|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনিকেত বৈরাগী তূর্য্য
অনিকেত বৈরাগী তূর্য্য 
	মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো একসময়। এখন কী বলা হয় জানি না। গত একশো বছরে ক'জন রবীন্দ্রনাথ, নজরুল, জসীম উদদীন তৈরি করেছে? ক'জন বিজ্ঞানী তৈরি করেছে? ছাত্রদল, ছাত্রশিবির এবং ছাত্রলীগ নামক সংগঠনের আড়ালে সন্ত্রাসী তৈরি করা হয়েছে, যারা দিনদিন অরাজকতা সৃষ্টি করে খবরের শিরোনাম হয়েছে।
**দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলা যাবে না। বলতে হলে ভালো সিজিপিএ থাকতে হবে? ভালো রেজাল্ট মানেই কি ভালো ছাত্র? সিজিপিএ ধুয়ে কি পানি খাবে? যদি ভালো মানুষই না হলো, শিক্ষার কী দাম?
***ডাক্তারদের সমালোচনা করা যাবে না, বিসিএস ক্যাডারদের সমালোচনা করা যাবে না। কারণ, তারা দেশের প্রাণ। সকল প্রকার দোষ-ত্রুটির উর্ধ্বে। সমালোচনা করতে হলে নিজে ডাক্তার, বিসিএস ক্যাডার হতে হবে? 
 ৪৪ টি
    	৪৪ টি    	 +২/-০
    	+২/-০  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:১৩
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:১৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তারপরও অহঙ্কারে এদের মাটিতে পা পড়ে না।
২|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:১৮
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:১৮
আমার আব্বা বলেছেন: +++
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৭
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধন্যবাদ।
৩|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২১
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২১
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ঢাবি এখন বোকা চণ্ডি উৎপাদনের উৎকৃষ্ট কারখানা।তাদের এমন মন্তব্যই তার উজ্জ্বল দৃষ্টান্ত।
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৯
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একেকজন গর্বে ধরাকে সরা জ্ঞান করে। কী যে মনে করে নিজেদের?
৪|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৬
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কারা এগুলা বলছে যে সমালোচনা করা যাবে না?
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩০
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কারা আবার? দেশের শ্রেষ্ঠ মেধাবীরা।
৫|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৩
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৩
আটলান্টিক বলেছেন: ঢাবি থেকে ১৯৯০ সালের পূর্বে যারা যারা গ্রাজুয়েট হয়ে বের হয়েছে তারা অত্যন্ত মেধাবী এবং তারা সবাই এখন নাসা,সার্নের মতো বড় বড় জায়গায় কাজ করছে।অথচ আজকে ঢাবি বিশ্বের সেরা ২০০০ ইউনির মধ্যেও নাই।
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৭
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঐতিহ্য বেচে আরও কিছুদিন চলা যাবে মনে হয়।
৬|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৬
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ও আচ্ছা। জানা ছিল না। ভেবেছিলাম ওবায়দুল কাদের আবার কোন বক্তৃতা নিয়ে আসল কিনা! তার মুখ তো বেশি চলে।
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৯
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনি সোনার ছেলেদের নিয়ে হালকা-পাতলা বলেছেন, সামগ্রিকভাবে বলেননি।
৭|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৯
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৯
পদ্মপুকুর বলেছেন: একটি আটলান্টিক বলেছেন: ঢাবি থেকে ১৯৯০ সালের পূর্বে যারা যারা গ্রাজুয়েট হয়ে বের হয়েছে তারা অত্যন্ত মেধাবী এবং তারা সবাই এখন নাসা,সার্নের মতো বড় বড় জায়গায় কাজ করছে।অথচ আজকে ঢাবি বিশ্বের সেরা ২০০০ ইউনির মধ্যেও নাই
ভাই, আমি ৯০ সালের পনের বছর পর বের হয়েছি। আপনার মন্তব্য পড়ে নিজের মেধার উপর আস্থা হারিয়ে ফেললাম!!! 
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৪৪
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৪৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শ্রেষ্ঠ মেধাবীদের একজন হয়ে আস্থা হারালে ক্যামনে হপে?
৮|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৪৩
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: @পদ্ম পুকুর, দারুণ খোচা দিয়েছেন। 
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৪৭
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাবির ছাত্র! বুঝতে হপে?
৯|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:২১
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: 
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:২৫
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:২৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোন সমেস্যা? ঢাবিতে চান্স পাননি?
১০|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:৪৭
২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:৪৭
দিলের্ আড্ডা বলেছেন: শিক্ষা মানেই নেতা হবার ধান্ধা।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৩
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নেতা মানেই তো ক্ষমতাবান, বিত্তবান। সবাই তাই চায়।
১১|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৪
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৪
আটলান্টিক বলেছেন: @পদ্মপুকুর ভাই এখানে আস্থা হারানোর কিছু নাই।আমি বলেছি ঢাবির আগের যে অবস্থা ছিল সেটা নেয়।আপনি যথেষ্ট মেধাবী সেটা আমি জানি।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৬
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পুকুরে একটা ডুব দিলেই ওনি হারানো ঐতিহ্য ফিরে পাবেন।
১২|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:২৬
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: দেশ থেকে ছাত্রলীগ অফ করে দিলেই শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি বিরাজ করবে।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৭
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কষে টাইট দিলেই ঠিক হবে।
১৩|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:০৯
২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:০৯
পলাতক মুর্গ বলেছেন: ইউনিভার্সিটি হতে হবে ইউনিভার্সিটির মত, করাপটেড ইন্টেলেকচুয়াল তৈরী করার নরক হয়ে গেছে আজকের ঢাবি। সাবজেক্ট ম্যাটারের খবর নাই উনারা আছে রাজনীতি আর সংস্কৃতির নামে করপশন করে নিজেদের পকেট ভরার ধান্দায়।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২৯
২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দিন দিন রণক্ষেত্রে পরিণত হচ্ছে।
১৪|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:১৩
২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:১৩
বিজন রয় বলেছেন: এক কাজ করেন শিশুদের যাতে বোকা রাখা যায় সেই ব্যবস্থা করেন।
রাশিয়ায় একসময় জারেরা যা করতো।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৩৫
২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৩৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: না পড়েই মন্তব্য করেছেন মশাই।
১৫|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:১৩
২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:১৩
আল ইফরান বলেছেন: বিজন রয় বলেছেন: এক কাজ করেন শিশুদের যাতে বোকা রাখা যায় সেই ব্যবস্থা করেন।
যেই ব্যবস্থা চালু হয়েছে শিক্ষাদানের নামে, তাতে খুব বেশি দেরী নেই আপনার কথা বাস্তবে ফলতে।
লেখককে বলছি, এই ধরনের কথাবার্তা অবার্চীন ছাড়া আর কোন সুস্থ মস্তিস্ক সম্পন্ন মানুষ বলবে না। আর প্রতিষ্ঠান নিয়ে গর্ব করাটা আমি ব্যক্তিগতভাবে মানসিক অসুস্থতার প্রাথমিক লক্ষন বলে মনে করি। তবে তার সাথে এইটাও মনে রাখা দরকার যাতে সমালোচনা আক্রমনের হাতিয়ার না হয়ে দাঁড়ায়।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২৪
২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আত্মতুষ্টিতে ভোগা ঢাবিয়ানদের নিয়ে দুটো কথা বলা যাবে না? এ কেমন কথা!
১৬|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৩
২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৩
কিরমানী লিটন বলেছেন: মাছের পঁচন মাথা থেকে শুরু। তাই সবার আগে দেশের মাথার চিকিৎসা দরকার।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৩
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আলবৎ!
১৭|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৩
২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৩
বিজন রয় বলেছেন: আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন, তারপর আপনার পোস্টের সাথে মলোবার চেষ্টা করুন।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৩
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওকে।
১৮|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
শামচুল হক বলেছেন: শিক্ষা ব্যবস্থা এভাবে থাকলে জাতি পিছিয়ে যাবে।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৪
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পিছিয়ে যাচ্ছে।
১৯|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:২২
২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:২২
তারেক ফাহিম বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ না হওয়া পর্যন্ত ভালো ভার্সিটি থেকে ভালো জিপি্এ আসবে কিন্তু মানুষত্ত্ব থাকবে না।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৫
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সে দিকে তো কারও নজর নেই।
২০|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:৪৮
২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: যোগ্যদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ এর ফলে, শিক্ষকরা পড়ানো বাদ দিয়ে দলবাজিতে ব্যস্ত,তাহলে ছাত্ররা কি শিখবে? এ কারনেই আজ ঢাবি সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় এর একই হাল।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৬
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক তাই।
২১|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৮
২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: প্রাচ্যের অক্সফোর্ড এখন  OX-FORT. 
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৮
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আচ্ছা!
২২|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৪৯
২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৪৯
আল ইফরান বলেছেন: লেখক বলেছেন, আত্মতুষ্টিতে ভোগা ঢাবিয়ানদের নিয়ে দুটো কথা বলা যাবে না?
কেন বলা যাবে না, অবশ্যই বলবেন। কিন্তু সেইটার পরিমিতিবোধ সম্পর্কেও জ্ঞাত থাকা উচিত। আর ঢাবিয়ান বলতে কোন শব্দ অফিসিয়ালি রিকগনাইজড না।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৯
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৩৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে। পরবর্তীতে ওযু করে সমালোচনা করতে বসবো।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:০৮
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
শিক্ষানীতির উপর কথা বলার জন্য বেশ বড় ধারণার দরকার।
ব্যুরোক্রেটরা কি করে, তাদের পিয়নরাও জানে।
বাংলাদেশের ডাক্তারদের দক্ষতার কারণে, ভারত ও থাইল্যান্ড ১ বিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশের রোগী দেখে; প্রেসিডেন্ট মরেছে সিংগাপুরে, মন্ত্রী এমপি নিয়ে ১ ডজন মারা গেছে সিংগাপুর ও থাইল্যান্ডে।