নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

নারীকুলের ক্রাশ তাসকিন বিয়ে করেছেন, আপনার ছেলেমেয়েদেরও বিয়ে দিয়ে দিন।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

দক্ষিণ আফ্রিকার কাছে গো-হারা হারার পর আমাদের ক্রিকেটারদের মন ভীষণ খারাপ ছিল। দুঃখ ভোলার জন্য এর মধ্যে কয়েকজন প্রমোদ ভ্রমণ করে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। আমাদের প্রধানমন্ত্রী তাদের কোন সহানুভূতি জানান নি। অবশ্য তারা যদি আফ্রিকা জয় করে আসতে পারতো প্রধানমন্ত্রী দু-চারখানা করে বাড়ি দিয়ে দিতেন বোধহয়।
খবরে পড়লাম নারীকুলের ক্রাশ তাসকিন বিয়ে করেছেন। এ নিয়ে নারীকুলে চরম হা-হুতাশ। চোখের জলে নাকের জলে বালিশ ভিজিয়ে ফেলছেন তারা। নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন। হিংসুক যুবা সম্প্রদায় অবশ্য খুশি হয়েছে। এতদিনে আপদ কেটেছে!
উদীয়মান তরুণ বোলার তাসকিনের হুটহাট বিয়ের কারণ কী? মনের দুঃখ ভুলতেই বিয়ে নাকি বলের গতি কমে যাওয়ার দরুণ এ শাস্তি- এ বিষয়ে গবেষকগণ ভালো বলতে পারবেন।


মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নারীকুলের ক্রাশ!! তাই নাকি !

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ম্যাভাই কি মঙ্গলগ্রহের বাসিন্দা?

২| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ ভাই, জগতের খোজ খবর তেমন কিছু রাখি না। তামাশা না, সত্য কথা। এই বাচ্চা পোলা নারীকুলের ক্রাশ! ভাবাচ্ছে বটে। :||

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ক্লাস সিক্স-সেভেন এর মেয়েরাও তার ছবি বইয়ের পাতায় লুকিয়ে রাখে। আর অন্যদের কথা কী বলব! আমি থ!

৩| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিয়ে কইরা পুণ্যের কাজ করছে।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আলবৎ।

৪| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ক্লাস সিক্স-সেভেন এর মেয়েরাও তার ছবি বইয়ের পাতায় লুকিয়ে রাখে। আর অন্যদের কথা কী বলব!

অ্যাঁ !!! :-&

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপদ বিদায় হয়েছে!

৫| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জনগণ আর্থিক সংকটে আছে। যেমনে জিনিসপাতির দাম বাড়ে। নারীকুল তাদের ক্রাশ নিয়ে মারা খাক।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিয়ে মানি না" শিরোনামে মেয়েরা ইভেন্টও খুলেছে দেখলাম ফেসবুকে।

৬| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

টারজান০০০০৭ বলেছেন: যার সাথে মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম।
যাক ! নারীকুল ক্রাশ খাইয়া থোতা মুখ ভোঁতা হওয়া হইতে রক্ষা পাইলো !

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাঁচা গেল।

৭| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: ওদের কথা আর বলবেন না।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিরক্তিকর ঠেকে।

৮| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

শাহ্জাদা আল- হাবীব বলেছেন: পুণ্যের কাজ করেছে!!

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফরজ এবাদত।

৯| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: Crush (ক্রাশ) মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। তা হলে কি ধ্বংশ হয়ে গেল তাসকিন?

crash: সংঘর্ষঃ If a vehicle crashes or someone crashes it, it is involved in an accident, usually a serious one in which the vehicle is damaged and someone is hurt:

লিটারেলি Crush(ক্রাশ) মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া,কিন্তু ব্যাপক অর্থে ক্রাশ হচ্ছে কারো প্রতি ব্যাপক আকর্ষণ বা আগ্রহ অনুভব করা। বর্তমানে ডিজুস পোলাপান কাউকে দেখে ভাল লাগলেই প্রতীকী অর্থে ক্রাশ খেয়েছি এমনটা বলে থাকে।

যা হোক তাসকিন বিবাহ করার কারনে অনেকে ধ্বংশের হাত থেকে রেহাই পেল। শুভ কামনা তাশকিন দম্পতির জন্য

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্যাপক অর্থে ক্রাশ হচ্ছে কারো প্রতি ব্যাপক আকর্ষণ বা আগ্রহ অনুভব করা। বর্তমানে ডিজুস পোলাপান কাউকে দেখে ভাল লাগলেই প্রতীকী অর্থে ক্রাশ খেয়েছি এমনটা বলে থাকে।" ঠিক তাই।

১০| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:

তাসকিন কী বাল্য বিবাহ করেছে? :)

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর তার বয়স বাইশ।

১১| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
@শাহরিয়ার কবীরঃ ইহারা কি বালক-বালিকা বলিয়া আপনার ধারণা!!

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যুবক-যুবতি!

১২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালোই হইছে। নাইলে, রুবেল, নাসির, আরাফাতদের মত নারী কেলেংকারীতে জড়াইতো।
তবে আমাদের দেশে ২২ বছরের ছেলেকে বিয়ের আসরে দেখলে লজ্জাই লাগে আমাদের। যেখানে আমরা বেশীর ভাগ এখনো ৩০ এর পর বিয়ে করি...

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফর্মও পড়তির দিকে। পরে পাত্রি জুটানোও কঠিন হতো!

১৩| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


এখন বুঝলাম, এত বেশী মেয়েরা কেন আজকাল ক্রিকেট খেলা দেখে!

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ম্যারি মি, ম্যারি মি বলে চিল্লাতে যায়।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

আবু তালেব শেখ বলেছেন: লাইলিদের তাহলে কপাল পুড়লো

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপদ মুক্ত হওয়া গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.