নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

জাতের খৎনা

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩

"সুরের পাখি" প্রয়াত আব্বাসউদ্দিন এর পুত্র মোস্তফা জামান আব্বাসী তাঁর পিতাকে জাতীয় মুসলমান গায়ক হিসেবে স্বীকৃতি চান; খবরটা পড়ে অবধি হাসছি । জাতীয় মুসলিম গায়ক মানে কী? মোল্লারা বলেন, ইসলামে গান-বাজনা হারাম । তো ভদ্রলোক কী বলতে চান? অবশ্য আজকাল নাকি হালাল শূরিখানাও তৈরি হয়েছে । গান-বাজনাকেও বোধহয় হালাল করার চেষ্টা করা হচ্ছে ।
**বাবুনগরী বলেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে হিন্দুধর্ম শিক্ষা কেনো? বছরখানেক আগে হেফাজত ইসলাম জাতীয় পাঠ্যপুস্তক থেকে হিন্দু এবং নাস্তিক সাহিত্যিকদের লেখা উঠিয়ে দিতে সরকারকে চাপ দিয়েছে, সরকারও মোটামুটি মাথা নত করেছে । আচ্ছা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান অধ্যুষিত রাষ্ট্রগুলো যদি এমন মনোভাব পোষণ করে, তাহলে অবস্থাটা কী দাঁড়াবে? বাংলা সাহিত্যের হাতেখড়িই তো বৌদ্ধ-হিন্দুদের হাত ধরে হয়েছে । ওদের সাহিত্য উঠিয়ে দিলে থাকবে কী? সাহিত্যের আবার ধর্ম আছে?
***মক্কা-মদিনায় নাকি অমুসলিমদের বসবাস নিষেধ, আফগানিস্থান থেকে বুদ্ধের বিশাল মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে, ইরানেও অমুসলিমরা টিকতে পারছে না আর পাকিস্থানের কথা তো বলাই বাহুল্য । বাংলাদেশও তার পাকিস্তানি ভাইদের অনুসরণ করছে (যদিও অনেকে দাবি করেন, এখানকার হিন্দুরা ভালো আছে । তাদের দেশপ্রেমের ঘাটতি আছে । যারা যাচ্ছে স্বেচ্ছায় চলে যাচ্ছে । স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য সর্বোচ্য ত্যাগ স্বীকার করেও দেশপ্রেমের ঘাটতি? প্রাণভয় কিংবা নিতান্ত বাধ্য না হলে কেউ কি স্বেচ্ছায় স্বদেশ ছাড়ে?)।
****মিয়ানমারের উগ্র বৌদ্ধরা রোহিঙ্গাদের হত্যা করছে, দেশ ছাড়া করছে; ভারতে সংখ্যালঘু মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে মুসলিম বিদ্বেষ বাড়ছে । কেন বাড়ছে তা খতিয়ে দেখতে হবে । শুধু দোষারুপ করলে, গালি-গালাজ করলে কিছু হবে না । নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটা ক্রিয়ারই সমান প্রতিক্রিয়া আছে । অন্যের অনিষ্ট কামনা করে তার কাছ থেকে আশীর্বাদ আশা করা বোকামি ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: হুজুরদের শিক্ষায় ইসলামে অনেক কিছুই নিষিদ্ধ, অরাজকতা সৃষ্টি ছাড়া। কোনও কিছু হলেই তাদের প্রতিক্রিয়া হয় এমন।


ব্লগেও দেখি একশ্রেণীর হুজুর অ্যাকাউন্ট খুলে কওমী-আলিয়া দ্বীন রক্ষা করছেন। ইসলামে ব্লগিং জায়েজ তো?
মুসলমানদের সভ্য হতে হবে। নাইলে ফিলিস্তিনে না শুধু, সব জায়গায়ই তারা মার খেতেই থাকবে।
একটা জিনিস বুঝিনা। মক্কা-মদীনায় জেরুজালেম নিয়ে কথা হচ্ছে না, আমাদের বায়তুল মোকাররমী হুজুরেরা কি চুল ছিড়তেছেন ফিলিস্তিনের?

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সবকিছুতেই ইহুদী-নাসারাদের ষড়যন্ত্র খুঁজে পায়।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: ্মুসলমানরা নির্বোধ হয়ে গেছে।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বোধোদয় হবে কবে?

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


আব্বাস উদ্দিন সাহেবের স্ত্রী গর্ভাবস্হায় ছাগলের দুধ খেয়েছিলেন!

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছাগলের দুধে তো জানতাম ভিটামিন আছে।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: সাহিত্যের আবার ধর্ম আছে?

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সাহিত্যেরও খৎনা করানো হচ্ছে।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: জাতীয় গায়কের দাবী করতে পারতেন। তিনি ভালোজানেন কেন এমন দাবী করেছেন। যক্তি থাকা উচিৎ ।

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাপ তো কিংবদন্তি, তিনি নিজেও একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। কী করে যে এমন উদ্ভট দাবী করলেন, কে জানে। বুড়ো বয়সে ভিমরতি হলো কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.