তারা ভুল করেছেন, ৭০% মেয়ে সুখ শান্তির মুখ দেখেনি। 
  ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:০০
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশিরভাগ ব্লগারই তাঁকে ভুল বোঝেছে! আফসোস!
৩|  ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:০৮
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:০৮
মোস্তফা সোহেল বলেছেন: কিছু মানুষ আছে অকারনেই সবার পিছু লাগা। তিনি এই সব লোকের পাল্লায় পড়েছিলেন মনে হয়। উনার জন্য শুভ কামনা রইল।
  ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:১৯
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:১৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শুভেচ্ছা ।
৪|  ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:১১
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:১১
শায়মা বলেছেন: জনমদাসী নিয়ে যা হলো!!!!!! 
শেষে আমার পোস্টে পর্ন পিকচার ফ্লাডিং.......  
 
মাই গড!!!!! মাঝে মাঝেই অরগানাইজড গেমে সামুতে ঝড় ওঠে। 
যাইহোক 
ঈদ মুবারাক ভাইয়া!   
ঈদের পোলাও খাও... 
  ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:২০
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:২০
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: 
৫|  ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:২৫
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:২৫
কবীর বলেছেন: পুরাতন কথা তুলে আবার নতুন করে; সবাইকে সে যন্ত্রণা দেওয়া মানে কি !!! আর চাই না সামুতে কোন ঝড় উঠুক !! জনমদাসী আপা ভালো থাকুক ।।  
 
এখন, আমাকে যে যাই বলুক না কেন, আমি বলবো; জনমদাসী আপা খুব ভালো কবিতা লিখতেন। তাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না, জানিনা।। এবং তার পারিবারিক বিষয় নিয়ে তার ব্লগে ক্যাচাল করাও উচিৎ হয়নি।
  ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:৩০
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:৩০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভদ্রমহিলা নিজের মত লিখে মানসিক শান্তি পেতে চেয়েছিলেন; এ অধিকারটা তো সবারই থাকা উচিত, তাই না?
৬|  ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:৩৯
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:৩৯
কবীর বলেছেন: হুমম,,ভাই ! কার কিসে শান্তি তা জানা আমার জানা নেই !! তবে আমি আপনাকে বলবো, আপনি আবার ব্লগে মাল্টি-নিকের দাওয়াত দিলেন।। এখন দেখুন আর দেখি কি হয় । তখন তো সমস্যা ছিল একটাই এই মাল্টি নিকের গলাগালি ।। 
ভালো থাকুন।
  ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:৪৭
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগারদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিলো; তারা উনাকে মাল্টি নিক ভেবেছিলেন । এবার নিশ্চয়ই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে?
৭|  ১১ ই জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৬:০৪
১১ ই জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৬:০৪
চাঁদগাজী বলেছেন: 
শাহরিয়ার কবীর বলেছেন, " হুমম,,ভাই ! কার কিসে শান্তি তা জানা আমার জানা নেই !!  "
-তা সহজেই বুঝা যাচ্ছে
  ১১ ই জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৬:০৯
১১ ই জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৬:০৯
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: 
৮|  ১১ ই জুলাই, ২০১৭  রাত ৮:৪১
১১ ই জুলাই, ২০১৭  রাত ৮:৪১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি উনার নাম শুনে ছিলাম।।।
  ১১ ই জুলাই, ২০১৭  রাত ৯:৪৫
১১ ই জুলাই, ২০১৭  রাত ৯:৪৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেকেই উনার গুণমুগ্ধ ভক্ত ছিল।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৪৫
১১ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: যেখানেই থাকুন, ভালো থাকুন; এই শুভ কামনা রইল।