|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনিকেত বৈরাগী তূর্য্য
অনিকেত বৈরাগী তূর্য্য 
	মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
পৃথিবীর শুরু থেকে সাম্প্রতিক পর্যন্ত বহু রাষ্ট্রপ্রধানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জুলিয়াস সিজার, সালভাদর আলেন্দে, মহাত্মা গান্ধী, জন এফ কেনেডি, মোহাম্মদ মোসাদ্দেক, আলেকজান্ডার, শেখ মুজিবুর রহমান হত্যাকান্ড তাদের মধ্যে অন্যতম (বহুবার চেষ্টার পরও শুধু ফিদেল ক্যাস্ত্রোকে মারা সম্ভব পর হয় নি)। বেশিরভাগ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে; এসব ঘটনার মদদদাতা এমনকি ক্ষেত্রবিশেষে সরাসরি হোতা সিআইএ, মুসাদ, আইএস আই। অনেক সময় নিজ দেশের সেনাবাহিনী লেলিয়ে দিয়েও এহেন কর্মকান্ড ঘটানো হয়েছে।
   শেখ মুজিবের হত্যাকান্ডটা ছিল সম্পূর্ণ  ব্যতিক্রম। তাঁকে সপরিবারে হত্যা করা হয়; এটা পৃথিবীর ইতিহাসে বোধহয় বিরল (এমনকি সংবিধান, ইতিহাসও পাল্টে দেওয়া হয়, রেডিও-টিভিতে একুশ বছর শেখ মুজিবের নামও নেওয়া হয় নি, ছবি দেখানো তো দূরের কথা)। শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান। তথ্যপ্রমাণ সমেত বারবার সতর্ক করা সত্ত্বেও কেন শেখ মুজিব হুঁশিয়ার হন নি; এটাও বিস্ময়ের। তিনি বলেছিলেন, ওরা আমার সন্তানতুল্য, ওরা আমাকে হত্যা করতে পারবে না। এত আত্মবিশ্বাস কোথা থেকে এসেছিল? তিনি কি পৃথিবীর ইতিহাসে পড়েন নি ক্ষমতার জন্য পিতা পুত্রকে, এমনকি পুত্র পিতাকে হত্যা করতে পিছ না হয় নি। 
   ফিদেল পাকিস্তান আমলের আমলাদের সরিয়ে দিতে বলেছিলেন, মুজিব শোনেন নি। বলেছিলেন, ওরা অভিজ্ঞ। ওদের প্রয়োজন আছে। অথচ ঐ নিমকহারামেরা তাঁকে এক পয়সার মূল্যায়নও করে নি। ওদের জায়গায় যদি মুক্তিযোদ্ধারা থাকতেন, মুজিব ও জাতীয় নেতাদের এভাবে মরতে হতো? রাষ্ট চালাতে গেলে শুধু উদারতা, দেশপ্রেম আর আবেগ থাকলে চলে না, বিচক্ষণতা দরকার; জনসম্পৃক্ততাও দরকার। তিনি কেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন? তিনি কি জানতেন না তখনও জনগণ তার জন্য প্রাণত্যাগ করতে প্রস্তুত ছিল? তিনি যা করছেন, জনগণকে জানালে তারাও তাতে সম্পৃক্ত হতো? তিনি কেন পাকিস্তানফেরত সেনাদের অবসরে পাঠান নি? কেন দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারেন নি? যাহোক, যা হওয়ার হয়ে গেছে। অতীত ঘেঁটে লাভ নেই। এটা বলা আবশ্যক যে শেখ হাসিনার আরও সতর্ক থাকা দরকার। পিতার ভুল থেকে তিনি যেন শিক্ষা নেন।
   বাংলাদেশ প্রতিদিনে পড়লাম বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর নেতৃত্বে যে প্রতিরোধবাহিনী গড়ে উঠেছিল (বেশিরভাগ আদিবাসী মুক্তিযোদ্ধা), সেই যোদ্ধাদের অনেকেই নাকি আসাম ও মেঘালয়ের বিভিন্ন জঙ্গলে মানবেতর জীবনযাপন করছেন? এটা কি সত্যি? এদেশে জুতো সেলাই থেকে চন্ডিপাঠ পর্যন্ত সব শেখ হাসিনাকেই করতে হয়, বাকীসব অথর্বের দল। শেখ হাসিনা কেন তাঁদের ফিরিয়ে এনে যথাযথ সম্মাননা দিচ্ছেন না, বিষয়টা বোধগম্য নয়। অন্য কোন সরকার এসে এদের ফেরাবে? অন্যরা কি পিতৃহত্যা, যোদ্ধাপরাধীদের বিচার করত? মুক্তিযোদ্ধাদের জন্য তিনি যথেষ্ট করছেন; এবারও নিশ্চয়ই সময়োচিত পদক্ষেপ নেবেন।
 ১৮ টি
    	১৮ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:১০
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:১০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শুভ সকাল!
২|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:২১
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল।
  ১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১১
১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শুভেচ্ছা।
৩|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:৩৬
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:৩৬
চাঁদগাজী বলেছেন: 
আসলে ঘটনা কি সত্যি? কাদের সিদ্দিকী মিথ্যুক; তারপরও, এটার খোঁজ নেয়ার দরকার।
  ১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৩
১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাংলাদেশ প্রতিদিন এ খবরটা এসেছে; ওরা বস্তুনিষ্ঠ খবরই পরিবেশন করে।
৪|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৪
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার বদনাম করার প্রশ্নই আসে না। গত ৯/১০ বছরে তিনি দেশের জন্য কাজ করেছেন। 
চোখ খুলুন।
  ১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৪
১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক বদনাম নয়; এগুলো অনুযোগ।
৫|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:১০
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:১০
ক্স বলেছেন: না, শেখ হাসিনার বদনাম, সমালোচনা বা গুজব ছড়াতে পারেন না। কারণ
- তিনি কোন সমালোচনা সহ্য করেন না।
- তার বদনাম করে কোন লাভ নেই, তিনি কোন কিছু তোয়াক্কা করেন না।
- তার সমালোচনা তার কাছে পৌঁছে না, কারণ তিনি জনকন্ঠ ছাড়া কোন পত্রিকা পড়েন না, ৭১টিভি ও চ্যানেল আই ছাড়া আর কিছু দেখেন না।
  ১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৫
১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অথচ জনগণের সব চাওয়া তাঁর কাছেই।
৬|  ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০০
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০০
বিজন রয় বলেছেন: অবশ্যই।
  ১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৬
১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তিনি কেন জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন?
৭|  ১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:১৭
১৮ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:১৭
রাকু হাসান বলেছেন: মুজিব সাহেবের শেষ দিকে আত্ম বিশ্বাস টা অতিরিক্ত মনে হয়েছে । এতটা বিশ্বাসী ও উদারতা রাখা আসলে ঠিক হয়নি । তিনি আমাদের বিশ্বাস করছেন কিন্তু আমরা সেই প্রতিদান দেয়নি ।
  ১৮ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৯
১৮ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একাত্তর এর আগের আর পরের পরিস্থিতি যে এক ছিল না; এটা বোধহয় তিনি বুঝতে পারেন নি।
৮|  ১৮ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২১
১৮ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সালভাদর ঢালি হলেন আর্টিস্ট। উনার নাম এখানে কেন? মোহাম্মদ মোসাদ্দেক কে? আলেক্সান্ডার মারা গিয়েছিলেন কলেরায়। ওনাদের নাম এখানে কেন?
  ১৮ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৭
১৮ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সালভাদর আলেন্দে হবে, চিলির গণ আন্দোলনের নেতা। তাঁকেও হত্যা করা হয়েছিলো। মোহাম্মদ মোসাদ্দেক ইরানের রাষ্ট্রপতি ছিলেন, তাঁকেও হত্যা করা হয়। আলেকজান্ডারকে মদের সাথে বিষপ্রয়োগে হত্যা করা হয় বলে কথিত আছে।
৯|  ১৯ শে আগস্ট, ২০১৮  রাত ১২:২৯
১৯ শে আগস্ট, ২০১৮  রাত ১২:২৯
সাইন বোর্ড বলেছেন: অামার তো মনে হয় অাপনি পুরোটাই সুনাম করলেন, বদনামের তো কিছু পেলাম না । এ জন্য একটা হাততালি হয়ে যেতে পারে...
  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৪
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তালি দিন তাহলে।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:০৬
১৮ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:০৬
স্রাঞ্জি সে বলেছেন:
শুভ সকাল ও প্রীশু। (প্রীতি ও শুভেচ্ছা)
পাকিদের প্রেতাত্মা গুলো শাস্তি হউক।
আর মুজিব হত্যার প্রতিবাদী দের সম্মান দেওয়া হউক।