নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

মির্জা গালিব ভার্সেস কার্ল মার্ক্স এর মজার চিঠি

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১৫


ফ্রম মার্ক্স টু গালিব-
শনিবার, এপ্রিল ২১, ১৮৬৭
লন্ডন, ইংল্যান্ড
প্রিয় গালিব,
গতকল্যের পূর্বের দিন আমি আমার দোস্ত এঞ্জেলের নিকট হইতে একখানা পত্র পাই । পত্রের শেষে দু লাইনের কাপলেট ছিল । অনেক চেষ্টা-চরিত্র করিয়া আমি জানিতে পারিয়াছি, ইহা মির্জা আসাদুল্লাহ খান গালিবের লিখা ।
ভ্রাতা, আপনি চমৎকার লিখেন । আমি অভিভূত হইয়াছি । এমন বিল্পবী চিন্তার লিখা কোন ইন্ডিয়ান কবি লিখিতে পারেন, আমার অজানা ছিলো । আমি অাপনার আরো কিছু লিখা এক গ্রন্থাগার হইতে সংগ্রহ করিয়াছি । আসলেই কাপলেটটা দারুণ-
Hum ko maloom hai jannat ki haqeeqat lekin,
Dil ko behlane ko Ghalib ye khayal achha hai
(I know paradise does exist, But, Ghalib! It’s good to console your heart.)
আপনি ভূ-স্বামীদের শোষণ, ধর্মীয় নেতাদের শোষণ, পুঁজিবাদি শাসকদের শোষণ এইগুলা নিয়া লিখেন । আমি আপনাকে বলিব, আরো বড় লিখা লিখিতে থাকুন ।
কম্যুনিস্ট কিছু বই পাঠাইলাম । আরো পাঠাইব, আপনার ভাল লাগিলে । আপনার উচিত আধুনিক দর্শন ইত্যাদি নিয়া পড়া । মোঘল বাদশাহদের প্রশংসা করিয়া লিখা বা রুপকথা টাইপ লিখা আপনার মানায় না, জনাব!
বিপ্লবের পথেই অগ্রসর হইতে থাকুক ভারতবর্ষ ।
আপনার শুভাকাঙ্খী
কার্ল মার্ক্স

গালিব টু মার্ক্সঃ
সেপ্টেম্বর ৯, ১৮৬৭
আমি কম্যুনিস্ট মেনিফেস্টো সহ আপনার চিঠি পাইয়াছি । কিন্তু আপনাকে বলিব কী, আপনার অধিকাংশ কথাই এন্টেনার উপর দিয়া গেলো! যাহাই হউক, আমি বৃদ্ধ হইয়াছি, দুর্বল হইয়াছি । আরেক বন্ধুরে একখানি পত্র লিখিতে বসিয়াছিলাম, তাই আপনাকেও লিখিতেছি ।
আপনি কোন ধরণের ইনকিলাব বা বিল্পবের কথা বলিতেছেন, বুঝিতে পারিতেছি না । ব্রিটিশরা এইখানে রাজত্ব করিতেছে এবং সবাই তাহাদের মানিয়া নিয়াছে । বিশ্বাস না হইলে আসিয়া দেখিয়া যান ।
আমি আপনার চিঠির মধ্যিখানে দেখিলাম, আপনি আমার কবিতার ধারা পরিবর্তনের কথা বলিতেছেন । কবিতার ক্ষেত্রে একটা কথা মনে রাখিবেন, এইগুলা সৃষ্টি করা যায় না । প্রাকৃতিক ভাবে আসিয়া পড়ে । আমার ক্ষেত্রে আবার ভিন্ন । বিভিন্ন চিন্তা প্রবাহিত হয় । মাঝে মাঝে এইগুলা মিলিয়া গজল, কবিতা হইয়া যায় ।
আমি বিশ্বাস করি, গালিবের কবিতা পৃথিবীর কোন কবিতার সাথে মিলিবে না । আর রাজারা, নবাবেরা চলিয়া গিয়াছেন বলিয়া আজ আপনি কি বলিতেছেন তাহাদের প্রশংসা করে যেন না লিখি? যে রাজারা, নবাবেরা আমার উপকার করিয়াছিলেন?
কী মহাভারত পাপবিদ্ধ হয় জনাব, যদি আমি তাহাদের জন্য দুই এক লাইন লিখিয়া ফেলি?
দর্শন কী এবং জীবনে কী এর কর্ম, তাহা আমার চাইতে কে বেশী জানে? প্রিয় মার্ক্স, অাপনি কোন আধুনিকতার গান গাইতেছেন আমার সঙ্গে? অাপনি দর্শনে আগ্রহী হইলে বেদান্ত পড়ুন, ওয়াদাত উল ওয়াজুদ পড়ুন; শুধু চিন্তা আর চিন্তা বাদ দিয়া এইগুলাতে কিছু কাজকর্ম করুন । আর তুমি ত একজন ইংরেজ লোক। আমার একটা কাজ করিয়া দিবেন, আমার রিকমেন্ডেশন পত্র খানা ভাইসরয় কে পৌঁছাইবেন, যাহাতে পেনশন পুনরায় চালু করেন ।
আমি দুর্বল অনুভব করিতেছি । শেষ করিলাম ।
হাম্বলী ইওরস
গালিব



মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


যদি আসলে এই ধরণের পত্র বিমিময় হয়ে থাকে, এটা ছিল বিশ্বের জন্য বিশাল সংবাদ যে, মার্ক্স ভবিষ্যতকে অনুমান করতে পেরেছিলেন, তাই মির্জা গালিবকে আধুনিক দর্শন পড়তে বলেছিলেন।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যথার্থই বলেছেন।

২| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৭

মেঘের সাথী বলেছেন: মার্ক্স সাহেবতো দেখি একপ্রকার ভবিষ্যত বানী করেছিলেন মনে হচ্ছে। তবে ভুল কিছু বলেননি আমার মতে।
অন্যদিকে গালিবের-" কবিতার ক্ষেত্রে একটা কথা মনে রাখিবেন, এইগুলা সৃষ্টি করা যায় না । প্রাকৃতিক ভাবে আসিয়া পড়ে ।" এই কথাটি মনে ধরেছে। আসলেই কবিতার ভাষা সৃষ্টি না বরং প্রাকৃিতিক। অবচেতন মনের শব্দগুচ্ছ।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমার খুব প্রিয় দুটো চরিত্র, যদিও দুজনাতে কোন মিল নেই; একজন বস্তুবাদী অন্যজন ভাববাদী।

৩| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় মার্ক্স, অাপনি কোন আধুনিকতার গান গাইতেছেন আমার সঙ্গে? অাপনি দর্শনে আগ্রহী হইলে বেদান্ত পড়ুন, ওয়াদাত উল ওয়াজুদ পড়ুন; শুধু চিন্তা আর চিন্তা বাদ দিয়া এইগুলাতে কিছু কাজকর্ম করুন ।

সকলেই তাহার সীমার মাঝে বাস করে মার্ক্সের আহবানে তাই স্পষ্ট হইল! :)

+++

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কী মারাত্মক কথা, না?

৪| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


মহান গালিবদের ভাবনাগুলো ধর্ম ও রাজতন্ত্রের বেলুনের মাঝে আটকা পড়েছিল, আর মার্ক্স পরিবর্তনশীল ইউরোপের সায়েন্স, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের উপর ভাবছিলেন।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মীর্জা গালিবের জীবনকাল ছিল নানান প্রতিকূলতায় পূর্ণ; ধার্মিক ছিলেন না ওরকমভাবে। তবে রাজতন্ত্রের গ্যাঁড়াকলে আটকা ছিলেন; এর পেছনে কারণও ছিল।

৫| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


ব্লগ এক আজব সৃস্টি, ব্লগ না থাকলে এই বিষয় হ্য়তো চোখে পড়তো না, এটা আমার চোখে বিশাল ঘটনা।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পৃথিবীতে কত ঘটনাই তো আমাদের অগোচরে পড়ে রয়!

৬| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শাহরিয়ার কবীর বলেছেন: মার্ক্সা সাহেবের চিঠিটা দারুন তো !! :P

২০ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.