নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

স্ত্রী ঘুমিয়ে পড়লেই গোপন রাস্তা দিয়ে চলে যান স্বামী!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৭

ঘুমের মধ্যে নাক ডাকেন স্ত্রী। সহ্য হয় না স্বামীর। তাই এ থেকে বাঁচতে ভিন্ন এক পন্থা অবলম্বন করলেন স্বামী। যা রীতিমত সবাইকে অবাক করে দেয়। দ্য বিগ ইস্যু ওয়েবসাইটে বলা হয় স্ত্রীর নজর এড়িয়ে বাড়ি থেকে ৮০০ মিটার দূরে অবস্থিত পাব বা মদের দোকানে যাওয়ার জন্য গোপন রাস্তা খুঁড়েছিলেন তিনি।

শোয়ার ঘরের বিছানার তলা থেকে শুরু হয়েছে সুড়ঙ্গের রাস্তা, শেষ হয়েছে পাবের মহিলাদের শৌচালয়ের মধ্যে। দীর্ঘ পনেরো বছর এই ভাবে চলার পরে ধরা পড়েছেন পাটসিকে। ধরা পড়েও নিরুত্তাপ তিনি। সোজাসাপ্টা উত্তর স্ত্রীর বিরক্তিকর নাক ডাকা থেকে বাঁচতে এবং রাতে পাবে গিয়ে আয়েশ করে মদ খাওয়ার জন্য এ প্রক্রিয়ার আশ্রয় নেন! স্ত্রী ঘুমিয়ে পড়লে তিনি চলে যেতেন পাবে। ফিরে আসতেন ঘণ্টাখানেকের মধ্যে।

পাটসি জানিয়েছেন, পাবের মালিকও তার আসা-যাওয়া দেখে অবাক হতেন। তিনি বুঝতে পারতেন না কোন পথে পাটসি পাবে ঢুকছেন। কোন পথ দিয়ে পাটসি ফিরে যাচ্ছেন।

১৯৯৪ সালে স্টিফেন কিংয়ের লেখা গল্পের ওপর ভিত্তিতে নির্মিত শশাঙ্ক রিডেম্পশন মুভিটি দেখে এরকম করার অনুপ্রেরণা পান। এবং সিনেমার প্রধান নায়ক যেমন জেলখানা খুঁড়ে বেরিয়ে আসে তিনিও এমন কিছু চমক দেখাতে চেয়েছিলেন। সুড়ঙ্গ খুঁড়তে ব্যবহার করেছেন কাঁটা চামচ থেকে শুরু করে ড্রিল মেশিন। স্ত্রী যখন শপিংয়ে বাইরে যেতো তখন বিভিন্ন জিনিসপত্র সেই সুড়ঙ্গে প্রবেশ করাতো।

প্রায় ১৫ বছরের চেষ্টা শেষে ২০০৯ সালে তার সুড়ঙ্গ খুড়া শেষ হয়। এরপর থেকে রাত ১১ টার দিকে সুড়ঙ্গ দিয়ে ৮০০ মিটার দূরের পাবে গিয়ে মদ খেয়ে আসতেন এবং ঘন্টা খানেক পর ফিরে আসতেন।

স্ত্রী তার মুখ থেকে অ্যালকোহলের গন্ধ পেলেও ধরতে পারতেন না কখন তিনি সেটা গ্রহণ করতেন! মদের দোকানের মালিকও ভেবে পেতেন না তিনি হঠাৎ করে কোথা থেকে উঠে আসতেন। তবে সম্প্রতি ড্রেনের ময়লা পরিষ্কার করতে গিয়ে সুড়ঙ্গের ফাটল ধরা পরে।

তবে সেই ভদ্রলোক খুব খুশি বলে জানান। কারণ তিনি জানতেন একদিন তিনি ধরা পড়বেন!


ইন্টারনেট হতে প্রাপ্ত ঘটনা

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: একটি গোপন কথা বলি, প্রকারান্তরে আমরাও কি তাই না :-P
আমাার দৃষ্টিকোন থেকেই আমার ভাল লাগলো।।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সবাই কি আর পালাতে পারে?

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবাক করা ঘটনা!! শেয়ার জানার সুযোগ দেয়ায় ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শান্তি নেই কোথাও।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৪

মানিজার বলেছেন: :-P

বেডায় একটা মাল বটে । :-P

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাও যদি মুক্তি মেলে...

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: পারে।। যাদের এই মনোবৃত্তি আছে।। দেখেন না বাস্তবে।।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হয়তো।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সম্ভবত প্রতি স্বামীর স্বপ্ন

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশিরভাগেরই বোধহয় পালানোর সুযোগ থাকে না!

৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৫

উম্মে সায়মা বলেছেন: :|| =p~ কত কিসিমের মানুষ যে আছে দুনিয়ায়!

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সংসারের গ্যাঁড়াকল থেকে সাময়িক মুক্তির প্রয়াস!

৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:০৭

ফাহমিদা বারী বলেছেন: মজার ব্যাপার!

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সাংঘাতিকও বটে!

৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মনে হয় আমেরিকান পোলাপাইনও এখন ফেসবুকে ফান পোস্ট দেয়া শুরু করেছে...

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রয়োজন আছে তো!

৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


আসলে লোকটার মানসিক সমস্যা ছিলো, কেহ এত অমানুসিক খাটুনি খেটে, বারে যাবার সুড়ংগ করে?

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নাক ডাকা শোনার কাছে এ তো নস্যি, তাছাড়া মদের নেশা তো আছেই।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পাবে কি স্বাভাবিক ভাবে যাওয়া যেত না?

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বোধহয় স্ত্রীর বাধা ছিল।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০

নীলপরি বলেছেন: এতো কান্ড ! :)

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সাময়িক মুক্তির জন্য এত ত্যাগ!

১২| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: আজব ঘটনা। ধন্যবাদ

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কত আজব ঘটনাই না পৃথিবীতে ঘটে।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯

খালিদ আহসান বলেছেন: ' তবে সেই ভদ্রলোক খুব খুশি বলে জানান। কারণ তিনি জানতেন একদিন তিনি ধরা পড়বেন!'

লোকটা আসলেও একটা জিনিস। :D

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পরিশ্রমীও বটে।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

কানিজ রিনা বলেছেন: মাতাল মদেলরা এমন কত কান্ড করে।
নিজের স্ত্রীকে ফাঁকীদিয়ে কত রকম ছুতা
ছলচাতুরী করে অন্যের স্ত্রীর সাথে পরকীয়া
করে এসে বলে অফিসের কাজে বাইড়ে
যেতে হয়েছে। মাতালে করেনা কি?
ছাগলে খায়না কি। এমন একটা বিষয়
সামনে এনে ভাল করেছেন, মাতালদের
অজুহাতের অভাব নাই। নাকডাকা মিথ্যা
অজুহাত মাত্র। ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: :)

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২

জাহিদ হাসান বলেছেন: গোপন রাস্তার কথা শুনে এসেছি ;)

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গোপন তথ্য ফাঁস করবেন না!

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: জিনিয়াস!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: =p~

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পেনর বছর!!!

ধৈর্য আছে মেয়া ভাইর :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সংসারের যাঁতাকলে পিষ্ট!

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

তারেক ফাহিম বলেছেন: ৮০০ মিটার!! :|

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: =p~

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭

হিম বাহ বলেছেন: ও ঘুমালে আমি ফেসবুক আর সামু তে ঘুরে আসি !

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: :P যন্ত্রণায় আছেন মনে হয়।

২০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭

বানেসা পরী বলেছেন: কি ফালতু কর্মকান্ড!
বউয়ের নাকডাকা ভাললাগেনা অথচ: মহিলাদের শৌচাগার দিয়ে পাবে যেতে ভাললাগত!

বাংলাদেশের যে লোকটা সুরঙ্গ খুঁড়ে ব্যাংকের টাকা চুরি করেছিল তার পা ধোঁয়া পানি এই লোককে খাওয়ানে উচিত।

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই সেরেছে রে :P

২১| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪০

এম আর তালুকদার বলেছেন: =p~ =p~ =p~
ভাল লাগলো।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: :) জনৈক পাগলের আখ্যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.