|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনিকেত বৈরাগী তূর্য্য
অনিকেত বৈরাগী তূর্য্য 
	মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
জনৈকা ইউএনও এর সঙ্গে ফোনে কথা বলছিলেন জনৈক স্থানীয় সাংবাদিক। কথাপ্রসঙ্গে একসময় তাকে আপা বলে সম্ভোধন করে বসেন। আর যায় কোথায়! ইউএনও মহাশয়া সাংবাদিকের ওপর চড়াও হন; ম্যাডাম না বলায় ক্ষিপ্ত হয়ে বলেন, আপনি কতদিন ধরে সাংবাদিকতা করেন? আপনি জানেন না একজন ইউএনওকে স্যার বা ম্যাডাম বলতে হয়?
  ঘটনাটা নিয়ে মিডিয়ায় বেশ শোরগোল। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রীকে নির্ভয়ে আপা সম্ভোধন করা যায়, তিনি উষ্মা বা শ্লেষ প্রকাশ করেন না, সেখানে ইউএনও এর এমন অনভিপ্রেত ব্যবহার তার চারিত্রিক দীনতাই প্রকাশ করে।
   একবার এক জেলাপরিষদ কার্যালয়ে গিয়েছিলাম দোকানের ট্রেড লাইসেন্সের জন্য; ভুলক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার চেয়ারে বসে পড়ি। কেউ একজন এমন আচরণ করলেন, দুঃখে লাল হয়ে গেলাম। আসলে যার যে যোগ্যতা আছে, সে তার অধিক পেয়ে গেলে এমনই করে। ফকিন্নির পোলাপাইন হঠাৎ বড়লোক হলে যা হয় আর কী! কথায় বলে না, বানরের গলায় মুক্তোর মালা শোভা পায় না।
 ২৮ টি
    	২৮ টি    	 +০/-০
    	+০/-০  ১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৪০
১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: 
২|  ১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৪৩
১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৪৩
নতুন বলেছেন: তাহলে আমি কি হনুরে এই ভাব থাকবেনা। 
আর জনগনকে্ও সচেতন হইতে হবে... 
তাদের সাথে কেউ এমন আচরন করলে তাকেও উত্তরে বলতে জানতে হবে.... যে সরকারের কোন ধারায় বলা আছে যে ইউএনও কে জনগন স্যার/ম্যাডাম বলতে হবে?? আর সেই ইউএনও কে প্রশ্ন করতে হবে... আপনার বেতনের টাকা কি সরকার দেয় কিনা? সরকার দিলে জনগনের টাকায় বেতন নিয়ে কিভাবে জনগনকে ঝাড়ি দেন আপনি?
  ১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৫৪
১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কয়েকদিন আগে এক সার্জনকে কারাদন্ডাদেশ দিয়েছিলেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। সত্যি বলতে কী, বাঙালি ক্ষমতার অপব্যবহার করতেই সিদ্বহস্ত। নিজেদের নীতিনৈতিকতা বিসর্জন দিতে একটুও কসুর হয় না। মানুষ কী করে নিজেদের অতীত ভুলে যায়?
৩|  ১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:০৯
১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:০৯
চাঁদগাজী বলেছেন: 
এখন দেশে প্রশাসনের দাপট; ফলে, এরা এখন উপরের তলায় আছে
  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৬
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দুষ্টলোকেরাই প্রশাসনে যায় না প্রশাসনে গিয়েই দুষ্ট হয়, বুঝি না।
৪|  ১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ২:১২
১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ২:১২
সচেতনহ্যাপী বলেছেন: খোজ নিয়ে দেখা যাবে ইনারা গোবরে পদ্মফুল!!
  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৭
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: 
৫|  ১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ২:৩৭
১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ২:৩৭
রোকসানা লেইস বলেছেন: সবাইকে গনহারে নাম ধরে ডাকার নিয়ম চালু হোক
  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৯
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিদেশে অবশ্য এমনই সিস্টেম শুনেছি। এ দেশে বোধহয় সম্ভব না। হলে কিছু লোকের ভাব কমতো।
৬|  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৩
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: আমাদের গ্রামে একটা কথা আছে- ''ছোট লোকের পোলায় যদি জমিদারি পায়, কানের আগায় কলম গুঁজে বাঈজি নাচায়।''
  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৯
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমারও তাই মনে হয়।
৭|  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:০২
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:০২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এদের কে পদ্মার চরে কৃষকদের সাথে খেতে খামারে কাজ করতে পাঠানো উচিৎ। তাহলে মানুষ হতে পারবে।
  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪০
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিকই বলেছেন। মানুষ হতে হলে মাটির কাছাকাছি আসতে হয়।
৮|  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:২৮
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:২৮
হেট-ফেসবুক বলেছেন: হা হা হা.......
  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪১
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হাসেন ক্যা, মিয়া! এসব ছোটমনের মানুষদের প্রশাসন থেকে দূরে রাখা প্রয়োজন।
৯|  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩০
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৩০
হাসান কালবৈশাখী বলেছেন: 
সরকারি কর্মকর্তাদের ইংরেজিতে পাবলিক সার্ভেন্ট বলা হয়।
কিন্তু আমাদের দেশে এরা নিজেদের জেলার মালিক ভাবে।
সাধারণত সেবাদাতা সেবাগ্রহীতাকে স্যার বলে সম্বোধন করে থাকে, কর্পোরেট দুনিয়ায় এটাই নিয়ম।
বাংলাদেশেও বেসককারি ব্যাংকে কাষ্টোমার ফকিন্নির পুত হলেও স্যার বলে।
  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৫
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৫
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সিস্টেম ভালো লাগে। মানুষকে সম্মান দিতে জানে ওরা। অবশ্য ওদের জবাবদিহিতাও আছে।
সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা সিস্টেম কম হওয়ায় এসব দুষ্টলোকেরা ধরাকে সরা জ্ঞান করে।
১০|  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৭
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৭
হেট-ফেসবুক বলেছেন: ছোট লোকের কাজ দেখে হাসি লেখক ভাই...
  ১৪ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২২
১৪ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এদের ধৃষ্টতা বিরক্তিকর!
১১|  ১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৬
১৪ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৬
প্রামানিক বলেছেন: আমিও একবার এই বিপদে পড়েছিলাম।
  ১৪ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২৩
১৪ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মান-ইজ্জত নিয়ে টানাটানি।
১২|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৩২
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৩২
আটলান্টিক বলেছেন: হা হা হা ভাল লিখেছেন
  ১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৭
১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আচ্ছা!
১৩|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:৩৫
২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:৩৫
শামচুল হক বলেছেন: জোর করে সম্মান আদায় করার চেষ্টা।
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:২৪
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওরা দুর্মুখ!
১৪|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:৫৮
২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:৫৮
কবীর বলেছেন: হুমম... বাস্তাবে এমনটা হচ্ছে....
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:২৪
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৩৫
১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৩৫
নতুন বলেছেন: সব সরকারী কম`কতার জন্য জনগনকে স্যার/ম্যাডাম বলা বাধ্যতামুলক করা উচিত।