|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনিকেত বৈরাগী তূর্য্য
অনিকেত বৈরাগী তূর্য্য 
	মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

এক চোরের হাত হইতে
অারেক চোরের হাতে,
পড়িয়াছে অাজ বাংলাদেশ
ভুলের চোরাবালিতে ।
লুটেরা সব রাজনীতিক,
সরকারি কর্মচারী;
দেশের মধ্যে চলিতেছে যে
তাহাদের জমিদারি ।
ব্যাংক-বীমা লোপাট করিয়া
করিতেছে যে পাচার,
বৈদেশ যে দ্বিতীয় বসতি
অাখের গোছাইবার!
নিরাপত্তার কথা কী অার
বলিবো এখন হায়,
সুখ-শান্তি লাপাত্তা হইলো
নানান দুর্ভাবনায় ।
আপন ঘরেও মানুষেরা
আর নিরাপদ নয়,
গুম-খুন যে প্রাত্যহিকই
চোখের সামনে হয় ।
খুনীরা করে উল্লাস আর
সরকার অসহায়,
চোর-পুলিশ খেলাধুলায়
চোরেরাই জয় পায় ।
অন্যায়-অবিচার দেখিয়া
সহিয়া গিয়াছে চোখ,
মৃত্যুই যেন কাম্য সবার
সারাইতে এ অসুখ!
খবরের কাগজ খুলিয়া
আজকাল মনে হয়,
দেশটা যে মগেরমুল্লুক
সেই বাংলাদেশ নয় ।
সবকিছু চলিয়া গিয়াছে
দুর্বৃত্তের অধিকারে,
আমরা যে নীরব দর্শক
ডুবি অকূল পাথারে!
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ১৩ ই জুলাই, ২০১৭  রাত ১২:৫১
১৩ ই জুলাই, ২০১৭  রাত ১২:৫১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আর মূর্খ জনগণও এদের পেছনে ছুটছে, অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছে ।
২|  ১৩ ই জুলাই, ২০১৭  রাত ১:২৪
১৩ ই জুলাই, ২০১৭  রাত ১:২৪
মিঃ আতিক বলেছেন: অসাধারণ কবিতায় ভাললাগা রইল, 
ধন্যবাদ।
  ১৩ ই জুলাই, ২০১৭  রাত ১:৩০
১৩ ই জুলাই, ২০১৭  রাত ১:৩০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমাদের সকলের প্রচেষ্ঠায় দেশটা সুখী ও সমৃদ্ধ হোক, বোধোদয় হোক রাজনীতিবিদদের । শুভেচ্ছা ।
৩|  ১৩ ই জুলাই, ২০১৭  রাত ১:৩২
১৩ ই জুলাই, ২০১৭  রাত ১:৩২
সচেতনহ্যাপী বলেছেন: আসলে আমরা সাধারনরাই নীতিহীন!! দলকানা।।
  ১৩ ই জুলাই, ২০১৭  রাত ১:৪২
১৩ ই জুলাই, ২০১৭  রাত ১:৪২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কবে যে আমাদের বোধোদয় হবে? দল-মত-নির্বিশেষে সবকিছুর উর্ধ্বে উঠে দেশকে ভালোবাসতে পারবো?
৪|  ১৩ ই জুলাই, ২০১৭  রাত ৩:২৫
১৩ ই জুলাই, ২০১৭  রাত ৩:২৫
ওমেরা বলেছেন: দেশের জনগন নির্জীব হলে দেশ তো মগের মুল্লুক হবেই !! কবিতা ভাল লেগেছে ধন্যবাদ ।
  ১৪ ই জুলাই, ২০১৭  রাত ৮:৫৪
১৪ ই জুলাই, ২০১৭  রাত ৮:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পরিস্থিতির উত্তরণ কি সম্ভব?
৫|  ১৩ ই জুলাই, ২০১৭  রাত ৯:২৪
১৩ ই জুলাই, ২০১৭  রাত ৯:২৪
কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
  ১৪ ই জুলাই, ২০১৭  রাত ৮:৫৪
১৪ ই জুলাই, ২০১৭  রাত ৮:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৭  রাত ১২:৪৭
১৩ ই জুলাই, ২০১৭  রাত ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি ও নীতিহীন রাজনৈতিক দলগুলো দেশের মানুষের প্রতিনিধি সেজেছে।